
সংবাদমাধ্যম ’বর্তমান’-এর একটি প্রতিবেদনের ছবি যার শিরোনামে লেখা হয়েছে -৪২টা আসন দিন, হিন্দু কীভাবে কাঁদাতে হয় দেখিয়ে দেব: মমতা। শিরোনামের এই মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী মমতা বানার্জি বলে দাবি করে ফেসবুকে ভাইরাল হচ্ছে এই ছবি। পোস্টের ক্যাপশনে ফেসবুক ব্যবহারকারী লিখেছেন- ২০১১ সালে পতাকা মমতার ভাষান দিয়ে কিভাবে মুসলিম ভোটে 13 বছরের ক্ষমতা……. কিন্তু হিন্দুদের কাঁদাবে বলে সেইখানে মুসলমানদের কাঁদাছে…. মমতা সমস্ত উন্নত হিন্দুর বাড়িতে পাকা ঘর চাকরি…… আর মুসলমানের বাড়িতে একা করে কাগজের ত্রিপল…😡 মমতা কত বড়ো বেয়াদব মেয়ে চিনে রাখুন।
তথ্য যাচাই করে আমরা দেখতে পেয়েছি ছবিটি সম্পাদিত। ’৪২টা আসন দিন, দিল্লি কীভাবে কাঁপাতে হয় দেখিয়ে দেব’- মুখ্যমন্ত্রীর মন্তব্যকে সম্পাদিত করে ’ ৪২টা আসন দিন, হিন্দু কীভাবে কাঁদাতে হয় দেখিয়ে দেব’ করা হয়েছে। ভাইরাল প্রতিবেদনের শিরনামটি সম্পাদিত।

তথ্য যাচাই
ফেসবুক পোস্টের ছবিটি ভালো করে লক্ষ্য করলে দেখা যাচ্ছে শিরোনামে থাকা ’হিন্দু’ এবং ’কাঁদা’ শব্দদুটির ফন্ট ডিজাইন বাকিগুলোর থেকে আলাদা। এখান থেকে সন্দেহের উদ্ভব হয়।

এই ছবির আসল রহস্য উদঘাটন করতে আমরা ছবিটিকে গুগল রিভার্স ইমেজ সার্চ করি। ফলে, বেশ কয়েকটি ফেসবুক প্রোফাইলে একই রকমের ’বর্তমান’ সংবাদমাধ্যমের একটি প্রতিবেদন পাওয়া যায়। সেই প্রতিবেদনের শিরোনামে লেখা রয়েছে, “৪২টা আসন দিন, দিল্লি কীভাবে কাঁপাতে হয় দেখিয়ে দেব: মমতা”
তারপর আমরা “৪২টা আসন দিন, দিল্লি কীভাবে কাঁপাতে হয় দেখিয়ে দেব: মমতা” শিরোনাম যুক্ত ’বর্তমান’-এর অনলাইন প্রতিবেদনটি খুঁজে বের করি। ২০১৯ সালের ২০ এপ্রিল তারিখের এই প্রতিবেদন অনুযায়ী, সেই বছরের লোকসভা নির্বাচনের আগে বহরমপুর স্টেডিয়াম থেকে স্থানীয় প্রার্থী অপূর্ব সরকারের সমর্থনের আয়োজিত প্রচারসভা থেকে মাননীয়া এই কথা বলেছিলেন। অর্থাৎ, স্পষ্ট হয় যে। আসল প্রতিবেদনের ’দিল্লি’ শব্দটিকে ’হিন্দু’ এবং ’কাঁপাতে’ শব্দটিকে ’কাঁদাতে’ শব্দ দিয়ে পরিবর্তন করা হয়েছে।
নীচে ভাইরাল ছবির সাথে’বর্তমান’-এর সেদিনের অফলাইন ও অনলাইন আসল প্রতিবেদনের তুলনামূলক ফ্রেমগুলো দেখুনঃ


নিষ্কর্ষঃ
তথ্য যাচাই করে ফ্যাক্ট ক্রিসেণ্ডো সিদ্ধান্তে এসেছে উপরোক্ত দাবিটি ভুয়া। ’৪২টা আসন দিন, দিল্লি কীভাবে কাঁপাতে হয় দেখিয়ে দেব’- মুখ্যমন্ত্রীর মন্তব্যকে সম্পাদিত করে ’ ৪২টা আসন দিন, হিন্দু কীভাবে কাঁদাতে হয় দেখিয়ে দেব’ করা হয়েছে। আসল প্রতিবেদনের ’দিল্লি’ শব্দটিকে ’হিন্দু’ এবং ’কাঁপাতে’ শব্দটিকে ’কাঁদাতে’ শব্দ দিয়ে পরিবর্তন করা হয়েছে। ভাইরাল প্রতিবেদনের শিরনামটি সম্পাদিত।

Title:৪২টা আসন দিন, হিন্দু কীভাবে কাঁদাতে হয় দেখিয়ে দেব: মমতা শিরোনাম যুক্ত প্রতিবেদনটি সম্পাদিত
Fact Check By: Nasim AResult: Altered