
সম্প্রতি সামজিক মাধ্যম ফেসবুকে একটি ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে, আটার দাম লিটার প্রতি হিসেবে বলছেন রাহুল গান্ধী। ১১ সেকেন্ডের এই ভিডিও ক্লিপে রাহুল গান্ধীকে বলতে শোনা যাচ্ছে, আটা ২২ টাকা/ লিটার এবং আজ ৪০ টাকা/লিটার।
পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে “কারা যেন বলছে এটা নাকি প্রধানমন্ত্রী হবে 😂😂😂😂 আটা লিটারে বিক্রি হয় 😂😂😂😂“
তথ্য যাচাই করে আমরা দেখতে পেয়েছি এই দাবি ভুয়ো এবং বিভ্রান্তিকর। আটার দর লিটার প্রতি হিসেবে বললেও পরক্ষনেই শুধরে নিয়েছিল রাহুল গান্ধী। আটার দর লিটার প্রতি হিসেবে বলার রাহুল গান্ধীর ভিডিও ক্লিপটি অসম্পূর্ণ।
উল্লেখ্য, ৪ সেপ্টেম্বর তারিখে দিল্লীর রামলীলা ময়দানে দেশে মূল্যবৃদ্ধির বিরুদ্ধে ’মেহেঙ্গাই পার হাল্লা বোল’ নামে এক প্রতিবাদ সভার আয়োজন করে ভারতীয় জাতীয় কংগ্রেস দল। সেখানের রাহুল গান্ধীর ভাষণের ভিডিওর অসম্পূর্ণ অংশ শেয়ার করা হয়েছে।
তথ্য যাচাই
এই দাবির সত্যতা যাচায় করতে আমরা ইউটিউবে কিওয়ার্ড সার্চের মাধ্যমে রাহুল গান্ধীর ভাষণের পুরো ভিডিওটি খুঁজে দেখার চেষ্টা করি। ফলে, এশিয়ান নিউজ ইন্টারন্যাশনাল এর ইউটিউব চ্যানেল সহ বিভিন্ন মুখ্যধারার চ্যানেলে পেয়ে যাই। ৪ সেপ্টেম্বর তারিখে আপলোড করা এই ভিডিওর ২৬:৫৫ মিনিটের এই পুরো ভাষণের ৯:৪৫ মিনিট থেকে পরবর্তী ১১ সেকেন্ডের অংশটুকু ভাইরাল ভিডিওর অংশ। দীর্ঘ এই ভিডিওতে স্পষ্ট শ্রবণীয় রাহুল গান্ধী আটার দর লিটার প্রতি হিসেবে বললেও পরের মুহূর্তেই নিজের ভুল শুধরে তা কেজি তে বলেন।
ভারতীয় জাতীয় কংগ্রেসের ইউটিউব চ্যানেলে রাহুল গান্ধীর ভাষণের ভিডিওটি দেখা যাবে এখানে।
নীচে তুলনামূলক ফ্রেমটি দেখুনঃ
তথ্যের ভিত্তিতে প্রমানিত হয় রাহুল গান্ধীর ভাষণের অসম্পূর্ণ অংশ বিভ্রান্তিকর দাবির সাথে ভাইরাল করা হচ্ছে।
নিষ্কর্ষঃ তথ্য যাচাই করে ফ্যাক্ট ক্রিস্যান্ডো সিদ্ধান্তে এসেছে উপরোক্ত দাবিটি ভুয়ো ও ভিত্তিহীন। রাহুল গান্ধীর বক্তব্যের অসম্পূর্ণ অংশ বিভ্রান্তিকর দাবির সাথে ভাইরাল করা হচ্ছে

Title:আটার দর লিটার প্রতি হিসেবে বলার রাহুল গান্ধীর ভিডিও ক্লিপটি অসম্পূর্ণ
Fact Check By: Nasim AResult: Missing Context