
সম্প্রতি সামাজিক মাধ্যম ফেসবুকে একটি ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে, আসামের করিমগঞ্জ জেলার কলকলির বিলবাড়িতে একটি সিংহের বিচরনের ভিডিও। আট সেকেন্ডের এই ভিডিওতে একটি সিংহকে দেখা যাচ্ছে যা গর্জন গর্জন করতে বিচিরন করছে। পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে, “করিমগঞ্জ জেলার কলকলির বিলবাড়িতে সিংহ । এলাকায় উত্তেজনা বিরাজ করছে ডেইলি আসাম বাংলা নিউজ পেইজ থেকে সংগ্রিহিত“
তথ্য যাচাই করে আমরা দেখতে পেয়েছি এই দাবি ভুয়ো এবং বিভ্রান্তিকর। দক্ষিণ আফ্রিকার সাবি সাবি রিজার্ভ জাতীয় উদ্যানে সিংহের বিচরনের পুরানো ভিডিওকে আসামের দাবি করে ভুয়ো পোস্ট শেয়ার করা হচ্ছে।
তথ্য যাচাই
ভাইরাল এই ভিডিওর সত্যতা যাচায় করতে আমরা ভিডিওটিকে ইনভিড টুলের মাধ্যমে কি ফ্রেমে ভাগ করে গুগল রিভার্স ইমেজ সার্চ করি। ফলে, SabiSabiReserve নামের এক ভেরিফাইড ইউটিউব চ্যানেলে ভাইরাল ভিডিওর দীর্ঘ সংস্করণটি খুঁজে পাই। ভিডিওটি ২০২০ সালের ২৭ অক্টোবর তারিখে আপলোড করা হয়েছে। ভিডিওর বিবরণ অনুযায়ী, ভিডিওটি দক্ষিন আফ্রিকায় অবস্থিত সাবি সাবি জাতীয় উদ্যানের যেখানে গর্জনকারি এই সিংহের ভিডিওটি করেছেন ম্যাট টেম্পারলি। ভিডিওতে দেখতে পাওয়া সিংহটি হল N’waswishaka পুরুষ সিংহ। যেটা আঞ্চলিক টহলের উপর অবিচলিতভাবে চলাফেরা করছিল। সাবি সাবি রিজার্ভ দক্ষিণ আফ্রিকায় অবস্থিত একটি ব্যক্তিগত গেম রিজার্ভ। যেখানে পর্যটকদের সাফারি গাড়ির দ্বারা বন্য প্রানীদের দর্শনের ব্যাবস্থা করে।
আসামের করিমগঞ্জ জেলায় সম্প্রতি কি কোন সিংহ বিচরন করতে দেখতে পাওয়া গেছে ?
প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চের মাধ্যমে এরকম কোন প্রতিবেদন পাওয়া যায়না যা আমাদের সম্পতি করিমগঞ্জ জেলায় কোন সিংহের বিচরন করার কথা নিশ্চিত করে।
নিষ্কর্ষঃ তথ্য যাচাই করে ফ্যাক্ট ক্রিস্যান্ডো সিদ্ধান্তে এসেছে উপরোক্ত দাবিটি ভুয়ো ও ভিত্তিহীন। দক্ষিণ আফ্রিকার সাবি সাবি রিজার্ভ জাতীয় উদ্যানে সিংহের বিচরনের পুরানো ভিডিওকে আসামের দাবি করে ভুয়ো পোস্ট শেয়ার করা হচ্ছে।

Title:দক্ষিণ আফ্রিকার সাবি সাবি রিজার্ভ জাতীয় উদ্যানে সিংহের বিচরনের পুরানো ভিডিওকে আসামের দাবি করে ভুয়ো পোস্ট ভাইরাল
Fact Check By: Nasim AkhtarResult: False