
অপারেশন সিন্দুরের পর ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনার প্রেক্ষিতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ভাইরাল হচ্ছে। ভিডিওটি শেয়ার করে দাবি করা হচ্ছে, এটি অপারেশনের পরবর্তী বাস্তব পরিস্থিতি তুলে ধরছে। এতে দেখা যাচ্ছে, ভারতীয় সেনাবাহিনীর জওয়ানরা এলওসি-তে (লাইন অফ কন্ট্রোল) নিহত সহযোদ্ধাদের দেহ ফিরিয়ে আনছেন এবং সেই সময় তারা একটি সাদা পতাকা উড়িয়ে চলেছেন।
ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে,”কাশ্মীর সীমান্তে ভারতীয়রা সাদা পাতাকা উড়িয়ে নিজ সেনাদের মরদেহ উদ্ধার করছে।“
তথ্য যাচাইয়ের মাধ্যমে আমরা পেয়েছি ভিডিওটি ২০১৯ সালের, যখন পাকিস্তানি সেনাবাহিনী তাদের মৃত সৈন্যদের ফিরিয়ে নিতে সাদা পতাকা নেড়েছিল।
তথ্য যাচাইঃ
এই দাবির সত্যতা যাচাই করতে আমরা ভিডিওর কি ফ্রেমগুলোকে গুগলে রিভার্স ইমেজ সার্চ করি। ফলস্বরুপ, সংবাদ সংস্থা ANI’-এর এক্স হ্যান্ডেলে এই ভিডিওর দীর্ঘ সংস্করণ পাওয়া যায়। ভিডিওটি ২০১৯ সালের ১৪ সেপ্টেম্বরে পোস্ট করা হয়েছে এবং ক্যাপশনে লেখা হয়েছে,”হাজিপুর সেক্টর: পাকিস্তানের অপ্ররোচিত যুদ্ধবিরতি লঙ্ঘনের প্রতিক্রিয়ায় ভারতীয় সেনাবাহিনী দুটি পাকিস্তানি সেনাকে হত্যা করেছে। সাদা পতাকা দেখানোর পর পাকিস্তানি সেনারা তাদের নিহত সেনাদের মরদেহ উদ্ধার করেছে। (১০.৯.১৯/১১.৯.১৯)।“
একই তথ্য জানিয়ে সংবাদ মাধ্যম ‘টিভি ৯’-এর সাংবাদিক আদিত্য রাজ কৌল-ও ভিডিওটি শেয়ার করেছিলেন।
‘টাইমস অফ ইন্ডিয়া’র ১৫ সেপ্টেম্বর,২০২৪, তারিখের প্রতিবেদনেও একই তথ্য জানানো হয়। প্রতিবেদন অনুযায়ী, ১০ ও ১১ সেপ্টেম্বর রাতের ভারতীয় সেনাবাহিনীর পাল্টা গুলিবর্ষণে পাকিস্তানি সেনা সিপাহী গোলাম রাসুল নামক এক পাকিস্তানি সেনা নিহত হয়েছিল। সাদা পতাকার উড়িয়ে পাকিস্তানি সেনা সদস্যরা মৃতদেহগুলো তুলে নিয়ে যাচ্ছিল।
নিষ্কর্ষঃ তথ্য যাচাইয়ের মাধ্যমে ফ্যাক্ট ক্রিসেন্ডো এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে, কাশ্মীর সীমান্তে ভারতীয় সৈন্যরা সাদা পতাকা উড়িয়ে নিজেদের সেনাদের মৃতদেহ নিয়ে যাচ্ছিল—এই দাবিটি ভুয়ো। ভিডিওটি আসলে ২০১৯ সালের, যেখানে সাদা পতাকা দেখানোর পর পাকিস্তানি সেনারা তাদের নিহত সেনাদের মরদেহ নিয়ে যাচ্ছিল।

Title:সাদা পতাকা উড়িয়ে পাকিস্তানি সেনাদের তাদের নিহত সেনাদের মরদেহ উদ্ধারের ভিডিওকে ভুয়ো দাবির সাথে শেয়ার
Fact Check By: Nasim AkhtarResult: False