
সম্প্রতি সোশ্যাল মিডিয়া ফেসবুকে একটি পোস্ট শেয়ার করে দাবি করা হচ্ছে, বিবেক অগ্নিহত্রী পরিচালিত ছবি ‘দ্য কাশ্মীর ফাইলস’ ৯৫তম অস্কার এর জন্য মনোনীত হয়েছে।
তথ্য যাচাই করে আমরা দেখতে পেয়েছি এই দাবি ভুয়ো। দ্য কাশ্মীর ফাইলস ছবির অস্কারে মনোনীত হওয়ার দাবিটি বিভ্রান্তিকর।

তথ্য যাচাই
এই দাবির সত্যতা যাচাইয়ের করতে আমরা অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস বা অস্কারের অফিসিয়াল ওয়েবসাইটে দ্য কাশ্মীর ফাইলস ছবিের মনোনয়ন হওয়ার তালিকাটি খুঁজে দেখার চেষ্টা করি। ৬ জানুয়ারি তারিখে প্রকাশিত একটি তালিকা পাওয়া যায়। এটি হল অস্কার পুরস্কার পাওয়ার যোগ্যতা রাখে এমন ছবির তালিকা যেখানে দ্য কাশ্মীর ফাইলস ছবি সহ বিশ্বব্যাপী মোট ৩০১টি ছবিের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। এই ৩০১টির মধ্যে মোট ১১টি ভারতীয় ছবিের নাম রয়েছে। একাডেমির অনুস্মারক তালিকায় থাকা ভারতীয় ছবিগুলো ছিল, ‘চেলো শো’, ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’, ‘রকেট্রি: দ্য নাম্বি ইফেক্ট’, ‘দ্য কাশ্মীর ফাইলস’, ‘আরআরআর’, ‘কান্তারা’, ‘ইরাভিন নিঝল’, ‘আমি বসন্তরাও’, ‘দ্য নেক্সট মর্নিং’, এবং ‘বিক্রান্ত রোনা’। এই ছবিগুলির অস্কার পুরস্কার পাওয়ার যোগ্যতা রয়েছে তবে মনোনীত নয়। এই তালিকায় নাম থাকা মানে মনোনয়ন নয়। অ্যাকাডেই একটি প্রতিবেদন প্রকাশিত করে এই ৩০১টি ছবিকে মান্যতা দেওয়ার কারনগুলি জানিয়েছে।

২১ ডিসেম্বর, ২০২২, তারিখে অস্কারের তরফ থেকে একটি ১০টি বিভাগের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করে। অ্যাকাডেমি এই ছবিগুলিকে অস্কারের মনোনয়নের দৌড়ে সামিল করেছেন। এই তালিকায় চারটি ভারতীয় ছবির নাম রয়েছে – আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগে ‘ছেলো শো’, ডকুমেন্টারি ফিচার বিভাগে ‘অল দ্যাট ব্রেদস’, ডকুমেন্টারি শর্ট ফিল্ম বিভাগে ‘দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স’ এবং ‘নাটু নাটু’ মিউজিক (অরিজিনাল সঙ্গ) বিভাগে এসএস রাজামৌলির ‘আরআরআর’। ‘দ্য কাশ্মীর ফাইলস’ এই তালিকায় স্থান পায়নি। অস্কারের জন্য মনোনয়নের ভোটিং প্রক্রিয়া ১২ জানুয়ারী থেকে শুরু হবে এবং ২৪ জানুয়ারী মনোনয়নের তালিকা ঘোষণা করা হবে। হলিউডে ১২ মার্চ তারিখে অস্কার বিজয়ীদের নাম ঘোষণা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হবে।
অতএব, সোশ্যাল মিডিয়ার দাবি একেবারেই ভুয়ো কারণ দ্য কাশ্মীর ছবি অস্কারের জন্য কোনও মনোনয়ন পায়নি।
নিষ্কর্ষঃ তথ্য যাচাই করে ফ্যাক্ট ক্রিসেণ্ডো সিদ্ধান্তে এসেছে উপরোক্ত দাবিটি ভুয়ো। দ্য কাশ্মীর ফাইলস ছবির অস্কারে মনোনীত হওয়ার দাবিটি বিভ্রান্তিকর।

Title:দ্য কাশ্মীর ফাইলস ছবি কি অস্কারের জন্য মনোনীত হয়েছে? জানুন ভাইরাল দাবির সত্যতা
Fact Check By: Nasim AkhtarResult: Misleading