সম্প্রতি সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম ফেসবুকে ইনফোসিসের চেয়ারপার্সন ‘সুধা মূর্তি’র দুটি ছবি বিশাল ভাইরাল হচ্ছে। ছবিটি শেয়ার করে দাবি করা হচ্ছে, প্রতিদিন সময় বের করে তিনি সবজি বিক্রি করতে বসেন এবং বিক্রিত সবজি থেকে অর্জিত টাকা দিয়ে গরীব মানুষের জন্য খাবার রান্না করে খাওয়ান। এই ফেসবুক পোস্টে মোট দুটি ছবি রয়েছে যার প্রথমটিতে তাকে অনেকরকম সবজি র মাঝে বসে থাকতে এবং দ্বিতীয় ছবিতে তাকে উনুনের পাশে বসে মাটির হাড়িতে রান্নার ভঙ্গিতে থাকতে দেখা যাচ্ছে।

পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে,” #ইনি_শ্রীমতী_সুধা_মূর্তি 🛑-গোল্ড মেডেলিস্ট ইঞ্জিনিয়ার -ইঞ্জিনিয়ারিং টিচার 🛑-পদ্মশ্রী পদকপ্রাপ্ত 🛑-মারাঠি/ইংরেজি লেখিকা 🛑-টাটা টেলকোর প্রথম মহিলা ইঞ্জিনিয়ার -গেটস ফাউন্ডেশনের সদস্যা 🛑-সর্বোপরি তিনি ইনফোসিস প্রতিষ্ঠাতা সদস্য নারায়ণা মূর্তির স্ত্রী... তবুও প্রতিদিন একটা সময় করে সবজি বিক্রি করেন,এবং প্রতিদিন ফুটপাতের পাশে বসে নিজের অর্জিত অর্থ দিয়ে রান্না করে প্রচুর দরিদ্র মানুষ কে খাওয়ান।শুধুমাত্র নিজের ইগো, নিজেকে বড়ো ভাবা কন্ট্রোল করার জন্য…।“

তথ্য যাচাই করে আমরা দেখতে পেয়েছি পোস্টের দাবিটি ভুয়ো। অপ্রাসঙ্গিক ছবিদ্বয়কে মনগড়া দাবির সাথে জুড়ে শেয়ার করা হচ্ছে।

ফেসবুক পোস্ট আর্কাইভ

তথ্য যাচাইঃ

ছবিদ্বয়ের আসল রহস্য উদঘাটন করতে গুগলে প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চ করি। ফলে, প্রথম ছবি কেন্দ্রিক ‘ইকোনমিক্স টাইমস’-এর প্রতিবেদন পেয়ে যায়। ২০২০ সালের এই প্রতিবেদন অনুযায়ী, সুধা মূর্তি সবজি র দোকানে ভক্ত হিসেবে বসেছিলেন, বিক্রেতা হিসেবে নয়। তার বেঙ্গালুরু বাড়ির পাশেই থাকা রাঘবেন্দ্র মঠের এক প্রথা মেনে সেখানে রান্না করার উদ্দেশ্যে সবজি কেনার জন্য অনেকরকম সবজি র মাঝে বসেছিলেন তিনি।

প্রতিবেদন আর্কাইভ

‘Indo-Asian News Service’-এর সাথে এক সাক্ষাৎকারে সুধা মূর্তি বলেছিলেন,” আমি সবজি বিক্রি করতে বসে নেই। এমন গল্প শুনলে খুব কষ্ট হয়। বিক্রেতা নয়, ভক্ত হয়ে বসে আছি। এই আচার আমার হৃদয়ের খুব কাছের। আমার বাড়ির কাছে বেঙ্গালুরুর জয়নগর ৫তম ব্লকের রাগবেন্দ্র মঠে অনুষ্ঠিত তিন দিনের বার্ষিক অনুষ্ঠান - রাগহবেন্দ্র রায়রা সমরধনে - এর সময় খাবার তৈরি করার জন্য আমি বিভিন্ন ধরণের সবজির মাঝখানে বসে আছি।“ (আর্কাইভ)

দ্বিতীয় ছবিঃ

পোঙ্গাল উৎসব পালন করতে সুধা মূর্তি কেরলের তিরুবন্তপুরমের আট্টুকাল ভগবতি মন্দিরে সাধারণ মহিলাদের সাথে যোগ দিয়েছিলেন। সেখানে তিনি মাটিতে বসে মাটির হাড়িতে পোঙ্গালা খাবার তৈরি করছিলেন। ছবিটি ২০২৩ সালে উদযাপিত পোঙ্গাল উৎসবের নবম দিনের অর্থাৎ ৭ মার্চ তারিখের। এই ছবি কেন্দ্রিক “দি হিন্দু”র ৭ মার্চ তারিখে প্রতিবেদন লেখা হয়েছে,” ইনফোসিসের প্রতিষ্ঠাতা এনআর-এর স্ত্রী সুধা মূর্তি। নারায়ণ মূর্তি মঙ্গলবার তিরুবনন্তপুরমে বার্ষিক আট্টুকাল পোঙ্গালা উৎসবে পোঙ্গালা প্রদান করেন।“

অন্যান্য প্রতিবেদনেও একই তথ্য জানানো হয়েছে। দেখুন এখানে, এখানে

নিষ্কর্ষঃ তথ্য যাচাই করে ফ্যাক্ট ক্রিসেণ্ডো সিদ্ধান্তে এসেছে উপরোক্ত দাবিটি ভুয়ো ও বিভ্রান্তিকর। অপ্রাসঙ্গিক ছবি দুটিকে মনগড়া দাবির সাথে ভাইরাল করা হচ্ছে।

Avatar

Title:ইনফসিসের চেয়ারপার্সন সুধা মূর্তির ছবি মনগড়া আবেগি ক্যাপশনের সাথে ভাইরাল

Written By: Nasim Akhtar

Result: False