মাস্ক না পরায় ছাগলকে গ্রেফতার করল যোগী রাজ্যে পুলিশ, ভুয়ো দাবি করে পোস্ট ভাইরাল

False Social

115946660_745471679548262_2837929812789830997_n.jpg

সোশ্যাল মিডিয়ার একটি খবর শেয়ার করে দাবি করা হচ্ছে, করোনায় মাস্ক না পরার কারনে উত্তর প্রদেশে এক ছাগলকে গ্রেফতার করল পুলিশ। এই পোস্টের সংবাদপত্র ‘আজকাল’-এর একটি প্রতিবেদনের স্ক্রিনশট ব্যবহার করা হয়েছে। ওই প্রতিবেদনের শিরোনামে লেখা রয়েছে, “মুখে মাস্ক না পরায় একটি ছাগলকে গ্রেপ্তার করল যোগী পুলিশ”।  

ফ্যাক্ট ক্রিসেন্ডো তথ্য যাচাই করে দেখতে পেয়েছে এই দাবিটি ভুয়ো। 

download (10).png
ফেসবুক আর্কাইভ 

তথ্য যাচাইঃ প্রথমেই গুগলে কিওয়ার্ড সার্চ করে ‘আজকাল’-এর ওই প্রতিবেদনটি (আর্কাইভ) খুঁজে বের করি। প্রতিবেদন অনুযায়ী, এই ঘটনাটি কানপুরের বেকনগঞ্জের। প্রথমে সোশ্যাল মিডিয়ায় এই ঘটনাটি ভাইরাল হয়েছিল এই দাবি করে যে মুখে মাস্ক পরেনি বলে একটি ছাগলকে থানায় ধরে নিয়ে যাওয়া হয়েছিল। 

আর্টিকেলটি থেকে আরও বলা হয়েছে “সপ্তাহান্তে এই অদ্ভূত ঘটনাটি ঘটে বেকনগঞ্জে। একটা ছাগলকে মাস্ক ছাড়া ঘুরে বেরাতে দেখে পুলিশের জিপে তুলে থানায় নিয়ে আসে পুলিশ। আনওয়ারগঞ্জের সার্কেল অফিসার সইফুদ্দিন বেগ জানালেন, ছাগলটির সঙ্গে একজন যুবক মাস্ক ছাড়াই ঘুরছিলেন। পুলিশ দেখে ছাগলটিকে ছেড়ে পালিয়ে যায় সে। তখনই ছাগলটিকে তুলে আনে পুলিশ।“ 

download.png

কিওয়ার্ড সার্চ করে আমরা টুইটারে কানপুর পুলিশের একটি টুইট দেখতে পাই। ওই টুইটে হিন্দি ভাষায় বলা হয়েছে, “লকডাউনে ছাগলটি রাস্তায় ঘুরে বেড়াচ্ছিল। বেকনগঞ্জ পুলিশ সেটিকে থানায় নিয়ে আসে। পরে দাদামিয়া চৌরাস্তার বাসিন্দা মোঃ আলিকে নিয়মানুসার ছাগলটি ফেরত দিয়ে দেওয়া হল। এই (মাস্ক না পরায় গ্রেফতার) দাবিটি ভিত্তিহীন এবং অসত্য।“ 

আর্কাইভ 

ফ্যাক্ট ক্রিসেন্ডো বেকনগঞ্জ থানার এসএইহও নবান আহমেদের সাথে যোগাযোগ করে। এই বিষয়ে জিজ্ঞাসা করায় তিনি বলেন, “স্থানীয় একজন পুলিশকে জানিয়েছিল কারো একটা ছাগল রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, কেউ চুরি করে নিতে পারে তার আগে এটাকে আপনারা নিয়ে যান। মালিক এলে ফেরন দিয়ে দেবেন। সেইমত পুলসিহ ছাগলটিকে থানায় নিয়ে আসে। পরে মালিক এসে থানা থেকে ছাগলটিকে ফেরত নিয়ে যায়।“ মাস্কের দাবির ব্যাপারে তিনি বলেন, “লোক যা ইচ্ছা তা বলতে পারেন এখানে আমার কী করতে পারি। কিন্তু মাস্ক না পরার কারনে ছাগলটিকে গ্রেফতার করা হয়নি।“ 

ফলাফলঃ তথ্য জাচাইন করে ফ্যাক্ট ক্রিসেন্ডো সিদ্ধান্তে এসেছে উপরোক্ত দাবিটি ভুল। মাস্ক না পরার কারনে ছাগলটিকে গ্রেফতার করা হয়নি। প্রানিটি যাতে চুরি না হয়ে যায় তাই সেটিকে থানায় তুলে আনা হয় এবং পরে মালিককে ফেরত দিয়ে দেওয়া হয়। 

Avatar

Title:মাস্ক না পরায় ছাগলকে গ্রেফতার করল যোগী রাজ্যে পুলিশ, ভুয়ো দাবি করে পোস্ট ভাইরাল

Fact Check By: Rahul A 

Result: False


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *