সম্প্রতি একটি ছবি শেয়ার করে দাবি করা হচ্ছে যে, রাজস্থানের ক্ষেতমজুর মায়ের তিন মেয়ে একসাথে UPSC পরীক্ষায় উত্তীর্ণ হয়ে IAS অফিসার হলেন। পোস্টের ছবিতে তিনজন মহিলাকে দেখা যাচ্ছে যারা ফুলের মালা পরিহিত অবস্থায় গ্রুপ ছবি তোলার ভঙ্গিতে দাড়িয়ে রয়েছে। ছবির সাথে লেখা হয়েছে, “রাজস্থানে ক্ষেতমজুর মায়ের এই তিন মেয়ে একসাথে IAS অফিসার হলেন। নাম কমলা 32, গীতা 62, মমতা 132 Rank পেয়ে পরীক্ষায় উত্তীর্ণ হলেন। Indy fgtindia Please Share! তিন বোনকে জানাই অনেক অভিনন্দন এই ৩ মেয়ে ৩০০ ছেলের সমান। যারা কন্যাভ্রূণ হত্যা করে, তাঁদের জবাব দিয়ে পোস্টটি অবশ্যই শেয়ার করুন।“

তথ্য যাচাই করে আমরা দেখতে পেয়েছি পোস্টের দাবিটি ভুয়ো ও বিভ্রান্তিকর। ছবির তিন বোন একসাথে ভারতীয় সিভিল সার্ভিস পরীক্ষা (UPSC) নয়, ২০১৭ সালে রাজস্থান সিভিল সার্ভিস পরীক্ষায় (RAS,রাজস্থান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস) পাস করেছিল।

ফেসবুক পোস্ট আর্কাইভ

তথ্য যাচাইঃ

ভাইরাল ছবির সত্যতা যাচাই করতে ছবিটিকে গুগল রিভার্স ইমেজ সার্চ করি। ফলে, এই ছবি কেন্দ্রিক নিউজ১৮-এর একটি প্রতিবেদন পেয়ে যায়। ২০১৯ সালের এই প্রতিবেদন অনুযায়ী, রাজস্থানের জয়পুর জেলার ’সারাং কা বাস’ নামের একটি গ্রামের এক পরিবার থেকেই যারা সম্পর্কে একে ওপরের নিজস্ব বোন, তিন বোন একসাথে রাজস্থান সিভিল সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিল। তাদের তিন জনের নাম কমলা চৌধুরী, গীতা চৌধুরী ও মমতা চৌধুরী। মা মীরা দেবী দিনরাত ক্ষেতে পরিশ্রম করে তার মেয়েদের লেখাপড়া করিয়েছিলেন।

প্রতিবেদন আর্কাইভ

সংবাদমাধ্যম ’জাগরন’-এর ২৪ নভেম্বর, ২০১৭ তারিখের প্রতিবেদন অনুযায়ী, কমলা চৌধুরী, গীতা চৌধুরী ও মমতা চৌধুরী নামের তিন বোন রাজস্থান সিভিল সার্ভিস পরীক্ষায় (RAS) যথাক্রমে ৩২তম, ৬৪তম ও ১২৮তম স্থান অর্জন করেছিল। তারা UPSC পরিক্ষাতেও অংশ নিয়েছিল কিন্তু কিছু নম্বর কম পাওয়াই তারা সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি।

অন্যান্য প্রতিবেদন থেকেও একই তথ্য পাওয়া যায় যে, তারা রাজস্থান সিভিল সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিল, UPSC নয়।

এখানে বলে রাখা ভালো, IAS অফিসার হতে গেলে তাকে UPSC (ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন) পরীক্ষায় উত্তীর্ণ হতে হয় এবং এই পরীক্ষাটি কেন্দ্রীয় সংস্থা দ্বারা পরিচালন করা হয়ে থাকে। অপরপক্ষে, রাজ্যের বিভিন্ন প্রশাসনিক দপ্তরে নিয়োগের জন্য রাজ্য PCS ( পাবলিক সার্ভিস কমিশন) পরীক্ষার মাধ্যমে নিয়োগ করে থাকে। এই PCS পরীক্ষা পশ্চিমবঙ্গে WBCS, উত্তরপ্রদেশে UPPSC এবং রাজস্থানে RAS… নামে পরিচিত।

নিষ্কর্ষঃ তথ্য যাচাই করে ফ্যাক্ট ক্রিসেণ্ডো সিদ্ধান্তে এসেছে উপরোক্ত দাবিটি ভুয়ো। ছবির তিন বোন একসাথে ভারতীয় সিভিল সার্ভিস পরীক্ষা (UPSC) নয়, ২০১৭ সালে রাজস্থান সিভিল সার্ভিস পরীক্ষায় (RAS,রাজস্থান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস) পাস করেছিল।

Avatar

Title:ভাইরাল ছবির তিন বোন UPSC নয়, রাজস্থান সিভিল সার্ভিস পরীক্ষা একসাথে উত্তীর্ণ হয়েছে

Written By: Nasim Akhtar

Result: Partly False