ফ্রান্স প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁকে জনসমক্ষে চড় মারার ভিডিওটি সম্প্রতির নয়

International Misleading

সম্প্রতি সামাজিক মাধ্যম ফেসবুকে একটি ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে, ফ্রান্স প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁকে জনসমক্ষে চড় মারার সাম্প্রতিক ঘটনা। ভিডিওতে দেখা যাচ্ছে মাস্ক পরিহিত অবস্থায় ফ্রান্স প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁকে। ব্যারিকেডের ধারে দাড়িয়ে থাকা জনসাধারণের সাথে কথা বলতে গেলে এক ব্যাক্তি তাকে আকস্মিক ভাবে চড় মারে। পরক্ষনেই দেহরক্ষীরা প্রেসিডেন্টকে কভার করে এবং আক্রমণকারী লোককে মাটিতে ফেলে ঘিরে ফেলেছে। 

পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে, “প্রকাশ্যে সিয়ামের গালে চুমু, প্রতিক্রিয়ায় সুনেরাহকে চড় মারলেন নায়ক 🤣🤣🤣🤣🤣😂।“ 

তথ্য যাচাই করে আমরা দেখতে পেয়েছি এই দাবি ভুয়া  এবং বিভ্রান্তিকর। ফ্রান্স প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁকে জনসমক্ষে চড় মারার ভিডিওটি ২০২১ সালের, সম্প্রতির নয়। 

ফেসবুক পোস্ট 

তথ্য যাচাই 

এই দাবির সত্যতা যাচাই করতে আমরা প্রথমে গুগলে প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চ করি। ফলে, আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি এর ৮ জুন ২০২১, তারিখের প্রতিবেদনে ভাইরাল এই ভিডিও কেন্দ্রিক প্রতিবেদন পাওয়া যায়। প্রতিবেদনের শিরোনামে লেখা হয়েছে, “ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর মুখে চড় মারলেন।“ প্রতিবেদন অনুযায়ী, ফ্রান্সের দক্ষিণ-পূর্বাঞ্চলের ভ্যালেন্সের বাইরের দিকে একটি ছোট শহর টেইন-ল’হার্মিটেজে সরকারি সফরে গেছিলেন প্রেসিডেন্ট। সেই সফরে সাধারণ মানুষের সাথে কথা বলতে গেলে সেখানে এক ব্যাক্তি তাকে চড় মারেন। ফলে ঘটনায় যুক্ত দুইজন ব্যাক্তিকে গ্রেফতার করেছিল পুলিশ। 

প্রতিবেদন আর্কাইভ 

সিএনএন্-এর প্রতিবেদনেও প্রেসিডেন্টকে চড় মাড়ার ঘটনাটি ২০২১ সালের ৮ জুনের বলে জানানো হয়েছে। 

Associated Press-এর ইউটিউব চ্যানেলেও ঘটনাটি ২০২১ সালের বলে জনিয়েছেন। 

নিষ্কর্ষঃ তথ্য যাচাই করে ফ্যাক্ট ক্রিসেণ্ডো সিদ্ধান্তে এসেছে উপরোক্ত দাবিটি ভুয়া  ও ভিত্তিহীন। ফ্রান্স প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁকে জনসমক্ষে চড় মারার ভিডিওটি ২০২১ সালের, সম্প্রতির নয়।

Avatar

Title:ফ্রান্স প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁকে জনসমক্ষে চড় মারার ভিডিওটি সম্প্রতির নয়

Fact Check By: Nasim Akhtar  

Result: Misleading


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *