সম্প্রতি সোশ্যাল মিডিয়া ফেসবুকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সহ প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, বিজেপির জাতীয় সভাপতি জে পি নাড্ডা সহ আরও কয়েক বরিষ্ঠ নেতাগনেরা একটি বদ্ধ ঘরে টেবিলের সামনে দাড়িয়ে টেবিলের অপরপ্রান্তে বসে থাকা এক ব্যাক্তিকে কিছুসংখ্যক কাগজ হস্তান্তর করছে। এই ছবিটি শেয়ার করে দাবি করা হচ্ছে, চলমান লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মনোনয়ন পত্র জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।

ফেসবুক পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে,”সুপ্রিম কোর্টের উচিত আইনানুগ ব্যাবস্থা নেওয়া লজ্জায় আজ স্বাধীন সার্ব্বভৌমত্ব ও গনতন্ত্র! স্বাধীন ভারতে যা কোনদিন হয়নি, প্রধান মন্ত্রীর হয়ে রাষ্ট্রপতি রাজনীতিতে নেমে পড়লেন। প্রধান মন্ত্রীর মনোনয়ন পত্র জমা দেবার সময় সশরীরে হাজির!! রাষ্ট্রপতির একটা নিরপেক্ষ অবস্থান নিয়ে চলার কথা। কিন্তু অযোগ্য লোক গুরুত্বপূর্ণ পদে বসলে এই রকম আচরণ ই করবে। কিছু দিন আগে দেখলাম আদবানি আর মোদী বসে আছেন আর তাদের সামনে রাষ্ট্রপতি দাঁড়িয়ে আছেন। একজন গণতন্ত্র প্রিয় ভারত বাসী হিসেবে চরম লজ্জিত হয়েছিলাম। কিন্তু তাঁর কোন ভ্রুক্ষেপ নেই। ওনাকে এই ভাবে ব্যবহার করার জন্যই রাষ্ট্রপতি করা হয়েছে। মুখে বলা হচ্ছে আদিবাসী রাষ্ট্রপতি কিন্তু তাঁকে যে ভাবে ব্যবহার করা হচ্ছে তাতে না থাকছে তাঁর মর্যাদা না থাকছে রাষ্ট্রপতির মতো গুরুত্বপূর্ণ মর্যাদা সম্পন্ন পদের।“

তথ্য যাচাই করে আমরা দেখতে পেয়েছি ভাইরাল দাবিটি মিথ্যা। ছবিটি ২০২২ সালের যখন দ্রৌপদী মুর্মু রাষ্ট্রপতি পদের জন্য মনোনয়ন পত্র জমা দিচ্ছিলেন তখন মোদী সহ অন্যান্য বরিষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন।

ফেসবুক পোস্ট আর্কাইভ

তথ্য যাচাইঃ

গুগলে প্রাসঙ্গিক কি ওয়ার্ড সার্চের মাধ্যমে জানতে পারি, নরেন্দ্র মোদী এখনও অবধি মনোনয়ন পত্র জমা দেননি। চলতি মাসের ১৪ তারিখে বারানসি লোকসভা আসন থেকে তিনি তার মনোনয়ন পত্র জমা দিবেন বলে সংবাদ মাধ্যম গুলোতে রিপোর্ট করা হয়েছে। যা থেকে ধারনা হয়ে যায় যে ফেসবুক পোস্টের দাবিটি বিভ্রান্তিকর।

তারপর, ফেসবুক পোস্টের ছবির আসল উৎস খুঁজতে ছবিটিকে গুগল রিভার্স ইমেজ সার্চ করি। ফলে, নরেন্দ্র মোদীর এক্স প্রোফাইলে ছবিটির উল্লেখ পাওয়া যায়। ২০২২ সালের ২৪ জুন তারিখে করা এই এক্স পোস্টে মোট তিনটি ছবির মধ্যে দ্বিতীয় ছবিটি ভাইরাল ফেসবুক পোস্টের অংশ। এই পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে- আজ মনোনয়নপত্র দাখিলের জন্য বিভিন্ন দলের নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে শ্রীমতি দ্রৌপদী মুর্মু জি।

দ্রৌপদী মুর্মু রাষ্ট্রপতি পদের জন্য মনোনয়ন জমা দেওয়ার জন্য মোদি সহ বিজেপি নেতারা মুর্মুর সাথে ছিলেন।

নিষ্কর্ষঃ

তথ্য যাচাই করে ফ্যাক্ট ক্রিসেণ্ডো এই সিদ্ধান্তে এসেছে যে প্রধানমন্ত্রীর মনোনয়ন জমা দেওয়ার সময় দ্রৌপদী মুর্মুর উপস্থিতির দাবিটি মিথ্যা। ২০২২ সালে রাষ্ট্রপতি পদের জন্য দ্রৌপদী মুর্মুর মনোনয়ন জমা দেওয়ার সময় রাজনাথ সিং, অমিত শাহ এবং বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডা সহ অনেক বরিষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন।

Avatar

Title:রাষ্ট্রপতি পদের জন্য দ্রৌপদী মুর্মুর মনোনয়ন জমা দেওয়ার সময় নরেন্দ্র মোদী সহ অন্যান্য বিজেপি নেতার উপস্থিতির ছবিকে বিভ্রান্তিকর দাবির সাথে শেয়ার

Written By: Nasim A

Result: False