২১ জুলাই তারিখে ধর্মতলায় অনুষ্ঠিত হল তৃনমূল কংগ্রেস আয়োজিত শহীদ দিবস। সভায় উপস্থিত ছিলেন তৃনমূল কংগ্রেসের সুপ্রিমো থেকে শুরু করে মাঝারি নেতারা এবং ছিলেন লক্ষাধিক কর্মী সমর্থক। আমন্ত্রিত ছিলেন গায়ক নচিকেতা চক্রবর্তী। সম্প্রতি গায়ক নচিকেতা চক্রবর্তীর একটি ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে, মমতা ব্যানার্জি সহ তৃনমূল কংগ্রেসের অন্যান্য বড় নেতাদের উপস্থিতিতে মঞ্চ থেকে চোর চোর গান গাইলেন গায়ক। ৩২ সেকেন্ডের এই ভিডিও ক্লিপে গায়ককে এক মঞ্চ থেকে বিশাল এক জনসভা থেকে চোর চোর গান গাইতে শোনা যাচ্ছে যেখানে মঞ্চে বসে বসে রয়েছে বঙ্গ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে, “নচিকেতার কন্ঠে চোর চোর গানটি শুনুন একবার।“

তথ্য যাচাই করে আমরা দেখতে পেয়েছি পোস্টের দাবিটি ভুয়ো। মুখ্যমন্ত্রী মমতার ব্যানার্জির উপস্থতিতে মঞ্চ শিল্পী নচিকেতার “চোর চোর” গান গাওয়ার ভাইরাল এই ভিডিওটি সম্পাদিত। “যখন সময় থমকে দাঁড়ায়” গাওয়া গানটিতে “চোর চোর প্রতিদিন চুরি যায়” গানটি যুক্ত করা হয়েছে। :

আর্কাইভ

তথ্য যাচাইঃ

ভাইরাল এই ভিডিওটিকে ভালো করে পর্যবেক্ষণ করলে লক্ষ্যনিয় যে গানের লিরিক্সের সাথে গায়কের ঠোঁটের তাল ঠিক মিলছে না। এখান থেকেই ভিডিওটির প্রতি সন্দেহ তৈরি হয়।

মঞ্চে মমতা ব্যানার্জি সহ তৃনমূল কংগ্রেসের অন্যান্য নেতা, নেত্রীদের উপস্থিতি ও মঞ্চের সামনেই তৃনমূল কংগ্রেসের লোগো নিশ্চিত করে যে ভিডিওটি টিএমসি দ্বারা আয়োজিত একটি রাজনৈতিক সভা এবং এই ভিডিওটি সম্প্রচারিত করেছে সংবাদমাধ্যম “এবিপি আনন্দ”।

এই সমস্ত তথ্য ভাইরাল এই ভিডিওর আসল উৎস খুঁজতে সাহায্য করে। ইউটিউবে প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চ করতেই ভাইরাল ভিডিওটি পেয়ে যায়। “এবিপি আনন্দ”-এর ইউটিউব চ্যানেলে ভিডিওটি ২১ জুলাই,২০২৩, তারিখে আপলোড করা হয়েছে এবং শিরোনামে লেখা হয়েছে,” TMC ShahidDiwas: একুশে জুলাইয়ের মঞ্চে নচিকেতার গানে মাতল জনতা।“ এখানে, স্পষ্ট শোনা যাচ্ছে নচিকেতা “যখন সময় থমকে দাঁড়ায়” গান গাইছেন, “চোর চোর প্রতিদিন চুরি যায়” নয়। অর্থাৎ আসল গানের ভিডিওটিতে নচিকেতারই গাওয়া পুরনো গান “চোর চোর প্রতিদিন চুরি যায়” গানটি সম্পাদিত করে ভিডিওর সাথে জুড়ে দেওয়া হয়েছে।

‘টিভি৯ বাংলা’র ইউটিউব চ্যানেলেও ভিডিওটি আপলোড করে গায়কের নিজ গান যখন সময় থমকে দাড়ায় গান গাওয়ার কথা বলেছনে। গান পরিবেশনের এই ঘটনাটি ঘটেছিল তৃনমূল কংগ্রেস কর্তৃক ধর্মতলায় আয়োজিত শহীদ সভার মঞ্চে।

ভাইরাল ভিডিওতে যে গানটি জুড়ে দেওয়া হয়েছে অর্থাৎ “চোর চোর প্রতিদিন চুরি যায়” গানটি শূনতে নীচের ভিডিওটি দেখুনঃ

নীচে ভাইরাল ফেসবুক পোস্টের ভিডিও ও আসল ভিডিওর তুলনামূলক ফ্রেমটি দেখুনঃ

নিষ্কর্ষঃ তথ্য যাচাই করে ফ্যাক্ট ক্রিসেণ্ডো সিদ্ধান্তে এসেছে উপরোক্ত দাবিটি বিভ্রান্তিকর। মুখ্যমন্ত্রী মমতার ব্যানার্জির উপস্থতিতে মঞ্চ শিল্পী নচিকেতার “চোর চোর” গান গাওয়ার ভাইরাল এই ভিডিওটি সম্পাদিত। “যখন সময় থমকে দাঁড়ায়” গাওয়া গানটিতে “চোর চোর প্রতিদিন চুরি যায়” গানটি যুক্ত করা হয়েছে।

Avatar

Title:টিএমসি কর্তৃক আয়োজিত সভায় “চোর চোর প্রতিদিন চুরি যায়” গান গাইলেন শিল্পী নচিকেতা ? জানুন ভাইরাল ভিডিওর সত্যতা

Written By: Nasim Akhtar

Result: Altered