না, ভাইরাল ভিডিওটি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর কার্যালয়ে পোঙ্গল উদযাপনের নয়

International Misleading

সম্প্রতি সোশ্যাল মিডিয়া ফেসবুকে একটি ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে যে, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর কার্যালয়ে মকর সংক্রান্তি উৎসব উপলক্ষে আয়োজিত ভোজের ভিডিও। ২৬ সেকেন্ডের এই ভিডিওতে দেখা যাচ্ছে একটি বদ্ধ ঘরে বেশ কয়েকজন মানুষ কলা পাতায় খাবার খাচ্ছে।

পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে, “UK যুক্তরাজ্যের প্রতিরক্ষা ও প্রধানমন্ত্রী অফিসের কর্মচারী সঙ্গে/ মকার সংক্রান্তি উৎসব উদযাপন🚩🚩 ভাইরাল ভিডিও একটি স্বাগত পরিবর্তন 🇮🇳।“  

তথ্য যাচাই করে আমরা দেখতে পেয়েছি এই দাবি ভুয়ো এবং বিভ্রান্তিকর। কানাডার ওয়াটারলু-ভিত্তিক তামিল সাংস্কৃতিক সমিতির আয়োজিত পোঙ্গাল ভোজের ভিডিও ভুয়ো দাবির সাথে ভাইরাল করা হচ্ছে। 

ফেসবুক পোস্ট 

উল্লেখ্য, ধনু রাশি থেকে মকর রাশিতে সূর্যের পরিবর্তনকে চিহ্নিত করে মকর সংক্রান্তি উৎসব পালন করা হয়। মকর সংক্রান্তি বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত। এই উৎসব উত্তর ভারতে লোহরী, দক্ষিন ভারতের তামিল সম্প্রদায় শ্রীলঙ্কাবাসিরা পোঙ্গাল বা থাই পোঙ্গাল, পশ্চিম ভারতে মকর সংক্রান্তি এবং গুজরাটে উত্তরয়ন নামে পালন করে থাকে। এই উৎসব সাধারণত জানুয়ারি মাসের ১৫ তারিখে উদযাপিত করা হয়ে থাকে। এই উৎসব উপলক্ষে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক এক ভিডিও বার্তায় বলেছেন, “আমি এই সপ্তাহান্তে থাই পোঙ্গল উদযাপনকারী সবাইকে আমার শুভেচ্ছা পাঠাতে চাই। আমি জানি এই উৎসব সারা দেশের পরিবারের কাছে কতটা অর্থবহ। আমি এই থাই পোঙ্গল এখানে এবং সারা বিশ্বের সকলের স্বাস্থ্য, সুখ এবং সমৃদ্ধি কামনা করি।“ 

তথ্য যাচাই  

এই দাবির সত্যতা যাচাই করতে আমরা প্রথমে গুগলে কিওয়ার্ড সার্চ করি। ফলে, কোন নির্ভরযোগ্য প্রতিবেদনে যুক্ত রাজ্যের প্রধানমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রীর অফিসে মকর সংক্রান্তি উদযাপনের কোন খবর পাওয়া যায় না। এখান থেকে ধারণা হয় যে ভিডিওটি বিভ্রান্তিকর। 

তাহলে ভাইরাল ভিডিওটির আসল উৎস কি ? 

এই প্রশ্নের উত্তর খুঁজতে ভিডিওটিকে ইনভিড টুলের মাধ্যমে কি ফ্রেমে ভাগ করে গুগল রিভার্স ইমেজ সার্চ করি। ফলে, Tamil Culture Waterloo Region নামে এক ফেসবুক পেজে এই ভাইরাল ভিডিওটি খুঁজে পাই। ভিডিওটি ১৫ জানুয়ারি তারিখে পোস্ট করে ক্যাপশনের মাধ্যমে জানানো হয়েছে ভোজের এই ভিডিওটি কানাডার ওয়াটারলুর। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আঞ্চলিক শহরের মেয়র, কাউন্সিলর, পুলিশ প্রধান ও কর্মচারীরা। 

কিচেনার শহরের ’বেরি ভ্রবানোভিক’-এর টুইটার প্রোফাইলে এই ভোজে অংশগ্রহনের কয়েকটি ছবিও খুঁজে পাই আমরা। কানাডার অন্টারিওতে অবস্থিত কিচেনার এবং ওয়াটারলু শহর দুটি যমজ শহর হিসাবে বিবেচিত হয়। এই টুইটের ক্যাপশনে তিনি লিখেছেন, আমাদের স্থানীয় তামিল-কানাডিয়ান সম্প্রদায়ের দ্বারা আয়োজিত থাই পোঙ্গাল উদযাপনের ভোজে আমি উপস্থিত ছিলাম। 

নিষ্কর্ষঃ তথ্য যাচাই করে ফ্যাক্ট ক্রিসেণ্ডো সিদ্ধান্তে এসেছে উপরোক্ত দাবিটি ভুয়ো। কানাডার ওয়াটারলু-ভিত্তিক তামিল সাংস্কৃতিক সমিতির আয়োজিত পোঙ্গাল ভোজের ভিডিও ভুয়ো দাবির সাথে ভাইরাল করা হচ্ছে।

Avatar

Title:না, ভাইরাল ভিডিওটি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর কার্যালয়ে পোঙ্গল উদযাপনের নয়

Fact Check By: Nasim Akhtar 

Result: Misleading


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *