অযোধ্যায় নির্মীয়মাণ রাম মন্দিরের অফিসিয়াল অ্যানিমেশন ভিডিও ? জানুন সত্যতা

False Social

সম্প্রতি সোশ্যাল মিডিয়া ফেসবুকে একটি ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে যে, উত্তরপ্রদেশের অযোধ্যায় নির্মিত রাম মন্দিরের অফিসিয়াল অ্যানিমেশন ভিডিও।

পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে, “জয় শ্রী রাম লক্ষ লক্ষ হিন্দুদের আবাসস্থল অযোধ্যাতে শ্রী রাম মন্দির আগামী বছরের জানুয়ারিতে প্রতিষ্ঠিত হবে। জয় শ্রী রাম 🚩🚩🚩।“  

তথ্য যাচাই করে আমরা দেখতে পেয়েছি এই দাবি ভুয়ো এবং বিভ্রান্তিকর। গ্রাফিক ডিজাইনার রোহিত সাঙ্কলার তৈরি রাম মন্দিরের গ্রাফিক ভিডিওকে রাম মন্দিরের অফিসিয়াল অ্যানিমেশন ভিডিও বলে শেয়ার করা হচ্ছে। অযোধ্যায় নির্মীয়মাণ রাম মন্দিরের অফিসিয়াল অ্যানিমেটেড ভিডিওটি ভাইরাল এই ভিডিও থেকে আলাদা। 

ফেসবুক পোস্ট 

তথ্য যাচাই  

এই দাবির সত্যতা যাচাই করতে আমরা ভিডিওটিকে ভালো করে পর্যবেক্ষণ করি। ভিডিওর উপরের বাম কোণে লেখা রয়েছে ’SHIVAJI DESIGN’। এটিকে সুত্র ধরে ইউটিউবে প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চ করি। ফলে, Shivaji Home Design নামের একটি ইউটিউব চ্যানেলে ভাইরাল ভিডিওটি পেয়ে যায়। ভিডিওটি ৩ নভেম্বর, ২০২১, তারিখে আপলোড করা হয়েছে। ভিডিওর বিবরণ অনুযায়ী, এই ভিডিও গ্রাফিকের নামের হল রোহিত সাঙ্কলা।

ফ্যাক্ট ক্রিসেণ্ডো Shivaji Home Design-চ্যানেলের মালিক রোহিত সাঙ্কলার সাথে যোগাযোগ করে। তিনি আমাদের জানিয়েছেন, “ভাইরাল দাবিটি মিথ্যা। জনগণের বিশ্বাস ও স্থানের কথা মাথায় রেখে এক বছর আগে এই ভিডিওটি তৈরি করি। রাম মন্দির ট্রাস্ট বা নির্মাণের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। আমি আমার চ্যানেলে আপলোড করার জন্য এই ভিডিওটি তৈরি করেছি। কিন্তু এটি একটি অফিসিয়াল ভিডিও হিসাবে বিবেচিত হওয়ায় লোকেরা এটি শেয়ার করতে শুরু করেছে।“ 

রাম মন্দির ট্রাস্টের পক্ষ থেকে রাম মন্দিরের কোনো অফিসিয়াল অ্যানিমেশন ভিডিও জারি করা হয়েছে ? 

এই প্রশ্নের উত্তর হচ্ছে, হ্যাঁ। রাম মন্দির ট্রাস্টের পক্ষ থেকে রাম মন্দিরের অফিসিয়াল অ্যানিমেটেড ভিডিও জারি করা হয়েছে। 

রাম মন্দির ট্রাস্টের অফিসিয়াল টুইটার হ্যান্ডেল থেকে এই অ্যানিমেশন ভিডিওটি ১৩ জানুয়ারি, ২০২২, তারিখে টুইট করা হয়েছে। এই টুইটের ক্যাপশনে লেখা হয়েছে, “একটি 3D চলচিত্রের মাধ্যমে আমরা অযোধ্যায় ভগবান শ্রী রামের পবিত্র জন্মস্থানে নির্মিত বিশাল শ্রী রাম জন্মভূমি মন্দির নির্মাণের পুরো প্রক্রিয়াটি উপস্থাপন করার চেষ্টা করেছি। জয় শ্রী রাম!।“ 

১৩ ফেব্রুয়ারি, ২০২২, তারিখে নির্মীয়মাণ রাম মন্দিরের আরেকটি 3D অ্যানিমেশন ভিডিও শেয়ার করা বলা হয়েছে, “ভগবান শ্রীরামের জন্মস্থানে একটি বিশাল মন্দির তৈরি হলে তা কেমন হবে তা নিয়ে নিশ্চয়ই আপনাদের সকলেরই কৌতূহল রয়েছে। আপনাকে এই মহান এবং ঐশ্বরিক মাস্টারপিসের একটি পূর্বরূপ দেওয়ার জন্য আমরা এটি একটি 3D ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি। জয় শ্রী রাম!।“ 

সংবাদমাধ্যম ’দৈনিক জাগরন’-এর ১০ জানুয়ারি,২০২৩, তারিখের প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ডিসেম্বর মাস আসতে আসতে মন্দিরের প্রথম তলা নির্মাণের কাজ শেষ হয়ে যাবে। সামনের বছর অর্থাৎ ২০২৪ সালের জানুয়ারি মাস থেকে শুরু হবে ভক্তদের দর্শন। এই পরিকল্পনা সাফল্য মণ্ডিত করে তলার উদ্দেশ্যে কর্মীর সংখ্যা তিনগুণ করা হয়েছে।

আরও বিস্তারিত জানতে নীচের ভিভিও উপস্থাপনটি দেখুনঃ 

উপরিউক্ত তথ্যের ভিত্তিতে স্পষ্ট হয় যে, ভাইরাল ভিডিওটি রাম মন্দিরের অফিসিয়াল 3D অ্যানিমেটেড ভিডিও নয়।

 নিষ্কর্ষঃ তথ্য যাচাই করে ফ্যাক্ট ক্রিসেণ্ডো সিদ্ধান্তে এসেছে উপরোক্ত দাবিটি ভুয়ো। গ্রাফিক ডিজাইনার রোহিত সাঙ্কলার তৈরি রাম মন্দিরের গ্রাফিক ভিডিওকে রাম মন্দিরের অফিসিয়াল অ্যানিমেশন ভিডিও বলে শেয়ার করা হচ্ছে।

Avatar

Title:অযোধ্যায় নির্মীয়মাণ রাম মন্দিরের অফিসিয়াল অ্যানিমেশন ভিডিও ? জানুন সত্যতা

Fact Check By: Nasim Akhtar 

Result: False


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *