ভোজপুরি গানে নাচ করছেন বিজেপি বিধায়ক শ্রেয়সী সিং ? জানুন ভিডিওর সত্যতা  

False Political

সম্প্রতি সোশ্যাল মিডিয়া ফেসবুকে এক মহিলার নাচের ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে, ভিডিওর মহিলাটি বিহারের জামুই বিধানসভার বিজেপি বিধায়ক শ্রেয়সী সিং। ২৬ সেকেন্ডের এই ভিডিও ক্লিপে চলন্ত গাড়িতে বসে ভোজপুরি গানে শরীর দুলাতে দেখা যাচ্ছে এক মহিলাকে। ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে,”ইনি বিহারের বিজেপির জামুই বিধায়ক শ্রীশী সিং। মনে হচ্ছে শীঘ্রই তিনি রীনা ঠাকুর হতে চলেছেন।“

তথ্য যাচাই করে আমরা দেখতে পেয়েছি এই দাবি ভুয়ো। ভোজপুরি অভিনেত্রী ইয়ামিনী সিং-এর ভিডিওকে বিভ্রান্তিকর দাবির সাথে শেয়ার করা হচ্ছে। 

ফেসবুক পোস্ট 

তথ্য যাচাইঃ 

ভিডিওর কি ফ্রেমকে গুগল রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে ভাইরাল ভিডিও কেন্দ্রিক একটি সংবাদ উপস্থাপন পাওয়া যায়। উপস্থাপনটি ‘Live Cities Media Private Limited’ নামের ইউটিউব চ্যানেলে ৬ জানুয়ারি,২০২৩, তারিখে আপলোড করা হয়েছে। উপস্থাপন অনুযায়ী, বিজেপি বিধায়ক শ্রেয়সী সিং-এর নামে একটি ভিডিও মিথ্যা দাবিতে ভাইরাল হয়েছিল। ভিডিওতে যে মহিলাকে দেখা যাচ্ছে তিনি ভোজপুরি অভিনেত্রী ইয়ামিনী সিং। 

গুগলে প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চের মাধ্যমে সংবাদমাধ্যম ‘প্রভাত খবর’-এর একটি প্রতিবেদন পাওয়া যায়। ৪ জানুয়ারি,২০২৩, তারিখের এই প্রতিবেদন অনুযায়ী, বিজেপি বিধায়ক শ্রেয়সী সিং-এর নামে একটি ভিডিও মিথ্যা দাবিতে ভাইরাল করা হচ্ছে। আসলে ভিডিওতে যে মহিলাকে দেখা যাচ্ছে তিনি একজন ভোজপুরি অভিনেত্রী। শ্রেয়সী সিং জামুই জেলার গিধৌর থানায় এফআইআরও দায়ের করেছেন। 

ফ্যাক্ট ক্রিসেণ্ডো শ্রেয়সী সিং-এর সাথে যোগাযোগ করে। তিনি আমাদের জানিয়েছেন,”ভাইরাল ভিডিওতে যে দাবি করা হয়েছে তা মিথ্যা। এই বিষয়ে আমার কার্যালয় গিধৌর থানায় এফআইআর দায়ের করেছে। ভিডিওতে যে মহিলাটি দেখা যাচ্ছে সে আমি না।“ 

ভিডিওতে যে মহিলাকে দেখা যাচ্ছে তিনি আসলে কে ? 

একই পরিধানে চলন্ত গাড়িতে ভোজপুরি গানে শরীর দুলানোর কয়েকটি রিল ভিডিও পাওয়া যায়। ভিডিও শেয়ার করে ভোজপুরি অভিনেত্রী ইয়ামিনী সিংকে ট্যাগ করা হয়েছে এবং অন্য এক ভিডিওতে ইয়ামিনী সিং-এর অফিসিয়াল ইন্সতা প্রোফাইল থেকে কমেন্ট করা হয়েছে। 

নীচে ইয়ামিনী সিং-এর আসল ছবি ও ভিডিওর মহিলার তুলনামূলক ফ্রেমটি দেখুনঃ 

অভিনেত্রীর ইন্সতা প্রোফাইল ও প্রোফাইলের কার্যকলাপ থেকে নিশ্চিত হয় ভোজপুরি গানে নাচ করা মহিলা ভোজপুরি অভিনেত্রী ইয়ামিনী সিং।

নীচে বিজেপি বিধায়ক শ্রেয়সী সিং এবং ভোজপুরি অভিনেত্রী ইয়ামিনী সিং-এর তুলনামূলক ছবি ফ্রেমটি দেখুন যা থেকে স্পষ্ট হয় ভাইরাল ভিডিওটি শ্রেয়সী সিংয়ের নয়, ইয়ামিনী সিংয়ের। 

নিষ্কর্ষঃ 

তথ্য যাচাই করে ফ্যাক্ট ক্রিসেণ্ডো সিদ্ধান্তে এসেছে উপরোক্ত দাবিটি ভুয়ো ও বিভ্রান্তিকর। ভোজপুরি গানে নাচছেন মহিলা বিজেপি বিধায়ক শ্রেয়সী সিং নন।

Avatar

Title:titlehere

Written By: DrabantiGhosh 

Result: False


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *