
সম্প্রতি সোশ্যাল মিডিয়া ফেসবুকে একটি ছবি শেয়ার করে দাবি করা হচ্ছে, ছবিটি AIIMS-এর স্থাপক রাজকুমারী অমৃত কৌরের। এক মহিলার ছবি যুক্ত এই গ্রাফিক্সে লেখা হয়েছে, “অল ইন্ডিয়া ইন্সটিটিউট অফ মেডিক্যাল সায়েন্স বা এমস এর স্থাপক রাজকুমারী অমৃত কৌর।“
তথ্য যাচাই করে আমরা দেখতে পেয়েছি এই দাবি ভুয়ো এবং বিভ্রান্তিকর। লেখিকা, সাংবাদিক, দি লেডিস কম্পার্টমেন্ট-এর রচয়িতা আবান্তিকা মেহতার ছবিকে রাজকুমারী অমৃত কৌরের দাবি করে বিভ্রান্তিকর পোস্ট শেয়ার করা হচ্ছে।

তথ্য যাচাই
এই দাবির সত্যতা যাচাই করতে আমরা ছবিটিকে গুগল রিভার্স ইমেজ সার্চ করি। ফলে, স্বনামধন্য লেখিকা, সাংবাদিক আবান্তিকা মেহতার টুইটার প্রোফাইলে ভাইরাল এই ছবি কেন্দ্রিক একটি টুইট পাওয়া যায়। তার ছবি যুক্ত একটি গ্রাফিক্সে যেখানে তাকে AIIMS এর স্থাপক রাজকুমারী অমৃত কৌর বলে দাবি করা হয়েছে এরকম পোস্টের স্ক্রিনশট শেয়ার করে ক্যাপশনের মাধ্যমে তিনি জানিয়েছেন, “শেষবারের মতো বলছি, আমি অমৃত কৌরের মতো দেখতে নয়, সেও আমার মতো দেখতে ছিল না। এই ছবিটি একটি ফটোশুট থেকে নেওয়া হয়েছে যা আমি পাঁচ বছর আগে একটি বন্ধুদের ওয়েবসাইটের জন্য করেছিলাম এবং যে এটি সেখানে প্রকাশ করেছে তারা সত্যতা যাচাই করেনি।“
আবান্তিকা মেহতার অন্যানা ছবিগুলোর সাথে অমৃত কৌর দাবিতে ভাইরাল এই ছবির সাথে তুলনামূলক ফ্রেম ও অমৃত কৌরের অন্যান্য ছবি গুলো দেখে স্পষ্ট হয় যে ছবিটি আবান্তিকা মেহতার। নীচে তুলনামূলক ফ্রেমটি দেখুনঃ

অমৃতা কৌরের ছবিগুলো দেখুন এখানে
প্রসঙ্গত, স্বাধীন ভারতের প্রথম স্বাস্থ্য মন্ত্রী ছিলেন অমৃত কৌর। তিনি ১৯৪৭ থেকে ১৯৫৭ সাল পর্যন্ত স্বাস্থ্য মন্ত্রী ছিলেন। এটা সত্য যে জওহরলাল নেহ্রুর সরকারের অধীনে AIIMS এর স্থাপন হয়েছিল কিন্তু AIIMS স্থাপনের পেছনে মুখ্য ভুমিকা গ্রহন করেছিলেন অমৃতা কৌর। ১৯৫৬ সালের ১৮ ফেব্রুয়ারি তারিখে লোকসভায় অমৃতা কৌর প্রথম AIIMS-এর কথা বলেছিলেন। পরে সরকারের সহায়তায় AIIMS গড়ে ওঠে।
নিষ্কর্ষঃ তথ্য যাচাই করে ফ্যাক্ট ক্রিস্যান্ডো সিদ্ধান্তে এসেছে উপরোক্ত দাবিটি ভুয়ো ও ভিত্তিহীন। লেখিকা, সাংবাদিক, দি লেডিস কম্পার্টমেন্ট-এর রচয়িতা আবান্তিকা মেহতার ছবিকে রাজকুমারী অমৃত কৌরের দাবি করে বিভ্রান্তিকর পোস্ট শেয়ার করা হচ্ছে।

Title:লেখিকা আবান্তিকা মেহতার ছবি AIIMS স্থাপক অমৃত কৌর দাবিতে ভাইরাল
Fact Check By: Nasim AkhtarResult: False