‘ইন্ডিয়ান আইডলে’র মঞ্চে মোহাম্মদ রফির গান গেয়ে তাক লাগানোর ভাইরাল ভিডিওটি সম্পাদিত 

Altered Social

সম্প্রতি সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম ফেসবুকে ইন্ডিয়ান আইডল স্টেজে গান গাওয়ার একটি ভিডিও শেয়ার দাবি করা হচ্ছে গায়ক মোহাম্মদ রফির মত হুবহু গান গেয়ে বিচারকদের তাক লাগিয়ে দিল এক যুবক। পোস্টের ভিডিওতে এক কিশোরকে ইন্ডিয়ান আইডলের স্টেজে দাঁড়িয়ে গান করতে এবং বিচারক পদে বিশাল ডাডলানি, নেহা কাক্কার ও হিমেশ রেশমিয়াকে দেখা যাচ্ছে। সেই কিশোরের গান শূনে বিচারকরা মুগ্ধ হওয়ার প্রতিক্রিয়া দিচ্ছেন। 

ভিডিওটি শেয়ার করে ফেসবুক ব্যবহারকারী ক্যাপশনে লিখেছেন,” ইণ্ডিয়ান আইডলে অংশগ্রহণকারী এই ছেলেটার কন্ঠ’টা প্রত্যেকে শুনুন, মনে হবে স্বয়ং রফিসাহেব গাইছেন ❤️✌️“ 

তথ্য যাচাই করে আমরা দেখতে পেয়েছি পোস্টের দাবিটি ভুয়ো ও বিভ্রান্তিকর। ভিডিওটি সম্পাদিত।

ফেসবুক পোস্ট 

তথ্য যাচাইঃ 

ভিডিওটি ভালোভাবে পর্যবেক্ষণ করলে লক্ষ্যনিয় যে, গানের লিরিক্সের সাথে কিশোরের ঠোঁটের তাল মিলছে না। তাছাড়াও, স্টেজের উপর কিশোরের দাঁড়িয়ে থাকাটা যেন ঠিক স্টেজের উপর দাঁড়িয়ে থাকার মত লাগছে না, অনেকটা সামনের দিকে ঝুঁকে থাকতে দেখা যাচ্ছে। এখান থেকে ভিডিওর সত্যতা নিয়ে মনে প্রশ্ন তৈরি হয়। 

ভিডিওর সত্যতা যাচাই করতে আমরা প্রথমে বিচারকদের প্রতিক্রিয়াগুলোর কিফ্রেম গুগল রিভার্স ইমেজ সার্চ করি। ফলে, ইন্ডিয়ান আইডলের ১৩-তম সিজনের একটি এপিসোডের বিচারকপদে উপবিষ্ট গায়ক বিশাল ডাডলানি ও হিমেশ রেশমিয়া, গায়িকা নেহা কাক্কারকে সেই একই পরিধানে একই প্রতিক্রিয়া দিতে দেখা যাচ্ছে। কিন্তু এখানে স্টেজে ভাইরাল ফেসবুক ভিডিওর যুবক নয় বরং অন্য এক জুটিকে গান পরিবেশন করতে দেখা যাচ্ছে। প্রদর্শনকারী জুটির মধ্যে একজন প্রাপ্তবয়স্ক ও একজন যুবককে দেখা যাচ্ছে যাদের একজনের নাম মনি এবং অন্যজনের নাম নবদ্বীপ।

চির রঙিন গায়ক মোহাম্মদ রাফির গাওয়া ‘Yeh Duniya Yeh Mehfil’ গানটি শুনলেও ভাইরাল ফেসবুকের গানটির সাথে হুবহু মিলে যায়। অর্থাৎ, ভিডিওতে যুবক শুধু মাইক হাতে ধরে গান গাওয়ার ভঙ্গি করছে। 

এখান থেকে স্পষ্ট হয়ে যায় যে ভাইরাল ভিডিওটি নিশ্চয় সম্পাদিত। ডিজিটাল কারুকার্যকে কাজে লাগিয়ে বিভ্রান্তিকর এই ভিডিওটি তৈরি করা হয়েছে। 

ভিডিওর কিশোরটি কে ? 

ভিডিওর কিফ্রেম গুলো গুগল রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে এই একই ভিডিওটি ‘Busy Comedy Ltd’- নামের একটি ইউটিউব চ্যানেলে পাওয়া যায়। এই চ্যানেলে কিশোর কর্তৃক অভিনীত একই রকমের আরও বেশ কয়েকটি ভিডিও দেখতে পাওয়া যায়। 

আরও সার্চের মাধ্যমে আমরা পাই যে, ছেলেটির নাম মহঃ শানু। 

নিষ্কর্ষঃ

তথ্য যাচাই করে ফ্যাক্ট ক্রিসেণ্ডো সিদ্ধান্তে এসেছে উপরোক্ত দাবিটি বিভ্রান্তিকর। ‘ইন্ডিয়ান আইডলে’র মঞ্চে মোহাম্মদ রফির গান গেয়ে তাক লাগানোর ভাইরাল ভিডিওটি সম্পাদিত।

Avatar

Title:‘ইন্ডিয়ান আইডলে’র মঞ্চে মোহাম্মদ রফির গান গেয়ে তাক লাগানোর ভাইরাল ভিডিওটি সম্পাদিত

Written By: Nasim A 

Result: Altered


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *