সাদা রঙের পোশাক পরে থাকা ধীরেন্দ্র শাস্ত্রীর একটি ছবিকে সম্পাদিত করে ভারতীয় জাতীয় পতাকার ধরন দেওয়া হয়েছে
১৫ আগস্ট তারিখে ৭৭তম ভারতীয় স্বাধীনতার দিবস উদযাপনকে কেন্দ্র করে হিন্দু ধর্মীয় গুরু বাগেশ্বর ধাম সরকার নামে পরিচিত ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রীর একটি ছবি বেশ শেয়ার করা হচ্ছে সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম ফেসবুকে। এই ছবিতে বাগেশ্বর ধাম শাস্ত্রীকে ভারতীয় জাতীয় পতাকার রঙে তৈরি শর্ট কুর্তার মত একটি পোশাক পরিহিতি অবস্থায় লাল রঙের একটি বড় আসনে বসে থাকতে দেখা যাচ্ছে। ছবিটি শেয়ার করে দাবি করে হচ্ছে, স্বাধীনতা দিবস উপলক্ষে ধীরেন্দ্র শাস্ত্রী এই পোশাক পরেছিলেন। ছবিটি শেয়ার করে ফেসবুক পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে,” স্বাধীনতা দিবসে বাগেশ্বর ধামে ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী জী🕉️❣️ জয় হিন্দ 🪔।“
তথ্য যাচাই করে আমরা দেখতে পেয়েছি পোস্টের ছবিটি ভুয়ো। ভাইরাল এই ছবিটি সম্পাদিত। ধবধবে সাদা রঙের পোশাক পরে থাকা ধীরেন্দ্র শাস্ত্রীর একটি ছবিকে সম্পাদিত করে ভারতীয় জাতীয় পতাকা ধরন দেওয়া হয়েছে।
তথ্য যাচাইঃ
ভাইরাল এই ছবিটি ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে যে, জাতীয় পতাকার ধাঁচে তৈরি পোশাকটির গেরুয়া রঙের অংশে মাইকটির ধার বরাবর সাদা হয়েছে। পোশাকের সেই অংশের আসল রং যদি গেরুয়া হয়ে থাকতো তাহলে মাইকের ধার বরাবর সাদা অংশ দেখা যেত না। এখান থেকেই ছবির সত্যতা নিয়ে মনে প্রশ্নচিহ্নের উদ্ধব ঘটে।
ছবির আসল রহস্য উদঘাটন করতে ছবিটিকে গুগল রিভার্স ইমেজ সার্চ করি। ফলে, লাল রঙের বড় আসনে, মাইকের সামনে একই ভঙ্গিতে বসে থাকা বাগেশ্বর ধাম সরকারের এই ছবিটি বেশ কয়েকটি ইন্সতাগ্রাম পেজে পাওয়া যায়। কিন্তু ছবিতে তাকে জাতীয় পতাকার রঙে তৈরি পোশাক নয় বরং ধবধবে সাদা রঙের শর্ট কুর্তার মত পোশাক পরে থাকতে দেখা যাচ্ছে। ছবিটি জুলাই মাসের ১০ তারিখে আপলোড করা হয়েছে অর্থাৎ ছবিটি অন্তত এক মাস পুরনো, সম্প্রতির নয়।
এই একইরকম সাদা পোশাক পরিহিত অবস্থায় একই ধরনের চশমা লাগাতে দেখা যাচ্ছে এরকম একটি ইউটিউব ভিডিও ক্লিপ নীচে দেখুন যা ৪ আগস্ট তারিখে আপলোড করা হয়েছে।
https://www.youtube.com/shorts/tunrpSzWSQc
নীচে ভাইরাল ছবি ও আসল ছবির তুলনামূলক ফ্রেমটি দেখুনঃ
১৫ আগস্ট তারিখে ধীরেন্দ্র শাস্ত্রী তার অনুগামীদের হায়দ্রাবাদের বেগম বাজারে স্বাধীনতা দিবসের সকালে মিছিলে অংশ নেওয়ার আপীল জানিয়ে একটি ভিডিও বার্তা শেয়ার করেছিলেন। কিন্তু এই ভিডিও বার্তায় ভুল করে স্বাধীনতা দিবসকে প্রজাতন্ত্র দিবস বলে সম্বোধন করে দেওয়াই সোশ্যাল মিডিয়াই বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া দেখা যায়। লাল রঙের পোশাক পরিধান করে তিনি স্বাধীনতা দিবস পালন করেছিলেন।
নিষ্কর্ষঃ
তথ্য যাচাই করে ফ্যাক্ট ক্রিসেণ্ডো সিদ্ধান্তে এসেছে উপরোক্ত দাবিটি বিভ্রান্তিকর। ভাইরাল এই ছবিটি সম্পাদিত। ধবধবে সাদা রঙের পোশাক পরে থাকা ধীরেন্দ্র শাস্ত্রীর একটি ছবিকে সম্পাদিত করে ভারতীয় জাতীয় পতাকা ধরন দেওয়া হয়েছে।
Title:সাদা রঙের পোশাক পরে থাকা ধীরেন্দ্র শাস্ত্রীর একটি ছবিকে সম্পাদিত করে ভারতীয় জাতীয় পতাকার ধরন দেওয়া হয়েছে
Written By: Nasim AkhtarResult: Altered