মমতার রাজ্যবাসীকে গরিব থাকার বার্তা দেওয়ার ভিডিওটি সম্পাদিত
প্রতি বছরের ন্যায় এ বছরের ২১ জুলাই ধর্মতলায় শাসক দল তৃনমূল কংগ্রেস পালন করলো শহীদ সভা। সভাই উপস্থিত হতে ঢল নেমেছিল রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে দলীয় কর্মীদের। সভার প্রধান বক্তা ছিলেন তৃনমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি। উপস্থিত ছিলেন পঞ্চায়েত নেতা থেকে শুরু করে বিধায়ক, সাংসদরা। গেস্ট হিসেবে উপস্থিত ছিলেন সমাজবাদী পার্টির প্রধান আখিলেশ যাদব। তারপর থেকেই সোশ্যাল মিডিয়াই মুখ্যমন্ত্রীর একটি ভিডিও বিশাল ভাইরাল হচ্ছে যেখানে তিনি রাজ্যবাসিকে গরীব থাকার কথা বলছেন। পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে,”আমি চাই আপনারা গরীব থাকুন, শুধু আমার খোকা কোটিপতি হবে। "আমার খোকা লুটবে বঙ্গ করবে দেদার চুরি......... তোমার খোকা বেচবে পুজোয় চপ ঘুগনি ঝালমুড়ি।“
তথ্য যাচাই করে আমরা পেয়েছি দাবিটি মিথ্যা ও বিভ্রান্তিকর। ভাইরাল এই ভিডিওটি সম্পাদিত। আসলে তিনি জন প্রতিনিধিদের লোভ না করার হুশিয়ারি দিয়ে সততার কথা বলছিলেন।
তথ্য যাচাইঃ
এই দাবির সত্যতা যাচাই করতে আমরা প্রথমে ইউটিউবে “আমরা চাই আপনারা গরীব থাকুন” লিখে সার্চ করি। ফলে, সংবাদ মাধ্যম আজতক বাংলার ইউটিউব চ্যানেলে একটি ভিডিও উপস্থাপন পাওয়া যায়। ২১ জুলাই,২০২৪, তারিখের এই উপস্থাপনের মাঝেই মমতা ব্যানার্জির ভাষণের ভিডিওটি চালানো হয়। সেখানে মুখ্যমন্ত্রীকে বলছেন- “আমি আপনাদের বলব, আমি চাই, আমরা চাই, তৃণমূল কংগ্রেস, আমরা মানুষের সামাজিক বন্ধু হব। তৃণমূল কংগ্রেস মানুষের সামাজিক বন্ধু হবে। আমি বিবেকবান চাই, বিত্তবান চাই না। কেন জানেন? পয়সা আসে, চলে যায় - সেবার কোনও বিকল্প নাই। এটা মাথায় রাখবেন। মানুষের কাছে কাজ করে দেব, দরকার হলে নিজে গিয়ে তার দরখাস্তটা লিখে দেব - আমি অল মিউনিসিপালিটি, পঞ্চায়েত, এমএলএ, এমপিদের সকলকে বলব এখন থেকে কোনও অভিযোগ যেন কারোর বিরুদ্ধে দল না পায়। যদি কোনও অভিযোগ কারোর বিরুদ্ধে পায় আমরা কিন্তু উপযুক্ত অ্যাকশন নেব - এটা মাথায় রাখবেন। আমি চাই আপনারা গরিব থাকুন - মানে যা আছে ঘরে সেটা খেয়ে বেঁচে থাকুন, আমার লোভ করবার দরকার নেই। আমরা লোভী হতে চাই না, আমরা মানুষের বন্ধু হতে চাই। যতদিন আপনারা এই কাজটা করে যেতে পারবেন, ততদিন মনে রাখবেন আপনাদের কেউ সরাতে পারবে না, আপনাদের কেউ হঠাতে পারবে না।“
তারপর আমরা আরও নিশ্চিত হতে তৃনমূল কংগ্রেসের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে শহীদ সভায় মমতা ব্যানার্জির ভাষণের বক্তব্যটি খুঁজে দেখি। দেখা যায় এই সভার লাইভ সম্প্রচার করা হয়েছিল এই চ্যানেল থেকে। ৩:৩৮:১৪ মিনিট দীর্ঘ এই লাইভ সম্প্রচারের ২:৪৪:০৮ সেকেন্ডে মমতাকে ভাষণ দেওয়ার জন্য ডাকা হল। ২:৫৭:২০ থেকে উপরে বর্ণিত বাক্যগুলোই বলছেন। যা থেকে স্পষ্ট হয় যে, ফেসবুক পোস্টের ভাইরাল ভিডিওটি সম্পাদিত। তার ভাষণের প্রসঙ্গ সহ কিছু বাক্য বন্ধ ছাটাই করে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।
নিষ্কর্ষঃ
তথ্য যাচাই করে ফ্যাক্ট ক্রিসেণ্ডো এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে, রাজ্যবাসিকে গরিব থাকতে বলার ভিডিওটি সম্পাদিত এবং ফেসবুক পোস্টের দাবিটি মিথ্যা।
Title:মমতার রাজ্যবাসীকে গরিব থাকার বার্তা দেওয়ার ভিডিওটি সম্পাদিত
Fact Check By: Nasim AkhtarResult: Altered