
সম্প্রতি সোশ্যাল মিডিয়া ফেসবুকে একটি পোস্ট শেয়ার করে দাবি করা হচ্ছে, অভিনেতা সিদ্ধার্থ শুক্লার মৃত্যু শোকে আইসিইউ-তে ভর্তি শেহনাজ গিল। অভিনেতার ছবির সাথে হাসপাতালের বেডে শুতে থাকা একজন মহিলার ছবি দেওয়া হয়েছে। ছবির ওপরে লেখা রয়েছে “শেহনাজ ICU তে, যে হারায় সেই বোঝে প্রিয় মানুষটাকে হারানোর বেদনা, সত্যিকারের ভালবাসা তোমাদের না দেখলে বুঝতে পারতাম না।“
পোস্টের ক্যাপশনে লেখা রয়েছে “- যে হারায় সেই বোঝে প্রিয় মানুষটাকে হারানোর বেদনা,,, 😢😢😢”।
তথ্য যাচাই করে আমরা জানতে পারি পোস্টের মাধ্যমে করা দাবি ভুয়ো ও ভিত্তিহীন। শেহনাজ গিল শোকাহত কিন্তু সুস্ত রয়েছেন রয়েছেন। আমেরিকাবাসী অ্যানা ওয়ার্ডেন’র ছবিকে অভিনেত্রী শেহনাজ গিল দাবি করে ভুয়ো পোস্ট ভাইরাল করা হচ্ছে।

শেহনাজ গিল হলেন ভারতীয় টেলিভিশন জগতের একজন অভিনেত্রী। কালার্স টিভি চ্যানেলে “মুঝসে শাদি কারগে” নামের এক ধারাবাহিকে তাকে দেখা গিয়েছিল। সম্প্রতি রিয়ালিটি শো ‘বিগ বস সিজন ১৩’ এর প্রতিযোগী হিসেবে অংশগ্রহণ করেছিলেন অভিনেত্রী। সেখানে তার সাক্ষাৎ হয় সিদ্ধার্থ শুক্লার সাথে। ধীরে ধীরে তাদের সম্পর্ক গভীর হয়। সিদ্ধার্থ শুক্লা নিজেও একজন অভিনেতা। ‘বিগ বস সিজন ১৩’ সহ ‘খাতরো কে খিলাড়ি’-এর বিজয়ী হয়েছিলেন তিনি। হৃদরোগে আক্রান্ত হয়ে ৪০ বছর বয়সে গত ২ সেপ্টম্বর মারা যান সিদ্ধার্থ শুক্লা।
তথ্য যাচাই
শেহনাজ গিল নিয়ে ভাইরাল এই দাবির সত্যতা যাচাই করতে প্রথমে বিভিন্ন ধরনের প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চ করি। ফলাফলে তার অসুস্থ হওয়ার কোনরকম খবর পাওয়া যায় না। এই পরিস্থিতিতে তিনি অভিনেত্রী যদি অসুস্থ হতে বা আইসিইউ-তে আশঙ্কাজনক অবস্থায় থাকতে তবে সেই খবর সামনে আসা স্বাভাবিক কিন্তু এজাতীয় কিছুই পাওয়া যায়। সিদ্ধার্থ শুক্লার শেষকৃত্য মুম্বাই শহরের ওশিওয়ারা শ্মশানে সম্পূর্ণ করা হয়। সেখানে শেহনাজ উপস্থিত ছিলেন।
ভাইরাল পোস্টে হাসপাতালের বেডের শুয়ে থাকা রোগীর ব্যাপারে জানতে ছবিটিকে ক্রপ করে গুগলে রিভার্স ইমেজ সার্চ করি। বেশ কয়েকটি প্রতিবেদনে এর অনুসন্ধান পাওয়া যায়।
সংবাদ মাধ্যম ‘ডেইলি মেইল’-এর ২০১৮ সালের ১ অগস্টের একটি প্রতিবেদনে এই ছবি কেন্দ্রিক প্রতিবেদন থেকে জানতে পারি অসুস্থ অবস্থায় শুয়ে থাকা মেয়েটি হলেন মার্কিন বাসিন্দা অ্যানা ওয়ার্ডেন। তার বয়স ১৮ বছর। গায়ক ‘ড্রেক’-এর ইন মাই ফিলিংস শীর্ষকে একটি গান নেটমাধ্যমে সেসময় খুব ভাইরাল হয়েছিল। চলন্ত গাড়ি থেকে নামতে নামতে এই গানে নাচ করা হয়ে উঠেছিল এক চ্যালেঞ্জ। সেই চালেঞ্জ এর নাম ছিল ‘কি কি চ্যালেঞ্জ’। এই চ্যালেঞ্জ করতে গিয়েই অ্যানা ওয়ার্ডেন গাড়ি থেকে পড়ে যায়। তার মাথার খুলি ভেঙ্গে যায় এবং মাথার ভেতর রক্তপাত শুরু হয়ে যায়। পরক্ষনেই তাকে আইওয়া শহরের আইসিইউ-তে ভর্তি করা হয়।

ইংরেজি সংবাদ মাধ্যম ‘wqad’-এর ২০১৮ সালের ৩০ জুলাই তারিখের একটি প্রতিবেদন থেকেও একই কথা জানতে পারি। আনা ওয়ার্ডেন ২০১৭ সালে প্লিজ্যান্ট ভ্যালি থেকে স্নাতক ডিগ্রী অর্জন করে। নাচ করা ছিল তার শখ। তিন বছর বয়স থেকে নাচ করে সে।

সংবাদমাধ্যম সিবিসি এর ৩১ জুলাই ২০১৮ এর প্রতিবেদনেপ একই খবর দেখতে পাওয়া। অর্থাৎ স্পষ্টভাবেই বলা যেতে পারে এই ছবির সাথে শেহনাজ গিল এবং সিদ্ধার্থ শুক্লার মৃত্যুর কোনও সম্পর্ক নেই।
নিষ্কর্ষঃ তথ্য যাচাই করে ফ্যাক্ট ক্রিসেন্ডো সিদ্ধান্তে এসেছে উপরোক্ত দাবিটি ভুল ও ভিত্তিহীন। আমেরিকাবাসী অ্যানা ওয়ার্ডেন’র ছবিকে অভিনেত্রী শেহনাজ গিল দাবি করে ভুয়ো পোস্ট ভাইরাল করা হচ্ছে।

Title:আমেরিকারবাসী অ্যানা ওয়ার্ডেন’র ছবিকে শেহনাজ গিল দাবি করে ভুয়ো পোস্ট শেয়ার
Fact Check By: Nasim AResult: False