
আগামী অক্টোবর-নভেম্বরেই বিহারে বিধানসভা নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হবে। আর এই প্রেক্ষিতেই সংবাদ মাধ্যমে রিপাবলিক বাংলার একটি সংবাদ উপস্থাপন সামাজিক মাধ্যম ফেসবুকে বেশ ভাইরাল হচ্ছে। ভিডিওটি শেয়ার করে দাবি করা হচ্ছে যে, বিহারের মুখ্যমন্ত্রী নিতিশ কুমার মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন। সংবাদ উপস্থাপনেও উপস্থাপকদের সেই কথাই বলতে শোনা যাচ্ছে।
পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে,”বিহারের মুখ্যমন্ত্রী নিতিশ কুমারের পদত্যাগ!! জয় হিন্দ, জয় বাংলা 💚💚💚।“
তথ্য যাচাই করে আমরা পেয়েছি সাম্প্রতিক সময়ে নিতীশ কুমার মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেননি। নিতীশ কুমারের পদত্যাগ সংক্রান্ত সংশ্লিষ্ট সংবাদ উপস্থাপনটি ২০২২ সালের আগস্ট মাসের।
ফেসবুক পোস্ট, ফেসবুক পোস্ট, ফেসবুক পোস্ট,
তথ্য যাচাইঃ
এই দাবির সত্যতা যাচাই করতে আমরা গুগলে প্রাসঙ্গিক কী ওয়ার্ড দিয়ে অনুসন্ধান করি। দেখা যায়, সম্প্রতি নীতীশ কুমারের মুখ্যমন্ত্রীর পদত্যাগের বিষয়ে কোনো সংবাদ প্রতিবেদন পাওয়া যায় না। যদি তিনি সত্যিই বিজেপি থেকে সরে দাঁড়াতেন, তাহলে তা নিশ্চয়ই বড় বড় সংবাদমাধ্যমে প্রকাশিত হতো। কিন্তু এমন কোনো প্রতিবেদন না পাওয়ায় বোঝা যায়, এই খবরটি সাম্প্রতিক নয়।
তারপর, পোস্টের সংশ্লিষ্ট পোস্টের উপস্থাপনটির আসল উৎস খুঁজতে ইউটিউবে প্রাসঙ্গিক কি ওয়ার্ড সার্চ করি। ফলস্বরুপ, রিপাবলিক বাংলার ইউটিউব চ্যানেলে হুবহু এই উপস্থাপনটি পেয়ে যায়। ৯ আগস্ট,২০২২, তারিখে আপলোড করা এই উপস্থাপনের শিরোনামে লেখা হয়েছে,”বিহারের মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন নীতীশ কুমার। রাজভবনে গিয়ে পদত্যাগ করলেন তিনি।“
২০২২ সালের ৯ আগস্টে নিতিশ কুমার এনডিএ সমর্থিত মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেছিলেন এবং মহাগটবন্ধনে (আরজেডি, কংগ্রেস) সামিল হয়ে নতুনরুপে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহন করেছিলেন। সেই সময় উপমুখ্যমন্ত্রি হিসেবে শপথ গ্রহন করেছিলেন আরজেডি সুপ্রিমো তেজস্বী যাদব।
নিষ্কর্ষঃ তথ্য যাচাইয়ের মাধ্যমে ফ্যাক্ট ক্রিসেন্ডো নিশ্চিত হয়েছে যে, বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের সাম্প্রতিক পদত্যাগের দাবি ভুয়ো। ২০২২ সালের আগস্টে তাঁর পদত্যাগের পুরনো খবর বিভ্রান্তিকরভাবে বর্তমানে শেয়ার করা হচ্ছে।
Title:নিতিশ কুমারের পুরনো পদত্যাগের ভিডিও সাম্প্রতিক বলে শেয়ার
Fact Check By: Nasim AKhtarResult: False

