
অক্টোবর-নভেম্বরে অনুষ্ঠিত হতে চলেছে বিহারের বিধানসভা নির্বাচন। সেই নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যেই প্রচার শুরু করেছে বিভিন্ন রাজনৈতিক দল। রাহুল গান্ধী ও তেজস্বী যাদবের নেতৃত্বে ‘ভোটার অধিকার যাত্রা’ ইতিমধ্যে বিহারে সম্পন্ন হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিহার স্টেট জীবনিকা নিধি ক্রেডিট কো-অপারেটিভ ফেডারেশন লিমিটেড-এর ভার্চুয়াল উদ্বোধন করেন। বক্তৃতার সময় তিনি বিরোধী পক্ষের তরফ থেকে তাঁর প্রয়াত মায়ের বিরুদ্ধে করা অবমাননাকর মন্তব্য স্মরণ করে আবেগপ্রবণ হয়ে পড়েন।
এই পরিস্থিতির মধ্যে, বিহারের একটি জনসভায় স্টেজে এক লোকের কান ধরে উঠবস ভিডিও সামাজিক মাধ্যমে শেয়ার করে দাবি করা হচ্ছে, ভিডিওতে থাকা ব্যক্তি বিহারের এক বিজেপি বিধায়ক, যিনি গত পাঁচ বছর বিধায়ক থাকার পর জনগণের সামনে কান ধরে উঠবস করে ভোট ভিক্ষা চাইছেন।
পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে,”বিহারে বিগত পাঁচ বছর বিজেপি ক্ষমতায় থাকার পরেও বিজেপি বিধায়ক কে কান ধরে উঠবস করে ভোট ভিক্ষা করতে হচ্ছে🤣🤪”
তথ্য যাচাইয়ের মাধ্যমে আমরা পেয়েছি ভিডিওতে যাঁকে দেখা যাচ্ছে তিনি বিহারের নন বরং উত্তরপ্রদেশের রবার্টসগঞ্জ বিধানসভার বিজেপি বিধায়ক ভুপেশ চৌবে। ২০২২ সালের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের সময় রবার্টসগঞ্জে এক নির্বাচনী প্রচারসভায় তিনি কান ধরে উঠবস করেছিলেন।
তথ্য যাচাইঃ
এই দাবির সত্যতা যাচাই করে আমরা ভিডিওর স্ক্রিনশটকে গুগলে রিভার্স ইমেজ সার্চ করি। ফলস্বরুপ, ভিডিও কেন্দ্রিক একাধিক সংবাদ প্রতিবেদন, উপস্থাপন পেয়ে যায়। প্রতিবেদন, উপস্থাপন অনুযায়ী ভিডিওটি ২২ ফেব্রুয়ারি,২০২৪, তারিখের। উত্তরপ্রদেশের সোনভদ্রার রবার্টসগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে পুনরায় প্রার্থী ছিলেন BJP–র ভূপেশ চৌবে। তৎকালীন ভোট প্রচার চলাকালীন বিজেপির কিছু নিচু স্তরের কর্মী ভূপেশ চৌবের ওপর ক্ষুব্ধ হয়েছিল। তাঁদের অভিযোগ ছিল, ২০১৭ সালের নির্বাচনে জয়ের পর চৌবে তাঁদের ফোন ধরতেন না এবং কর্মীদের থেকে দূরত্ব বজায় রাখতেন। এই ক্ষোভ প্রশমিত করতে বিজাপি বিধায়ক জনসমক্ষে কান ধরে উঠবস করেছিলেন।

প্রতিবেদন | আর্কাইভ |
একই তথ্য সহ সংবাদ হিন্দুস্তান টাইমস, ইটিভি ভারত, লাইভ হিন্দুস্তান-এর উপস্থাপন গুলো দেখতে ক্লিক করুন এখানে, এখানে, এখানে।
সেই নির্বাচনে অর্থাৎ ২০২২ বিধানসভা নির্বাচনে তিনি ৮৪,৪৯৬ ভোট পেয়েছিলেন যেখানে তাঁর প্রতিদ্বন্দ্বী আবিনাশ কুশকুশওয়াহা (SP) পায় ৭৮,৮৭৫ ভোট। ৫,৬২১ ভোটের ব্যবধানে জয়ী হয়ে বিধায়ক নির্বাচিত হয়েছেন তিনি।
নিষ্কর্ষঃ
তথ্য যাচাইয়ের মাধ্যমে ফ্যাক্ট ক্রিসেণ্ডো এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে, ভিডিওতে যাঁকে কান ধরে উঠবস করতে দেখা যাচ্ছে তিনি বিহারের বিজেপি বিধায়ক নন বরং উত্তরপ্রদেশের রবার্টসগঞ্জ বিধানসভার বিজেপি বিধায়ক ভুপেশ চৌবে। ২০২২ সালের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের সময় রবার্টসগঞ্জে এক নির্বাচনী প্রচারসভায় তিনি কান ধরে উঠবস করেছিলেন।

Title:উত্তরপ্রদেশের বিজেপি বিধায়কের কান ধরে উঠবস করে ভোট প্রার্থনার পুরনো ভিডিওকে বিহারের বিজেপি বিধায়কের দাবি করে শেয়ার
Fact Check By: Nasim AResult: False