আমেরিকার পূর্ব রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প গ্রেফতারের ভাইরাল ছবিদ্বয় AI টুল দ্বারা নির্মিত
২০১৬ সালের নির্বাচনের আগে একজন পর্ন তারকাকে দেওয়া চুপচাপ অর্থ দেওয়া সহ মোট ৩৪টি অপরাধমূলক গণনার অভিযোগ আনা হয়েছিল আমেরিকা পূর্ব রাষ্ট্রপতি ডোলান্ড ট্রাম্পের বিরুদ্ধে। আদালতে হাজিরা দেওয়ার সময় ট্রাম্প সব অভিযোগ অস্বীকার করেন এবং নিজেকে নির্দোষ ঘোষণা করেন। যুক্তি শোনার পর চলতি মাসের ৪ তারিখ আদালত ট্রাম্পকে প্রায় ১.২২ মিলিয়ন ডলার জরিমানা প্রদান ও গ্রেফতার করার নির্দেশ প্রদান করেছেন। এই প্রসঙ্গে দুটি ছবি শেয়ার করে দাবি করা হচ্ছে ছবিদুটি তার গ্রেফতার করার সময়ের। পোস্টের প্রথম ছবিতে লক্ষ্যনিয় ট্র্যাম্পকে কয়েকজন পুলিশ কর্মী মিলে ধরে রয়েছে এবং দ্বিতীয় ছবিতে তাকে পুলিশের সাথে ধস্তাধস্তি করতে দেখা যাচ্ছে।
পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে, “সাবেক এক পর্ন তারকার সঙ্গে সম্পর্কের ঘটনা ধামাচাপা দিতে গোপনে অর্থ দেওয়ার মামলায় আদালতে হাজিরা দিতে এসে গ্রেফতার হলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।“
তথ্য যাচাই করে আমরা দেখতে পেয়েছি এই দাবি বিভ্রান্তিকর। ডোনাল্ড ট্রাম্পের গ্রেফতারের এই ছবি দুটি AI টুল দ্বারা নির্মিত। কাল্পনিক ভাবে নির্মিত এই ছবি দুটির বাস্তবে গ্রেফতারের সাথে সম্পর্কিত নয়। আমেরিকার পূর্ব রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প গ্রেফতারের ভাইরাল ছবিদ্বয় AI টুল দ্বারা নির্মিত
তথ্য যাচাই
প্রাসঙ্গিক কি ওয়ার্ড সার্চের মাধ্যমে বিভিন্ন সংবাদ প্রতিবেদন ও ভিডিও উপস্থাপনে ডোনাল্ড ট্রাম্পের গ্রেফতারি হওয়ার খবর পাওয়া গেলেও এই ছবি দুটির উল্লেখ কোথাও পাওয়া যায়না। এখান থেকে ধারণা হয় যে, ছবি দুটি বিভ্রান্তিকর হতে পারে।
তাহলে ভাইরাল এই ছবির উৎস ?
এই প্রশ্নের উত্তর খুঁজতে ছবি দুটিকে গুগল রিভার্স ইমেজ সার্চ করি। ফলে, অনুসন্ধানী সাংবাদিকতা গোষ্ঠী যা ফ্যাক্ট-চেকিং এবং ওপেন সোর্স ইন্টেলিজেন্সে বিশেষজ্ঞ সংস্থা ’বেলিংক্যাট’-এর প্রতিষ্ঠাতা এলিয়ট ওয়ার্ড হিগিন্স-এর টুইটার প্রোফাইলে এই ছবির উল্লেখ পাই। এই ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, “ট্রাম্পের গ্রেপ্তারের অপেক্ষায় থাকা অবস্থায় ট্রাম্পের গ্রেপ্তার হওয়ার ছবি তৈরি করা।“
এই টুইটের থ্রেড জুড়ে ট্রাম্পের গ্রেফতার জগতের কয়েকটি কাল্পনিক ছবিও শেয়ার করেছেন তিনি।
একটি থ্রেডে এলিয়ট ওয়ার্ড নিজেই জানিয়েছেন, এই ছবি গুলি তিনি ’মিডজার্নি’ নামক AI টুলের মাধ্যমে তৈরি করেছেন যার ফলস্বরুপ তাকে ’মিডজার্নি’ থেকে ব্যান করা হয়েছে।
নিষ্কর্ষঃ তথ্য যাচাই করে ফ্যাক্ট ক্রিসেণ্ডো সিদ্ধান্তে এসেছে উপরোক্ত দাবিটি ভুয়া। আমেরিকার পূর্ব রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প গ্রেফতারের ভাইরাল ছবিদ্বয় AI টুল দ্বারা নির্মিত। কাল্পনিক ভাবে নির্মিত এই ছবি দুটি বাস্তব গ্রেফতারের সাথে সম্পর্কিত নয়।
Title:আমেরিকার পূর্ব রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প গ্রেফতারের ভাইরাল ছবিদ্বয় AI টুল দ্বারা নির্মিত
Fact Check By: Nasim AkhtarResult: False