সিএএ-এনআরসি বিলের বিরুদ্ধে প্রদর্শিত বিক্ষোভের পুরনো ছবিকে সাম্প্রদায়িক রঙ চড়িয়ে ভুয়ো পোস্ট ভাইরাল
সম্প্রতি সোশ্যাল মিডিয়া ফেসবুকে একটি ছবি পোস্ট শেয়ার করে দাবি করা হচ্ছে, দিল্লির মসজিদে হিন্দুদের লাগানো আগুনে নিহত মুসলমান সম্প্রদায়ের লোক। পোস্টের দুটি ছবিতে দেখা যাচ্ছে মাথায় টুপি পরনে পাঞ্জাবি, সাদাকাপড় জাতীয় কাপড়ে বেষ্টিত কিছু লোক সারিবদ্ধ ভাবে সুয়ে আছে। পোস্টের ক্যাপশনে লেখা রয়েছে “ কলিজা ফেটে চৌচির হয়ে যাচ্ছে 😭😭 হে মালিক দিল্লির মসজিদে যেসব হিন্দুরা আগুন দিয়ে পুড়িয়ে আমার ভাইদের শহীদ করেছে, তুমি শহীদি ভাইদের রক্তের বিনিময়ে ভারতের শাসন ক্ষমতা মুসলমানদের হাতে কবুল করে মোদী সরকারকে ফেরাউনের মতো পতন ঘটিয়ে দাও। ⛈⛈ আমিন সুম্মা আমিন 🤲🤲🏿🤲🏻।“
তথ্য যাচাই করে আমরা জানতে পারি পোস্টের দাবি ভুয়ো ও বিভ্রান্তিকর। আওরাঙ্গাবাদ শহরের সিএএ-এনআরসি বিলের বিরুদ্ধে প্রদর্শিত বিক্ষোভের পুরনো ছবিকে বিভ্রান্তিকর দাবির সাথে ভুয়ো পোস্ট ভাইরাল করা হচ্ছে।
তথ্য যাচাই
গুগলে প্রাসঙ্গিক কি ওয়ার্ড সার্চের মাধ্যমে দিল্লির কোনো মসজিদে আগুন লাগার ঘটনা ঘটেছে কি না দেখার চেষ্টা করি। সম্প্রতির এরকম কোনো ঘটনার কথায় উল্লখ পাইনা।
২০২০ সালের ২৬ তারিখে নাগরিকত্ব আইনের সমর্থনকারীরা দিল্লীর অশোকনগরের এক মসজিদে হিন্দু সম্প্রদায়ের কিছু লোক আগুন এবং মসজিদের মিনারে হনুমান পতাকা লাগিয়েছিল। এই দাঙ্গায় অনেকজন মুসলমান লোক মারা গেছিল।
এই দাবির সত্যতা যাচায় করার উদ্দেশ্যে ছবি দুটিকে ভালো করে পর্যবেক্ষণ করলে দেখা যাচ্ছে শুয়ে থাকা ব্যাক্তির উপরে প্ল্যাকার্ডে সিএএ, এন আর সি লেখা রয়েছে। তার পাশের জনের ব্যাক্তির কাফনে বিখ্যাত শায়রি ’সারফারসি কি তামান্না আব হামারে দিল মে হে’ সহ CAA NO NPR, REJECT NRC জাতীয় লেখা দেখতে পাওয়া যাচ্ছে। এখান থেকে ধারনা হয়ে যায় ছবিটি ২০২০ সালের নাগরিকত্ত্ব বিলের প্রতিবাদের সময়ের হতে পারে।
ছবি দুটির আসল উৎস বের করার উদ্দেশ্যে গুগল রিভার্স ইমেজ সার্চ করি। ফলে, সংবাদমাধ্যম জেজেপি নিউজ-এর একটি প্রতিবেদনে এই ছবিকে দেখতে পাই। ২০২০ সালের ২৪ ফেব্রুয়ারির এই প্রতিবেদন অনুযায়ী এটি ভারতের আওরাঙ্গাবাদ শহরের সিএএ-এনআরসি বিলের প্রতিবাদের ঘটনা। ওই নব নাগরিকত্ব বিলের বিরোধিতায় সেখানকার বাসিন্দারা গায়ে কফন পরে শুয়ে থাকে। অর্থাৎ, এই ছবিতে যাদের দেখা যাচ্ছে তার কেউই মৃত নয়। ভারতে সিএএ আইনের বিরোধিতায় করা একটি অভিনব বিক্ষোভের দৃশ্য এটি।
এই সুত্র ধরে ইউটিউবে প্রাসঙ্গিক কি ওয়ার্ড সার্চ করলে এই বিক্ষোভের একটি ভিডিও খুঁজে পাই। ২০২০ সালের ২৪ ফেব্রুয়ারী তারিখে আপলোড করা এই ভিডিওর শিরনামে লেখা হয়েছে “ কাফন পরে সি এ এ , এন আর সি, এন পি আর- এর বিরুদ্ধে প্রদর্শন”
তথ্য প্রমানের ভিত্তিতে স্পষ্ট হয়ে যাই, ভাইরাল ছবি দুটি সম্প্রতির নয় এবং দিল্লির বিগত সাম্প্রদায়িক দাঙ্গার সাথে কোন ভাবেই যুক্ত নয়।
নিষ্কর্ষঃ তথ্য যাচাই করে ফ্যাক্ট ক্রিসেন্ডো সিদ্ধান্তে এসেছে উপরোক্ত দাবিটি ভুল ও ভিত্তিহীন। আওরাঙ্গাবাদ শহরের সিএএ-এনআরসি বিলের বিরুদ্ধে প্রদর্শিত বিক্ষোভের পুরনো ছবিকে বিভ্রান্তিকর দাবির সাথে ভুয়ো পোস্ট ভাইরাল করা হচ্ছে
Title:সিএএ-এনআরসি বিলের বিরুদ্ধে প্রদর্শিত বিক্ষোভের পুরনো ছবিকে সাম্প্রদায়িক রঙ চড়িয়ে ভুয়ো পোস্ট ভাইরাল
Fact Check By: Nasim AResult: False