ডিজিটাল ডিসপ্লে বোর্ডে “I LOVE KEORATOLA MAHASASHAN” লেখা যুক্ত ভাইরাল ছবিটি সম্পাদিত

Altered Social

সম্প্রতি সোশ্যাল মিডিয়া ফেসবুকে একটি ছবি শেয়ার দাবি করে শেয়ার করা হচ্ছে যে, কলকাতা মহাশ্মশানে ’I LOVE KEORATOLA MAHASASHAN’ লেখা যুক্ত ডিজিটাল ডিসপ্লে লাগানো হয়েছে। পোস্টের ছবিতে কেওড়াতলা মহাশ্মশান ভবনের সামনে একটি ডিজিটাল LED Display লাগানো রয়েছে যেখানে লেখা রয়েছে “I LOVE KEORATOLA MAHASASHAN”। পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে, “এতো ভালোবাসা রাখি কোথায় প্রিয়া এভাবেই ভালোবেসো মন দিয়া❤❤।“  

তথ্য যাচাই করে আমরা দেখতে পেয়েছি এই দাবি সম্পাদিত। পুরনো একটি ছবিকে সম্পাদিত করে ছবিতে “I LOVE KEORATOLA MAHASASHAN” লেখা যুক্ত ডিজিটাল হাইলাইট বোর্ড লাগানো হয়েছে।  

ফেসবুক পোস্ট আর্কাইভ 

তথ্য যাচাই  

এই ছবির আসল রহস্য উদঘাটন করতে ছবিটিকে গুগল রিভার্স ইমেজ সার্চ করি। ফলে, হুবহু এই একই ছবি মুখ্যধারার সংবাদমাধ্যম ’টাইমস অফ ইন্ডিয়া’র ২০১৯ সালের ২২ মার্চ তারিখের প্রতিবেদনে পাওয়া যায়। প্রতিবেদন অনুযায়ী, কলকাতা মিউনিসিপ্যাল ​​কর্পোরেশনের মেয়র ফিরহাদ হাকিম মিউনিসিপ্যাল কর্পোরেশনের সাথে সংযুক্ত শহরের সাতটি শ্মশানের সেই পুরহিতদের যারা শবদেহকে বৈদ্যুতিক চুল্লিতে রাখার আগে শেষকৃত্য পরিচালনা করে তাদের ৩৮০ টাকা দেওয়ার কথা ঘোষণা করেছিলেন। 

প্রতিবেদন আর্কাইভ 

নীচে তুলনামূলক ফ্রেমটি দেখুনঃ 

এখান থেকে ছবিটি পুরনো এবং মহাশ্মশান ভবনের সামনে সম্পাদিত করে “I LOVE KEORATOLA MAHASASHAN” লেখা যুক্ত ডিজিটাল ডিসপ্লে বোর্ড লাগানো হয়েছে। 

এই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন- ভুয়া খবর বরদাস্ত করা হবে না। শ্মশানকে কেউ ভালবাসি বলতে পারে, যেখানে মানুষের জীবন শেষ হয়ে যায়। মানুষের শেষ দিন, শেষ দেখা। মর্মে মর্মে মানুষ সেই যন্ত্রণা উপলব্ধি করে। যারা এই ধরনের ছবি শেয়ার করেন তাদের লজ্জিত হওয়া উচিত। একজনের দিকে ইশারা করে তিনি বলেন- আমি সিপি-কে বলব এই নিয়ে কড়া পদক্ষেপ করতে। 

নিষ্কর্ষঃ তথ্য যাচাই করে ফ্যাক্ট ক্রিসেণ্ডো সিদ্ধান্তে এসেছে উপরোক্ত দাবিটি ভুয়া। পুরনো একটি ছবিকে সম্পাদিত করে ছবিতে “I LOVE KEORATOLA MAHASASHAN” লেখা যুক্ত ডিজিটাল হাইলাইট বোর্ড লাগানো হয়েছে।

Avatar

Title:ডিজিটাল ডিসপ্লে বোর্ডে “I LOVE KEORATOLA MAHASASHAN” লেখা যুক্ত ভাইরাল ছবিটি সম্পাদিত

Fact Check By: Nasim Akhtar 

Result: Altered


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *