আসন্ন লোকসভা নির্বাচনের আবহে বিজেপির প্রচার গাড়ির উপর হামলার একটি ভিডিও সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম ফেসবুকে শেয়ার করে সেটিকে সম্প্রতির দাবি করে শেয়ার করা হচ্ছে। ভিডিওতে বিজেপির একটি প্রচার গাড়ির উপর কিছু লোকজনকে হামলা করতে দেখা যাচ্ছে। ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে,”অন্ধ ভক্তদের। আজকের শুভদিনের শুভেচ্ছা।“

তথ্য যাচাই করে আমরা পেয়েছি যে ভিডিওটি পুরনো এবং আসন্ন নির্বাচন বা বিজেপির বর্তমান প্রচারের সাথে যুক্ত নয়।

ফেসবুক পোস্ট

তথ্য যাচাইঃ

ভিডিওর আসল উৎস খুঁজতে ভিডিওর কি ফ্রেমগুলোকে গুগল রিভার্স ইমেজ সার্চ করি। ফলে, জানতে পারি ভিডিওটি ২০২২ সালের এবং ঘটনাটি ঘটেছিলো তেলেঙ্গানায়। ২০২২ সালের নভেম্বরে তেলেঙ্গানার মুনুগোদে উপনির্বাচনের সময় ভারত রাষ্ট্র সমিতি (BRS) এর কর্মীরা এবং বিজেপির কর্মীরা প্রচার করার সময় একে অপরের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এই সংঘর্ষের সময়ই বিআরএস কর্মীরা ঢিল ছুড়ে এবং বিজেপির প্রচার গাড়ি ভাঙচুর করে।

আর্কাইভ

সংঘর্ষে লিপ্ত BRS কর্মী এবং বিজেপি কর্মীদের পুলিশ নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। ০.৪৯ সেকেন্ডের পর থেকে বিজেপির গাড়ি চলতে শুরু করলে বিআরএস কর্মীরা আক্রমণ করতে শুরু করে। বিআরএস কর্মীদের তাদের স্পিকার নষ্ট করতে এবং ট্রাকের পোস্টার ছিঁড়তে দেখা যাচ্ছে।

সংবাদ প্রতিবেদন অনুসারে, ২০২২ সালের নভেম্বর মাসে তেলেঙ্গানার নালগোন্ডা জেলার মুনুগোডের কাছে পালিভেলা গ্রামে ঘটনাটি ঘটেছিল। ঘটনাটি ঘটেছে মুনুগোদে উপনির্বাচনের প্রচারের শেষ দিনে। এই হামলায় বিজেপি বিধায়ক ইটেলা রাজেন্দ্রনের গাড়িও ক্ষতিগ্রস্ত হয়।

নিষ্কর্ষঃ

তথ্য ও প্রমানের ভিত্তিতে ফ্যাক্ট ক্রিসেণ্ডো এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে বিজেপির প্রচার গাড়িতে হামলার ভিডিওটি পুরনো ও আসন্ন লোকসভা নির্বাচন ২০২৪ এর সাথে সম্পর্কিত নয়।

Avatar

Title:দুই বছর পুরনো ভিডিওকে বিজেপির বিরুদ্ধে জনগণের ক্ষোভ প্রকাশের ভিডিও বলে আসন্ন লোকসভা নির্বাচনের আবহে শেয়ার

Fact Check By: Nasim Akhtar

Result: Misleading