সম্প্রতি সোশ্যাল মিডিয়া ফেসবুকে বিশাল ক্ষেত্রফল ঘিরে নির্মিত একটি মন্দিরের ছবি শেয়ার করে সেটিকে অযোধ্যার রাম মন্দির দাবি করা হচ্ছে। ছবিটি শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে,”আগামি ২২-ই জানুয়ারি ২০২৪ সালে,ভারতের অযোধ্যায় উদ্বোধন হতে যাচ্ছে পৃথিবী বিখ্যাত রাম মন্দির....।“

তথ্য যাচাই করে আমরা দেখতে পেয়েছি এই দাবি ভুয়ো। দিল্লীর অক্ষরধাম মন্দিরের ছবিকে অয্যোধ্যায় নির্মীয়মাণ রাম মন্দিরের দাবিতে শেয়ার করা হচ্ছে।

ফেসবুক পোস্ট আর্কাইভ

উল্লেখ্য, অযোধ্যায় নির্মীয়মাণ রাম মন্দির নির্মাণের কাজ প্রায় শেষের দিকে। অযোধ্যা জেলার ম্যাজিস্ট্রেট নীতীশ কুমার ২৪ ডিসেম্বর তারিখে চূড়ান্ত প্রস্তুতি পর্যালোচনা করতে রাম মন্দির পরিদর্শন করেছেন। নতুন বছরের অর্থাৎ ২০২৪ সালের ২২ জানুয়ারিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন্দিরের উদ্বোধন করবেন।

তথ্য যাচাইঃ

ছবির আসল উৎস খুঁজতে ছবিটিকে গুগল রিভার্স ইমেজ সার্চ করি। ফলে, ‘templeduniya’-এর ওয়েবসাইটে হুবহু এই ছবির উল্লেখ পাওয়া যায়। এখানে এটিকে দিল্লীর অক্ষরধাম মন্দির বলে চিহ্নিত করা হয়।

এটিকে সূত্র ধরে অক্ষরধাম মন্দিরের অফিসিয়াল সাইটেও এই ছবির উল্লেখ পাওয়া যায়। বোচাসনবাসি শ্রী অক্ষর পুরুষোত্তম স্বামীনারায়ণ সংস্থা দ্বারা জটিলভাবে খোদাই করা বেলেপাথর এবং মার্বেল দিয়ে নির্মিত হয়েছে এই মন্দির।

গুগল ম্যাপ্সে এই মন্দিরের অবস্থান নিশ্চিত করে যে মন্দিরটি দিল্লীর অক্ষরধাম মন্দির।

তথ্যের ভিত্তিতে প্রমানিত হয় যে ছবিটি অযোধ্যা রাম মন্দিরের নয় বরং দিল্লীর অক্ষরধাম মন্দিরের।

নিষ্কর্ষঃ তথ্য যাচাই করে ফ্যাক্ট ক্রিসেণ্ডো সিদ্ধান্তে এসেছে উপরোক্ত দাবিটি ভুয়ো। দিল্লীর অক্ষরধাম মন্দিরের ছবিকে অয্যোধ্যায় নির্মীয়মাণ রাম মন্দিরের দাবিতে শেয়ার করা হয়েছে।

Avatar

Title:না, ভাইরাল ছবির মন্দিরটি অযোধ্যার রাম মন্দির নয়

Written By: Nasim Akhtar

Result: False