
সম্প্রতি সোশ্যাল মিডিয়া ফেসবুকে দুটি ছবি পোস্ট শেয়ার করে দাবি করা হচ্ছে, যুদ্ধক্ষেত্রে যাওয়ার আগে বিদায়ী আলিঙ্গন করছে ইউক্রেনের প্রেমিক যুগল। পোস্টের ছবি দুটিতে দেখা যাচ্ছে দুটি যুগল একে অপরকে আলিঙ্গন করছে। দুটি ছবিতেই যুবক সৈন্যের উর্দি পরে রয়েছে। পোস্টের ক্যাপশনে লেখা রয়েছে, “আবার দেখা হবে? আবার ছুয়ে দেখতে পাবো তোমাকে? অপেক্ষায় থাকবো? দিন? মাস? বছর? যুগ? পুরোটা জীবন? আহারে। আহারে। আহারে… #ukraine #Nowar।”
তথ্য যাচাই করে আমরা জানতে পারি পোস্টের দাবি ভুয়ো ও বিভ্রান্তিকর। ইউক্রেনের দুই প্রেমিক যুগলের আলিঙ্গন করার পুরনো ছবিকে রাশিয়া-ইউক্রেন বিবাদের সাথে জুড়ে ভুয়ো পোস্ট ভাইরাল করা হচ্ছে।

উল্লেক্ষ্য, রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত ২৪ ফেব্রুয়ারি প্রকাশ্যে ইউক্রেনে হামলার নির্দেশ দেন। প্রথমে ইউক্রেনের শহরের বিমানবন্দর ও সামরিক সদর দফতগুলিতে আক্রমণ করা হয়। এরপর রাশিয়ার পার্শ্ববর্তী মিত্র দেশ বেলারুস থেকে উত্তর, পূর্ব ও দক্ষিন থেকে ট্যাঙ্ক সহ সৈন্যরা ইউক্রেনে প্রবেশ করে। বিস্তারিত পড়ুন। ছয় দিনের যুদ্ধে এখন পর্যন্ত ৬০০০ রাশিয়া সৈন্য নিহত হয়েছে বলে জানিয়েছেন ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ইউক্রেনের খেরসনের উপর রাশিয়ার নিয়ন্ত্রনে রয়েছে, মস্কো থেকে জানানো হয়েছে।
তথ্য যাচাই
এই দাবির সত্যতা যাচায় করতে আমরা ছবি দুটিকে গুগল রিভার্স ইমেজ সার্চ করি। ফলে খুব সহজেই ছবি দুটির আসল তথ্য খুঁজে পেয়ে যাই।
প্রথম ছবি
স্টক ইমেজ সংস্থা আলার্মী-এর ইমেজ গ্যালারীতে এই ছবির অনুসন্ধান পাই। ছবির বর্ণনায় বলা হয় ছবিটি ২০১৫ সালের ১৫ জানুয়ারী তারিখের যখন পূর্ব ইউক্রেনের ফ্রন্টলাইনে সৈন্য হিসেবে যাওয়ার আগে ইউক্রেনের রাজধানী শহর কিভ-এ একজন নতুন স্বেচ্ছাসেবক তার বান্ধবীকে আলিঙ্গন করছে।

আমেরিকার নিউ ইয়র্ক শহর কেন্দ্রিক সংবাদমাধ্যম ’টাইম’-এর ২০১৫ সালের ২০ জানুয়ারি তারিখের প্রতিবেদনেও এই ছবি একই ব্যাখ্যা সহ খুঁজে পাই। ছবিটি দেখতে ক্লিক করুন এখানে।
দ্বিতীয় ছবিঃ
আন্তর্জাতিক সংবাদমাধ্যম ’দি গার্ডিয়ান’-এর ৬ নভেম্বর, ২০১৭, তারিখের প্রতিবেদন অনুযায়ী ভাইরাল এই ছবিটি ২০১৪ সালের। ইউক্রেনের রাজধানী কিয়েভে একজন যুবতী মহিলা ইউক্রেন সেনাবাহিনীর স্বেচ্ছাসেবক নিয়োগকারী প্রেমিককে আলিঙ্গন করে।

জুন ২৩, ২০১৪, তারিখের ’নিউ ইয়র্ক টাইমস’র প্রতিবেদনেও ভাইরাল এই ছবি সম্বন্ধে একই কথা বলেছে। প্রতিবেদনটি পড়তে ক্লিক করুন এখানে।
তথ্যের সাপেক্ষ্যে প্রমানিত হয় ভাইরাল এই ছবি দুটি সম্প্রতির নয়। ইউক্রেনিয়ার সৈন্য ও তাদের প্রেমিকার আলিঙ্গন করার পুরনো ছবিকে বিভ্রান্তিকর দাবির সাথে ভাইরাল করা হচ্ছে।
নিষ্কর্ষঃ তথ্য যাচাই করে ফ্যাক্ট ক্রিসেন্ডো সিদ্ধান্তে এসেছে উপরোক্ত দাবিটি ভুল ও ভিত্তিহীন। ইউক্রেনের দুই প্রেমিকযুগলের আলিঙ্গন করার পুরনো ছবিকে রাশিয়া-ইউক্রেন বিবাদের সাথে জুড়ে ভুয়ো পোস্ট ভাইরাল করা হচ্ছে।

Title:প্রেমিক যুগলের আলিঙ্গন করার ভাইরাল এই ছবি দুটি সম্প্রতির নয়
Fact Check By: Nasim AResult: Missing Context