
সম্প্রতি সোশ্যাল মিডিয়া ফেসবুকে একটি ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে, মেসি তার মাকে আলিঙ্গন করছেন। পোস্টের ভিডিওতে দেখা যাচ্ছে আর্জেন্টিনিয়ান ফুটবলার লিওনেল মেসি আনমনে একদিকে চলছিল সেই মুহূর্তেই এক মহিলা তাকে পেছন থেকে সাড়া দিলে মেসি তাকে জড়িয়ে ধরলেন এবং মহিলাটি তাকে ধরে আবেগপূর্ণ হয়ে পড়েছেন।
পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে, “কালকের ম্যাচের সেরা মূহুর্ত❤️…।“
তথ্য যাচাই করে আমরা দেখতে পেয়েছি এই দাবি ভুয়ো এবং বিভ্রান্তিকর। মেসি যেই মহিলাকে আলিঙ্গন করছেন তিনি তার মা নন।
উল্লেখ্য, ১৮ নভেম্বর ২০২২ তারিখে সম্পন্ন হল ফিফা বিশ্বকাপের ফাইনাল খেলা। ফাইনাল খেলাটি হয়েছে আর্জেন্টিনা বনাম ফ্রান্স। নির্ধারিত সময়ে খেলার ফলাফল না পাওয়াই পেনাল্টি শুট আউট এর দ্বারা জয়ী নির্বাচন করা হয়েছে। জয়ী হয়েছে মেসির দল আর্জেন্টিনা। ফাইনাল শুট আউট গুলো দেখুন এখানে
তথ্য যাচাই
এই দাবির সত্যতা যাচাই করতে আমরা প্রথমে গুগল প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চের মাধ্যমে খুঁজে দেখার চেষ্টা করি যে, ফুটবল বিশ্বকাপ ফাইনালে মেসির মা স্টেডিয়ামে উপস্থিত ছিলেন কি না। ফলে দেখতে পাই মেসির মা ’সেলিয়া মারিয়া কুকিটিনি’ স্টেডিয়ামে উপস্থিত থেকে ছেলের খেলা উপভোগ করেছেন। মা ’সেলিয়া মারিয়া কুকিটিনি’র ছবি গুলোতে দেখা যাচ্ছে তিনি বেগুনি রঙের জার্সি যা আর্জেন্টিনার জাতীয় জার্সি নয় পরে আছেন এবং তার হাতে কোন ধরনের ট্যাটু করা নেই।
অপরপক্ষে, ভাইরাল ভিডিওতে দেখতে পাওয়া মহিলার অর্থাৎ যে মহিলাকে মেসি আলিঙ্গন করছেন তার পরনে রয়েছে সাদা-আকাশি রঙের আর্জেন্টিনার অফিসিয়াল জার্সি এবং তার হাতে ট্যাটু করা রয়েছে। নীচে তুলনামূলক ফ্রেমটি দেখুনঃ

এখান থেকে স্পষ্ট হয়ে যায় মেসি যে মহিলাকে জড়িয়ে ধরে আছেন তিনি মেসির মা হতে পারে না।
বিশ্বকাপ ফাইনাল ম্যাচ জয়লাভ করার মেসির তার মা ’সেলিয়া মারিয়া কুকিটিনি’কে জড়িয়ে ধরে আনন্দ উপভোগ করার ছবিটি দেখুন নীচে।


তাহলে এই মহিলাটি কে ?
এই প্রশ্নের উত্তর খুঁজতে গুগল সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়াই প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চ করি। আর্জেন্টিনার সংবাদমাধ্যম LA NACION-এর প্রতিবেদন অনুযায়ী, ভাইরাল ভিডিওতে মেসিকে জড়িয়ে ধরে থাকা মহিলা হলেন আর্জেন্টিনা জাতীয় দলের শেফ আন্তোনিয়া ফারিয়াস।

আমেরিকা ভিত্তিক সংবাদ সংস্থা, Infobae-এর প্রতিবেদনেও মহিলাটিকে আর্জেন্টিনা জাতীয় দলের শেফ আন্তোনিয়া ফারিয়াস বলে জানিয়ছেন।
নিষ্কর্ষঃ তথ্য যাচাই করে ফ্যাক্ট ক্রিস্যান্ডো সিদ্ধান্তে এসেছে উপরোক্ত দাবিটি ভুয়ো ও ভিত্তিহীন। মেসি যেই মহিলাকে আলিঙ্গন করছেন তিনি তার মা নন।