
সম্প্রতি সামাজিক মাধ্যম ফেসবুকে একটি ছবি শেয়ার করে দাবি করা হচ্ছে, বিজেপি নেতা হার্দিক পাটেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ’ফেকু’ এবং কেজরিওয়ালকে ’ডেভলপমেন্ট অফ ইন্ডিয়া’ বলে সম্বোধন করছেন। পোস্টের ভিডিওতে দেখা যাচ্ছে স্বয়ং হার্দিক পাটেল সংবাদমাধ্যম এনডি টিভির সাক্ষাৎকারে নরেন্দ্র মোদীকে ফেকু, নিতিশ কুমার কে বিহারের হিরো, রাহুল গান্ধীকে আত্ত্বসমালোচনা করার এবং দিল্লীর মুখ্যমন্ত্রী কেজরিওয়ালকে ডেভলপমেন্ট অফ ইন্ডিয়া বলে সম্বোধন করছেন।
পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে, “১. কেজরিওয়াল মানে – ডেভলপমেন্ট অফ ইন্ডিয়া ২ নরেন্দ্র মোদী মানে – ফেকু অফ ইন্ডিয়া বক্তা:- বিজেপি নেতা হার্দিক পাটেল 🙏🙏…।“
তথ্য যাচাই করে আমরা দেখতে পেয়েছি এই দাবি ভুয়ো এবং বিভ্রান্তিকর। হার্দিক পাটেলের ভাইরাল এই ভিডিওটি ২০১৬ সালের, তখন তিনি কোন রাজনৈতিক দলের সাথে যুক্ত ছিলেন না।
তথ্য যাচাই
এই দাবির সত্যতা যাচায় করতে আমরা ভাইরাল এই সাক্ষাৎকারের দীর্ঘ রূপটি খুঁজে দেখার চেষ্টা করি। এই উদ্দেশ্যে ইউটিউবে প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চ করতেই খুব সহজেই এন ডি টিভির চ্যানেলে আসল ভিডিওটি পেয়ে যায়। ভিডিওটি ২০১৬ সালের ১৯ জুলাই তারিখে আপলোড করা হয়েছে যার ক্যাপশনে লেখা রয়েছে, “হার্দিক পাটেল প্রধানমন্ত্রী মোদী এবং অন্যান্য ‘নেতাদের’ সম্পর্কে কী মনে করেন।“
এই সাক্ষাৎকারের প্রথমেই সাংবাদিক হার্দিক পাটেল কে বলেন তাকে কিছু লোকের ও দলের ব্যাপারে প্রশ্ন করা হবে এবং তাকে এক কথার মধ্যে তাদের সম্পর্কে বর্ণনা করতে হবে। সেই প্রসঙ্গেই তিনি একের পর প্রশ্নের উত্তর করেছেন। ৪১ সেকেন্ডের পরের অংশটুকু ভাইরাল ভিডিওর অংশ।
প্রসঙ্গত, ২০১৫ সালে সমাজকর্মী হিসেবে হার্দিক প্যাটেলের প্রথম উদয় হয়। ২০২০ সালে জাতীয় কংগ্রেসে যোগদান করেন এবং গুজরাট প্রদেশের কংগ্রেসে কমিটির সভাপতির ভারপ্রাপ্ত হিসেবে ছিলেন। তিনি ২০২২ সালের ’মে’ মাসে তিনি কংগ্রেস ’জুন’ মাসে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছেন।
তথ্যের ভিত্তিতে স্পষ্ট হয় হার্দিক পাতেলের ভাইরাল ভিডিওটি ২০১৬ সালের এবং তখন তিনি কোন রাজনৈতিক দলের সাথে যুক্ত ছিলেন না।
নিষ্কর্ষঃ তথ্য যাচাই করে ফ্যাক্ট ক্রিস্যান্ডো সিদ্ধান্তে এসেছে উপরোক্ত দাবিটি ভুয়ো ও ভিত্তিহীন। হার্দিক পাটেলের ভাইরাল এই ভিডিওটি ২০১৬ সালের, তখন তিনি কোন রাজনৈতিক দলের সাথে যুক্ত ছিলেন না।

Title:বিজেপি নেতা হার্দিক পাটেল নরেন্দ্র মোদীকে ’ফেকু’ বলে সম্বোধন করছেন ? জানুন ভাইরাল ভিডিওর সত্যতা
Fact Check By: Nasim AResult: Missing Context