
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় কয়েকটি অপ্রাসঙ্গিক ছবিকে বিভ্রান্তি ক্যাপশনের সাথে শেয়ার করে দাবি করা হচ্ছে, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ একজন মহিলার সাথে অশালীন আচরন করছে। ছবিতে মোট চারটি ছবি রয়েছে যার মধ্যে তিনটি ছবি অস্পষ্ট। শেষ ছবিতে যোগী আদিত্যনাথকে দেখা যাচ্ছে। ছবির ওপরে লেখা রয়েছে, “উত্তরপ্রদেশের নারীকল্যানের বিকাশ চলছে” এবং পোস্টের ক্যাপশনে লেখা রয়েছে, “গায়ে গেরুয়া পোষাক মুখে রাম আর নারী দেখলেই অন্তরে জাগে কাম ছিঃ ছিঃ।“
তথ্য যাচাই করে দেখতে পেয়েছি এই দাবি ভুয়ো এবং বিভ্রান্তিকর। একটি বি গ্রেডের ওয়েব ভিডিওকে ভুয়ো দাবির সাথে ভাইরাল করা হয়েছে।
তথ্য যাচাই
এই ছবির সত্যতা যাচাই করতে ওই অস্পষ্ট তিনটি ছবিকে কেটে আলাদা করে নেওয়া হয়। এরপর এই ছবিগুলিকে গুগলে রিভার্স ইমেজ সার্চ করি। ফলাফলে একটি ইউটিউবে ভিডিওতে এই দৃশ্য গুলি দেখতে পাই। ‘ইস্ক কমেডি’ নামে একটি ইউটিউব চ্যানেল থেকে ২০১৮ সালের এই ভিডিওটি আপলোড করা হয়েছিল যার শীর্ষকে হিন্দি ভাষায় লেখা রয়েছে, “বাবা নে খোল দিয়া নাড়া”। এই বি গ্রেডের মিনি ওয়েব ভিডিওতে দেখা যায় একজন ভন্ড সাধু যে তার গেরুয়া বস্ত্রের আড়ালে মহিলাদের সাথে অশ্লীল আচরন করে তার সুযোগ নেয়। এই ভিডিওর তিনটি স্ক্রিনশটকেই ভুয়ো দাবির সাথে শেয়ার করা হচ্ছে।
পোস্টের ছবির তিনটি স্ক্রিনশট নিচে দেওয়া হল।
নিষ্কর্ষঃ তথ্য যাচাই করে ফ্যাক্ট ক্রিসেন্ডো সিদ্ধান্তে এসেছে উপরোক্ত দাবিটি ভুল। একটি বি গ্রেডের ওয়েব ভিডিওকে ভুয়ো দাবির সাথে ভাইরাল করা হয়েছে।