সম্প্রতি সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম ফেসবুকে একটি ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে পাক তরুণী নিজ বাবাকে বিয়ে করে বাবার চতুর্থ স্ত্রী হলেন। পোস্টের ভিডিওতে কোন এক শপিং মলের মধ্যে একজন যুবতি ও তুলনামূলক একজন বয়স্ক লোককে পাশাপাশি দাড়িয়ে থাকতে দেখা যাচ্ছে। এক সাংবাদিক তরুণীকে হিন্দিতে ভাষায় প্রশ্ন করতে শোনা যাচ্ছে। তার প্রশ্নটি ছিল, রাবিয়া শব্দটির উৎপত্তি হয়েছে আরবী শব্দ ‘আরবাউন’ থেকে যার অর্থ হয় চার এবং আপনি তার চতুর্থ স্ত্রী। এটা কেমন ধরনের কাকতালীয় ঘটনা? এই প্রশ্নের উত্তরে তরুণী জানান- আমি শুনেছিলাম যে রাবিয়া নামের মেয়েরা চতুর্থ কন্যাসন্তান হয়। চতুর্থ কন্যাসন্তান তো আমি নয়, আমি দ্বিতীয়। তারপর আমি ভাবলাম আমার নামের অর্থই যখন চতুর্থ তো আমি চতুর্থ স্ত্রী হয়েই নামের তাৎপর্য পুরন করি।

পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে,” পাকিস্তানি তরুণী বিয়ে করলেন নিজের বাবাকেই! কন‍্যা থেকে হয়ে উঠলো চতুর্থ স্ত্রী, এই হলো শান্তির ধর্মের নমুনা। যাদের বাপ, ভাই, ভাতার, আম্মা, আম্মি, বেহেন, বিবি ভোগ‍্যপণ‍্য বিছানায় কামের সঙ্গী!।“

তথ্য যাচাই করে আমরা দেখতে পেয়েছি পোস্টের দাবিটি ভুয়ো ও বিভ্রান্তিকর। ভিডিওর ব্যাক্তি পাক তরুণীর প্রাক্তন কম্পিউটার প্রশিক্ষণের শিক্ষক ছিলেন, বাবা নয়। তরুণীকে বিয়ে করার আগে তিনটি ব্যার্থ বিয়ের সাথে জড়িত ছিলেন সেই ব্যাক্তি এবং তরুণীর সাথে তার এই বিয়ে ছিল চতুর্থ।

ফেসবুক পোস্ট

তথ্য যাচাইঃ

ভিডিওটি ভালো করে পর্যবেক্ষণ করলে দেখা যাচ্ছে প্রশ্নকর্তার মাইকে লেখা রয়েছে ‘zen tv’। এটিকে সূত্র ধরে ইউটিউবে ‘zen tv’ সার্চ করলে zen tv vlogs নামের একটি চ্যানেল পাওয়া যায়। এই চ্যানেলেই ভাইরাল এই ক্লিপের দীর্ঘ সংস্করনটি পাওয়া যায়। ২০২১ সালের ১ আগস্ট তারিখে আপলোড করা এই ভিডিওটির শিরোনামে লেখা হয়েছে,” Tasty Rabi Food Wali ny 4th Marriage Amir Khan sy sadgi sy krny ki haqeqt bta d।“

ভিডিওর প্রথমেই ইন্টারভিউয়ারকে বলতে দেখা যাচ্ছে সেই ব্যাক্তির নাম আমির এবং মহিলার নাম রাবিয়া যারা ১০ বছর থেকে সুখী বিবাহিত জীবন অতিবাহিত করছে এবং তাদের চার সন্তানও রয়েছে। ৩ মিনিট ১৩ সেকেন্ডের পর ইন্টারভিউয়ার মৌলবি সাহেবকে ভাই বলে সম্বোধন করে মহিলাকে উদ্দ্যেশ্য করে বলেন ভাইয়ের এর আগে তিনটি বিয়ে ভঙ্গ হয়েছে এবং আপনি তার চতুর্থ স্ত্রী। সেই প্রসঙ্গে মহিলা যা উত্তর দিয়েছেন সেটুকু অংশ ভাইরাল ফেসবুক পোস্টের অংশ।

Daily Pakistan Global নামের এক ইউটিউব চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে এই যুগলদের তাদের প্রেম কাহিনী বলতে দেখা যাচ্ছে। আমির নামের সেই ব্যাক্তি বর্ণনা করে বলছে যে তিনি রাবিয়ার কম্পিউটার শিক্ষক ছিলেন। যখন তাদের সম্পর্ক বিয়ে পিড়ি অবধি পৌঁছেছিল তখন আমির তার তৃতীয় স্ত্রীকে তালাক দিয়ে দিয়েছিল। এখান থেকে আরও স্পষ্ট হয় যে, তিনি একসাথে চারজন স্ত্রী নিয়ে সংসার করেনি। প্রথম স্ত্রীর সাথে বিবাহবিচ্ছেদের পর দ্বিতীয় বিয়ে করেছিলেন এবং দ্বিতীয় স্ত্রীর সাথে বিবাহবিচ্ছেদের পর তৃতীয়। একইরকম ভাবে তৃতীয় বিবাহবিচ্ছেদের পর রাবিয়া নামের এই ছাত্রীকে বিয়ে করে চতুর্থ স্ত্রী করে বর্তমানে সংসার করছেন।

অনেক সাক্ষাৎকারেই এই স্বামী স্ত্রী যুগল ভাইরাল এই বিভ্রান্তিকর দাবিকে খণ্ডন করেছে এবং জানিয়েছে আমির নামের এই ব্যাক্তি রাবিয়ার কম্পিউটার শিক্ষক ছিলেন।

তথ্যের ভিত্তিতে স্পষ্ট হয় যে, ভাইরাল ফেসবুক পোস্টের দাবিটি বিভ্রান্তিকর। ভিডিওতে দেখতে পাওয়া ব্যাক্তি সেই তরুণীর বাবা নয় বরং প্রাক্তন শিক্ষক। তিনি এখন তার স্বামী।

নিষ্কর্ষঃ

তথ্য যাচাই করে ফ্যাক্ট ক্রিসেণ্ডো সিদ্ধান্তে এসেছে উপরোক্ত দাবিটি বিভ্রান্তিকর। ভিডিওর ব্যাক্তি পাক তরুণীর প্রাক্তন কম্পিউটার প্রশিক্ষণের শিক্ষক ছিলেন, বাবা নয়। তরুণীকে বিয়ে করার আগে তিনটি ব্যার্থ বিয়ের সাথে জড়িত ছিলেন সেই ব্যাক্তি এবং তরুণীর সাথে তার এই বিয়ে ছিল চতুর্থ।

Avatar

Title:পাকিস্তানি তরুণী নিজ বাবাকে বিয়ে করে বাবার চতুর্থ স্ত্রী হলেন ? জানুন ভাইরাল ভিডিওর সত্যতা

Written By: Nasim A

Result: False