
চলমান লোকসভা নির্বাচনের আবহে সংবাদ মাধ্যম ‘বর্তমান পত্রিকা’র একটি প্রতিবেদনের স্ক্রিনশট বেশ ঘুরপাক খাচ্ছে ফেসবুকে। স্ক্রিনশটের এই প্রতিবেদনটি ১৪ মে, ২০২৪, তারিখের বলে দাবি করা হচ্ছে। এই প্রতিবেদনের শিরোনামে লেখা হয়েছে,”রাতেই ফোন মোদির, কংগ্রেস ছেড়ে জুন মাসে বিজেপিতে অধীর। মধ্যপ্রদেশ থেকে অফার বিজেপির রাজ্যসভার সাংসদ।“ প্রতিবেদন অনুযায়ী- অধীরের কারণে বাংলায় ইন্ডিয়া জোট হয়নি। লোকসভা ভোট শুরু হওয়ার আগে থেকেই বিজেপি সঙ্গে যোগাযোগ অধীরের। বহরমপুর বিধানসভা কেন্দ্রে বিজেপিকে ক্ষমতায় এনেছে বাংলার রবিনহুড। বিনিময়ে বহরমপুর লোকসভায় বিজেপির সমর্থন চেয়েছিল কংগ্রেস। এই লোকসভায় অধীর হারছে। রাতেই ফোন প্রধানমন্ত্রী মোদির। বাংলার রবিনহুড কে রাজ্যসভার সাংসদ অফার।
ফেসবুক পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে,”Adhir Ranjan Chowdhury আপনি যদি ডালে চলেন আমরা চলি পাতায়!! আপনি যে #বিজেপির দালাল হিসাবে এই বাংলায় কাজ করে যাচ্ছেন বিগত কয়েক বছর সেটা বাংলার মানুষের বুঝতে কস্ট হচ্ছিল না!! যাইহোক ঝোলা থেকে শেষ অব্ধি বেরিয়ে এলেন তার জন্য আপনাকে অনেক ধন্যবাদ 🙏!!”
তথ্য যাচাই করে আমরা এই প্রতিবেদনটিকে ভুয়ো বলে পেয়েছি। বর্তমান পত্রিকার তরফ থেকে এরকম প্রতিবেদন প্রকাশিত করা হয়নি। বর্তমান পত্রিকার নামে ভাইরাল এই স্ক্রিনশটটি সম্পাদিত।

তথ্য যাচাইঃ
স্ক্রিনশটের এই প্রতিবেদনের লেখার ধরন অর্থাৎ যে ‘ফন্ট’ ব্যবহার করা হয়েছে তা দেখেই প্রাথমিক ভাবে সন্দেহ জাগে। সাধারণত এই রকম ‘ফন্ট’ সংবাদ প্রতিবেদনে ব্যবহার হয়না।
স্ক্রিনশটের প্রতিবেদন অনুযায়ী, প্রতিবেদনটি ১৪ মে তারিখের। এটিকে সূত্র ধরে আমরা ‘বর্তমান’ পত্রিকার ১৪ মে তারিখের প্রতিবেদনটি খুঁজে বের করি। দেখি প্রথম পাতায় এরকম কোন শিরোনামে কোন প্রতিবেদন প্রকাশ করেনি সংবাদ মাধ্যম। তাছাড়া, ‘বর্তমান পত্রিকা’র ‘ফন্ট’ ও ফেসবুক পোস্টের স্ক্রিনশটে থাকা প্রতিবেদনের ‘ফন্ট’ আলাদা। যা থেকে অনেকটাই স্পষ্ট হয়ে যে নিশ্চয় ফেসবুক পোস্টের প্রতিবেদনটি মনগড়া। নীচে তুলনামূলক ফ্রেমটি দেখুনঃ

তারপর আরেকটু খুঁজাখুঁজির পর ভাইরাল এই পোস্ট ঘিরে সংবাদমাধ্যমের তরফ থেকে একটি স্পষ্টীকরণ পেয়ে যায়। এই স্পষ্টীকরণে ফেবসুক পোস্টের এই প্রতিবেদনটিকে ভুয়ো বলে ব্যাখ্যা করে লেখা হয়েছে- এই খবর বর্তমান-এর নয়। সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিতভাবে কোনও অসৎ ব্যক্তি বা সংগঠন বর্তমান-এর নাম ব্যবহার করে বর্তমানকে হেয় করার চেষ্টা চালাচ্ছে এবং এই ধরনের অপপ্রচার করছে। এই খবরের সঙ্গে বর্তমান-এর কোনও সম্পর্ক নেই। বর্তমান এর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিচ্ছে। (আর্কাইভ)

নিষ্কর্ষঃ তথ্য যাচাইয়ের মাধ্যমে ফ্যাক্ট ক্রিসেণ্ডো এই সিদ্ধান্তে এসেছে যে, অধীর রঞ্জন চৌধুরীর বিজেপিতে যোগদান করা নিয়ে ‘বর্তমান’ পত্রিকার প্রতিবেদনটি সম্পাদিত। সংবাদমাধ্যমের তরফ থেকে এরকম কোন প্রতিবেদন প্রকাশিত করা হয়নি।

Title:অধীর চৌধুরীর বিজেপিতে যোগদান করা নিয়ে বর্তমান পত্রিকার প্রতিবেদনের স্ক্রিনশটটি ভুয়ো
Fact Check By: Nasim AkhtarResult: False