
ভারতীয় ফুটবল টীম ১৯৪৮ সালে লন্ডন অলিম্পিকে অংশগ্রহন করেছিল এই বিষয়ে প্রায় সমস্ত ভারতবাসীই অবগত। এবার সোশ্যাল মিডিয়ায় সেই ভারত ফ্রান্সের ম্যাচ নিয়ে ভুয়ো তথ্য ভাইরাল করা হয়েছে। একটি ভুয়ো ছবিকে ১৯৪৮ সালের ভারত-ফ্রান্স ম্যাচের দাবি করার সাথে সাথে লম্বা একটি ক্যাপশনে ফেক নিউজ ঠাসা হয়েছে। এই পোস্টের ক্যাপশনে যা লেখা রয়েছে তার সারমর্ম হল,
‘নিচের ছবিটি ১৯৪৮ সালে লন্ডন অলিম্পিকে খেলা ভারতীয় ফুটবল দলের। তখন খেলোয়াড়রা পয়সা না থাকায় খালি পায়ে মাঠে নেমেছিলেন। এই সময় নেহেরু প্রেমিকা এডবিনাকে চিঠি লিখে এয়ার ইন্ডিয়া বিমানে করে পাঠাতেন। ১৯৫০ সালে ভারত ব্রজিল ফিফা ওয়ার্ল্ডকাপের জন্য কোয়ালিফাই করেছিল কিন্তু জুতা কেনার জন্য টাকা ছিল না। কিন্তু শেষ পর্যন্ত টীমকে ব্রাজিল পাঠাতে সরকারের অনুমতি পাওয়া যায়নি। ভারতীয় টিমের আসা-যাওয়া আর থাকা-খাওয়ার সব খরচ ফিফার তরফে দেওয়ার কথা ঘোষণা করা হয় | কিন্তু তবুও সরকার টিম পাঠায়নি।‘
তারপর নেহেরুকে এক প্রস্থ দোষারোপ করে লম্বা এই ক্যাপশনে ইতি টানা হয়।
ফ্যাক্ট ক্রিসেন্ডো তথ্য যাচাই করে দেখতে পেয়েছে এই দাবিটি ভুয়ো।
তথ্য যাচাইঃ পোস্টের এই ছবিটিকে গুগলে রিভার্স ইমেজ সার্চ করে কোনও যথাযথ তথ্য পাওয়া যায়না। কিওয়ার্ড সার্চ করে ‘গেট্টি ইমেজেস’-এ ১৯৪৮ সালের অলিম্পিকের ভারত-ফ্রান্স ম্যাচের বেশ কয়েকটি ছবি খুঁজে পাই। আরও দেখতে পাই বেশিরভাগ সংবাদমাধ্যমেও এই ছবিগুলিকেই ব্যবহার করা হয়েছে। কিন্তু পোস্টে দেওয়া ছবিটি পাওয়া যায়না।
ছবিগুলিতে স্পষ্ট বোঝা যাচ্ছে সাদা জামা-প্যান্ট পরা খেলোয়াররা হল ভারতীয় দলের কারন তাদের পায়ে জুতো নেই। অন্যদিকে, দেখা যাচ্ছে ফ্রান্সের খেলোয়ারদেরও প্যান্টের রঙ সাদা। কিন্তু পোস্টের ছবিতে ফ্রান্সের ইউনিফর্মের প্যান্টের রঙ কালো। এতে স্পষ্ট হয়ে যায় পোস্টের ছবিটি ১৯৪৮ সালের অলিম্পিকের ভারত-ফ্রান্স ম্যাচের ছবি নয়।
পোস্টের ছবির উৎস খুঁজতে গুগল সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় কিওয়ার্ড সার্চ করি। অবশেষে ইউটিউবে এর অনুসন্ধান পাওয়া যায়। মালয়ালম পরিচালক টম এমাটি ১৯৪৮ সালের ভারত-ফ্রান্স অলিম্পিক ম্যাচ নিয়ে ২০১৬ সালে একটি ১ মিনিটের ভিডিও বানিয়েছিলেন। পোস্টের এই ছবিটি ওই ভিডিও থেকেই নেওয়া।
ছবিটি দুটিকে পাশাপাশি রেখে দেখুন
ছবির ক্যাপশনে আরেকটি দাবি করা হয়, ১৯৫০ সালে ভারত ব্রাজিল ফিফা ওয়ার্ল্ডকাপের জন্য কোয়ালিফাই করেছিল কিন্তু জুতা কেনার জন্য টাকা না থাকায় দলকে যেতে দেয়নি সরকার। গুগলে কিওয়ার্ড সার্চ করে আমরা ‘স্পোর্টস ইলাসট্রেটেড’ ম্যাগাজিনের একটি প্রতিবেদন (আর্কাইভ) থেকে জানতে পারি এই দাবি পুরোপুরি সত্য নয়।
এই প্রতিবেদন অনুযায়ী, ওই সময় ভারত সত্যিই জুতো ছাড়া ফুটবল খেলতো কিন্তু ১৯৫০ সালের ফিফা বিশ্বকাপে অংশগ্রহণ না করার পেছনের কারন এটা ছিল না। সেইসময় ভারত তিন বছর আগে ব্রিটিশদের কাছে স্বাধীনতা লাভ করেছিল এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের দুর্ভোগ তখনও কাটিয়ে উঠতে পারেনি। ফলে ফিফা বিশ্বকাপে না যাওয়ার জন্য ভারতের কাছে অনেক কারন ছিল।
প্রথমত, জলপথে ভারতকে প্রায় বিশ্বের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাত্রা করতে হত। এই একই কারনেই তুর্কি, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড, পোর্তুগাল ও ফ্রান্স ১৯৫০ সালের ব্রাজিল বিশ্বকাপে অংশগ্রহন করেনি।
আরেকটি বড় কারন হল, ভারত সাধারনত ৭০ মিনিটের ম্যাচ খেলত। অন্যদিকে, ফিফার নিয়ম অনুযায়ী প্রতিটি ম্যাচের সময়সীমা ছিল ৯০ মিনিট। এটা ভারতের পক্ষে একটা দুর্বলতার কারন হয়ে দাঁড়িয়েছিল।
ভারতে কোয়ালিফাই করার বিষয়টিও খুব বড় কিছু ছিল না। দেশের সমস্ত আঞ্চলিক দলগুলি তাদের নাম প্রত্যাহার করার পর ভারতকে আমন্ত্রন করা হয়েছিল। ভারতের কাছে তখন অলিম্পিকই ছিল সবচেয়ে বড় টুর্নামেন্ট এবং ফিফাকে তখন একটা অপ্রয়োজনীয়, লোকদেখানো ব্যয়বহুল টুর্নামেন্ট মনে করা হয়েছিল। ভারতের তৎকালীন অধিনায়ক শৈলেন মান্না ‘স্পোর্টস ইলাসট্রেটেডকে’ বলেছিল, “আমদের কাছে অলিম্পিকই সব কিছু ছিল তার থেকে বড় কিছু ছিল না। আমাদের বিশ্বকাপ নিয়ে কোনও ধারনা ছিলনা।“
এই প্রতিবেদন আরও বলা হয়েছে, পরে ফিফা কতৃপক্ষ ভারতের জলপথের খরচ বহন করতে চাইলেও ভারতের আর যাওয়া হয়ে ওঠেনি।
ফলাফলঃ তথ্য যাচাই করে ফ্যাক্ট ক্রিসেন্ডো সিদ্ধান্তে এসেছে এই দাবিটি ভুল। পোস্টের ছবিটি ২০১৬ সালের একটি ভিডিও থেকে নেওয়া। এটি ১৯৪৮ সালের লন্ডন অলিম্পিকের ভারত-ফ্রান্স ম্যাচের ছবি নয়। এবং জুতো না থাকার কারনে ভারত ১৯৫০ সালের ফিফা বিশ্বকাপে অংশগ্রহন না করার দাবি ভুয়ো এবং ভিত্তিহীন।

Title:১৯৪৮ সালের অলিম্পিকের ভারত-ফ্রান্স ম্যাচের ছবি দাবি করে ভুয়ো পোস্ট ভাইরাল
Fact Check By: Rahul AResult: False