সম্প্রতি সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম ফেসবুকে বিজেপি বাঁকুড়ার প্রেস প্যাড বেশ ভাইরাল হচ্ছে। সেই প্যাড শেয়ার করে দাবি করা হচ্ছে যে বাঁকুড়া জেলার বিজেপি সভাপতি সুনীল রুদ্র মণ্ডল সভাপতির পদ থেকে পদত্যাগ করছেন তিনি। এই বিজ্ঞপ্তিতে সুনীল রুদ্র বিজেপির উচ্চ নেতৃত্বের প্রতি তফসিলি উপজাতি সম্প্রদায়ের অপমান করার কথা জানিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বিজেপির জেলা সভাপতির পদ থেকে ইস্তফা দিচ্ছেন।

পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে,”ভোটের আগেই খেলা শেষ.... ভারতীয় জনতা পার্টি (BJP) জেলা সভাপতির পদ থেকে পদত্যাগ করলেন সুনীল রুদ্র মন্ডল...।“

তথ্য যাচাই করে পেয়েছি পোস্টের দাবিটি মিথ্যা। সুনীল রুদ্র মণ্ডল জেলা সভাপতির পদ থেকে ইস্তফা দেননি। তার নামে ভাইরাল এই নোটিশটি ভুয়ো।

ফেসবুক পোস্ট আর্কাইভ

তথ্য যাচাইঃ

এই দাবির সত্যতা যাচাই করতে আমরা বাঁকুড়া জেলার বিজেপি সভাপতি সুনীল রুদ্র মণ্ডলের সাথে যোগাযোগ করি। তিনি আমাদের জানান,”আমার ইস্তফার দেওয়া নামের ভাইরাল নোটিশটি ভুয়ো। আমি পদত্যাগ করিনি। আমার রাজনৈতিক ছবি খারাপ করার চেষ্টার উদ্দেশ্যে শাসক দল টিএমসি সমর্থকরা এরকমটা করেছে। এই সম্পর্কে দলের উচ্চ নেতৃত্বকে জানিয়েছি এবং থানায় অভিযোগ দায়েরও করেছি।“

তার পদত্যাগ করার নামে নোটিশটি বাঁকুড়া বিজেপির নজরে আসার পর সুনীল রুদ্র সাংবাদিক বৈঠক করে এটিকে ভুয়ো বলে জানায়। এই ভুয়ো খবর ছড়ানোর জন্য টিএমসিকে নিশানা করেছেন তিনি।

https://fb.watch/sjZmu7b8G5

নিষ্কর্ষঃ

তথ্য যাচাই করে ফ্যাক্ট ক্রিসেণ্ডো এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে বাঁকুড়া জেলার বিজেপি সভাপতির পদ থেকে সুনীল রুদ্র মণ্ডলের পদত্যাগ করার নামে ভাইরাল নোটিশটি ভুয়ো। সুনীল রুদ্র মণ্ডল সভাপতির পদ থেকে পদত্যাগ করেনি।

Avatar

Title:বাঁকুড়ার বিজেপি সভাপতির পদত্যাগ করার নামে ভাইরাল নোটিশটি ভুয়ো

Fact Check By: Nasim Akhtar

Result: False