
মুম্বইয়ের প্রধান বিমানবন্দরে চলমান প্রবল বর্ষণ এবং মেঘমালা-এর কারণে বিমান চলাচলে ব্যাপক বিঘ্ন ঘটেছে। আর এই প্রেক্ষিতে একটি বিমানবন্দের জলমগ্নের একটি ভিডিও সামাজিক মাধ্যমে বিশাল ভাইরাল হচ্ছে। ভিডিওটি শেয়ার করে সেটিকে মুম্বাই বিমানবন্দের ভিডিও বলে দাবি করা হচ্ছে।
ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে,”সমুদ্রের মাঝে মুম্বাই এয়ারপোর্ট। 😂 ডবল ইঞ্জিন সরকার 🤔।“
তথ্য যাচাইয়ের মাধ্যমে আমরা পেয়েছি ভাইরাল হওয়া জলমগ্ন বিমানবন্দরের ভিডিওটি মুম্বইয়ের নয়। এটি ২০২৩ সালের প্রবল বর্ষণের সময় চেন্নাই বিমানবন্দরের দৃশ্য, যেটিকে ভ্রান্তভাবে মুম্বই বিমানবন্দর বলে শেয়ার করা হচ্ছে।
তথ্য যাচাইঃ
এই দাবির সত্যতা যাচাই করতে ভিডিওর কি ফ্রেমগুলোকে গুগলে রিভার্স ইমেজ সার্চ করি। ফলস্বরুপ, ভিডিওর দৃশ্য সম্বলিত ‘হিন্দুস্তান টাইমস’-এর একটি প্রতিবেদন পাওয়া যায়। ৫ ডিসেম্বর,২০২৩, তারিখের এই প্রতিবেদনে বলা হয়েছে এটি চেন্নাই বিমানবন্দেরর দৃশ্য। সেই বছর ঘূর্ণিঝড় মিখাউনের প্রভাবে সাময়িকভাবে বন্ধ থাকা চেন্নাই আন্তর্জাতিক বিমানবন্দর এবং সাময়িকভাবে বিমান চলাচল বন্ধ হয়েছিল।
টাইমস অফ ইন্ডিয়া, টাইমস নাও সহ অন্যান্য সংবাদ মাধ্যমের উপস্থাপনেও এটিকে চেন্নাই বিমান বন্দরের দৃশ্য বলে জানানো হয়েছে।
তাছাড়া, ভিডিওর প্রথমেই দেখতে পাওয়া হলুদ বোর্ডে একটি স্থানাঙ্ক দেখতে পাওয়া যায়। দেখতে পাওয়া স্থানাঙ্কটি হল-12°59’5.9″N 80°9’47.686″E। গুগল ম্যাপ্স নিশ্চিত করে এটি চেন্নাই আন্তর্জাতিক বিমানবন্দর।
নিষ্কর্ষঃ তথ্য যাচাইয়ের মাধ্যমে ফ্যাক্ট ক্রিসেণ্ডো এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে, ভাইরাল হওয়া জলমগ্ন বিমানবন্দরের ভিডিওটি মুম্বইয়ের নয়। এটি ২০২৩ সালের প্রবল বর্ষণের সময় চেন্নাই বিমানবন্দরের দৃশ্য, যেটিকে ভ্রান্তভাবে মুম্বই বিমানবন্দর বলে শেয়ার করা হচ্ছে।

Title:২০২৩ সালের চেন্নাই বিমানবন্দরের ভিডিওকে মুম্বাইয়ের বর্ষায় প্লাবিত বিমানবন্দর বলে ভুলভাবে শেয়ার
Fact Check By: Nasim AkhtarResult: False