সম্প্রতি সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম ফেসবুকে বাংলা সংবাদমাধ্যম এবিপি আনন্দের একটি ফটোকার্ড বেশ ভাইরাল হচ্ছে। তৃনমূল কংগ্রেসের সাধারন সম্পাদক অভিষেক ব্যানার্জির ছবি যুক্ত এই ফটোকার্ডে লেখা হয়েছে,”নীরজ চোপড়া আজ অবধি যত সোনার মেডেল জিতেছে তারচেয়ে বেশি সোনা আমার বৌ ব্যাগে নিয়ে ঘোরেঃ অভিষেক”। আসলেই কি এবিপি আনন্দ এরকম কোন ফটোকার্ড শেয়ার করেছেন বা অভিষেক ব্যানার্জি এরকম কোন মন্তব্য করেছেন কি ?

তথ্য যাচাই করে আমরা দেখতে পেয়েছি পোস্টের দাবিটি বিভ্রান্তিকর। অভিষেক ব্যানার্জির ছবিযুক্ত এবিপি আনন্দের ফটোকার্ডকে সম্পাদিত করে ভাইরাল এই পোস্টকার্ডটি তৈরি করা হয়েছে।

ফেসবুক পোস্ট আর্কাইভ

তথ্য যাচাই

এবিপি আনন্দের নামে ভাইরাল এই ফটোকার্ডটি এবিপি আনন্দের সোশ্যাল মিডিয়া প্রোফাইলে খুঁজে দেখি। ফলে, এবিপি লাইভের অফিশিয়াল ফেসবুক পেজের ফটো গ্যালারিতে একই ধরনের একটি ফটোকার্ড পাওয়া যায়। এই ফটোকার্ডটিতেও অভিষেক ব্যানার্জির হুবহু সেই ছবিটি রয়েছে এবং লেখা হয়েছে,” র‍্যাগিং মুক্ত ক্যাম্পাস অঙ্গীকার, আমরা সিসিটিভি লাগাবই : অভিষেক।“

ফেসবুক পোস্ট আর্কাইভ

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাসে ছাত্র মৃত্যুর ঘটনায় তদন্ত যেমন চলছে দ্রুতগতিতে তেমনি চলছে পরবর্তী সময়ে ছাত্রদের নিরাপত্তার কথা ভেবে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার চিন্তা ভাবনা। ক্যাম্পাসে সিসিটিভি ক্যমেরা লাগানো নিয়ে বঙ্গরাজনীতি এখন বেশ চর্চায়। কেউ কেউ এই পদক্ষেপ সমর্থন করলেও অনেকেই আবার বিরোধিতা করছেন। এই প্রসঙ্গে ২৮ আগস্ট তারিখে তৃনমূল কংগ্রেসের ছাত্রপরিষদের প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকে অভিষেক ব্যানার্জি জোর গলায় বলেছেন,”Ragging মুক্ত ক্যাম্পাস অঙ্গীকার, আমরা সিসিটিভি লাগাবই।“ ভাইরাল পোস্ট কার্ডে অভিষেক ব্যানার্জি যে ধরনের পোশাক পরিধান করে রয়েছে সেই একই পোশাকে তাকে ভাষণ দিতে দেখা যাচ্ছে। পুরো ভাষণের মধ্যে কোথাও তাকে নীরজ চোপড়ার সোনা জয়কে নিয়ে কোন মন্তব্য করতে শোনা যায়নি।

নীচে ভাইরাল ফেসবুক পোস্টের ও আসল ফটোকার্ডের তুলনামূলক ফ্রেমটি দেখুনঃ

তথ্যের ভিত্তিতে প্রমানিত হয় যে আসল ফটোকার্ডের লেখাগুলোকে মুছে ফেলে মনগড়া একটি মন্তব্য লিখে তা অভিষেক ব্যানার্জির নামে শেয়ার করা হচ্ছে।

নিষ্কর্ষঃ তথ্য যাচাই করে ফ্যাক্ট ক্রিসেণ্ডো সিদ্ধান্তে এসেছে উপরোক্ত দাবিটি বিভ্রান্তিকর। অভিষেক ব্যানার্জির ছবিযুক্ত গ্রাফিক কার্ডকে সম্পাদিত করে ভাইরাল এই ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

Avatar

Title:নীরজ চোপড়া আজ অবধি যত সোনার মেডেল জিতেছে তারচেয়ে বেশি সোনা আমার বৌ ব্যাগে নিয়ে ঘোরেঃ অভিষেক। জানুন ভাইরাল গ্রাফিকের সত্যতা

Written By: Nasim Akhtar

Result: Altered