সম্প্রতি সোশ্যাল মিডিয়া ফেসবুকে একটি ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে, মেসির গোল উদযাপন করছেন নেইমার। পোস্টের ভিডিওতে দেখা যাচ্ছে ব্রাজিলিয়ান ফুটবলার নেইমার এক বদ্ধ ঘরে বসে টিভিতে ফুটবল খেলা দেখছেন। এক খেলোয়াড় পেনাল্টিতে গোল করলে নেইমার উল্লাসে লাফিয়ে উঠে আনন্দ উদযাপন করছেন।

পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে, “একজন মেসি জিতলে জিতে যাই প্রাণের প্রিয় বন্ধু নেইমার 😌❤️বন্ধুর হয়ে জবাবটা তাহলে দিয়েই দিলো 🥺❤️‍🩹# Neymar Jr. ❤️# Leo Messi #friendship #neymarMessi #FIFAWorldCup2022।“

তথ্য যাচাই করে আমরা দেখতে পেয়েছি এই দাবি ভুয়ো এবং বিভ্রান্তিকর। ২০১৯ সালের চ্যাম্পিয়ন্স লীগে ম্যানচেস্টার ইউনাইটেডের বিরুদ্ধে পিএসজির হয়ে কিলিয়ান এমবাপ্পের গোল করার আনন্দে উচ্ছ্বসিত নেইমারের পুরনো ভিডিওকে কাতার বিশ্বকাপে মেসির গোল দাবি করে বিভ্রান্তিকর পোস্ট ভাইরাল করা হচ্ছে।

ফেসবুক পোস্ট

তথ্য যাচাই

এই দাবির সত্যতা যাচাই করতে আমরা ভিডিওটিকে ভালো করে লক্ষ্য করি। প্রথমেই লক্ষ্য করি যে, নেইমার যেই টিভিতে খেলা দেখছেন তার স্ক্রিনে দেখতে পাওয়া ফুটবল খেলার স্কোরবোর্ডটি এবং পেনাল্টি শুট করার সময়ের স্কোরবোর্ডটি আলাদা আলাদা ডিজাইনের। নীচে তুলনামূলক ফ্রেমটি দেখুনঃ

টিভিতে দেখতে পাওয়া ফুটবল খেলাটি এবং পেনাল্টি শুট করার ভিডিওটি যদি একই খেলার হয়ে থাকতো তাহলে স্কোরবোর্ড আলাদা হত না। এখান থেকে ধারণা হয়ে যায় যে ভিডিওটি বিভ্রান্তিকর।

তাহলে টিভিতে কার/কোন খেলা চলছিল এবং নেইমারই বা কার গোল করায় উচ্ছ্বসিত হয়ে উঠেছিল ?

এই প্রশ্নের উত্তর খুঁজতে আমরা ফেসবুকে প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চ করি। ফলে, খুব সহজেই আমরা আমাদের প্রশ্নের উত্তর খুঁজে পেয়ে যায়।

বদ্ধ ঘরে নেইমারের গোল উদযাপন করার ভিডিওটি ফুটবল কেন্দ্রিক ওয়েবসাইট ESPN FC-এর অফিসিয়াল ফেসবুক পেজে ২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি তারিখে পোস্ট করা হয়েছে। ক্যাপশনের মাধ্যমে জানানো হয়েছে যে, ম্যানচেস্টার ইউনাইটেডের বিরুদ্ধে পিএসজি-এর হয়ে কিলিয়ান এমবাপ্পে পেনাল্টি পেয়ে গোল করেছিল এবং নেইমার সেই গোল উদযাপন করেছিলেন।

এই সুত্র ধরে গুগলে প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চের মাধ্যমে বিভিন্ন প্রতিবেদনে নেইমারের গোল উদযাপন করার কথা উল্লেখ পাওয়া যায়। আন্তর্জাতিক সংবাদমাধ্যম ’দি সান’-এর ১৪ ফেব্রুয়ারি,২০১৯, তারিখের প্রতিবেদন অনুযায়ী, তৎকালীন সময়ে ’কুপে ডি ফ্রান্সে’ লীগে খেলার সময় নেইমার আহত হয়েছিল। তাই কিছুদিন তাকে ফুটবল খেলা থেকে বিশ্রাম নিতে হয়েছিল। ফলে, সেই সময় চলমান চ্যাম্পিয়ন্স লীগে নেইমারের দল পিএসজি এবং ম্যানচেস্টার ইউনাইটেডের খেলায় অংশগ্রহন করতে পারেনি তিনি। ঘরে বিশ্রাম অবস্থায় খেলা উপভোগ করেছিলেন তিনি। সেই ম্যাচে তার দলের খেলোয়াড় কিলিয়ান এমবাপ্পে পেনাল্টিতে গোল করায় আনন্দে উচ্ছ্বসিত হয়ে উঠেছিল নেইমার।

প্রতিবেদন আর্কাইভ

তথ্যের ভিত্তিতে স্পষ্ট হয়, ভাইরাল ভিডিওতে নেইমার আর্জেন্টিনার ফুটবল বিশ্বকাপ জয়ের জন্য উচ্ছ্বসিত হননি। চাম্পিওন্স লীগে এমবাপ্পের পেনাল্টি গোল করার ভিডিওকে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের সাথে জুড়ে ভুয়ো পোস্ট শেয়ার করা হয়েছে।

তাহলে ভাইরাল ভিডিওতে আর্জেন্টিনার জার্সিতে পেনাল্টি নেওয়া খেলোয়াড়টি কে ?

১৮ নভেম্বর ২০২২ তারিখে সম্পন্ন হল ফিফা বিশ্বকাপের ফাইনাল খেলা। ফাইনাল খেলাটি হয়েছে আর্জেন্টিনা বনাম ফ্রান্স। নির্ধারিত সময়ে খেলার ফলাফল না পাওয়াই পেনাল্টি শুট আউট এর দ্বারা জয়ী নির্বাচন করা হয়েছে। ফাইনাল শুট আউট গুলো দেখুন এখানে। নির্ধারিত সময়ের প্রথম অর্ধের ২৩ মিনিটে আর্জেন্টিনা দল একটি পেনাল্টি পেয়েছিল সেই পেনাল্টি শুট করেছিল লিওনেল আন্দ্রেস মেসি এবং তার সেই গোল করার ভিডিওটিকে নেইমারের খেলা দেখার সাথে জুড়ে দেওয়া হয়েছে।

নিষ্কর্ষঃ তথ্য যাচাই করে ফ্যাক্ট ক্রিস্যান্ডো সিদ্ধান্তে এসেছে উপরোক্ত দাবিটি ভুয়ো ও ভিত্তিহীন। ২০১৯ সালের চ্যাম্পিয়ন্স লীগে ম্যানচেস্টার ইউনাইটেডের বিরুদ্ধে পিএসজির হয়ে কিলিয়ান এমবাপ্পের গোল করার আনন্দে উচ্ছ্বসিত নেইমারের পুরনো ভিডিওকে কাতার বিশ্বকাপে মেসির গোল দাবি করে বিভ্রান্তিকর পোস্ট ভাইরাল করা হচ্ছে।

Avatar

Title:কাতার বিশ্বকাপ ফাইনালে মেসির গোল উদযাপন করছেন নেইমার ? জানুন ভাইরাল ভিডিওর সত্যতা

Fact Check By: Nasim Akhtar

Result: Misleading