
সামাজিক মাধ্যম ফেসবুকে বলিউড সুপারস্টার অজয় দেবগন এবং তেলাঙ্গার কংগ্রেস মুখ্যমন্ত্রি রেভন্ত রেড্ডির একটি ছবি শেয়ার করে দাবি করা হচ্ছে যে, বলিউড তারকা কংগ্রেসে যোগদান করলেন।
ছবিতি শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে,”Ajay Devgn Join Congress… অভিনেতা অজয় দেবগন কংগ্রেসে যোগদান করলেন তেলেঙ্গানার মূখ্যমন্ত্রীর Anumula Revanth Reddy সাথে দেখা করলেন। Rahul Gandhi Priyanka Gandhi Vadra Indian National Congress – West Bengal Indian National Congress – Uttar Pradesh Indian National Congress তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডির সাথে গতকাল দেখা করেন বলিউড সুপার স্টার অজয় দেবগণ॥ সেই মুহূর্তের ভিডিও।“
তথ্য যাচাইয়ের মাধ্যমে আমরা পেয়েছি দাবিটি মিথ্যা।
তথ্য যাচাইঃ
এই দাবির সত্যতা যাচাই করতে আমরা প্রথমে গুগলে প্রাসঙ্গিক কীওয়ার্ড দিয়ে অনুসন্ধান করি। ফলস্বরূপ, অজয় দেবগনের কংগ্রেসে যোগদানের বিষয়ে কোনো প্রতিবেদন পাওয়া যায় না। অজয় দেবগনের মতো তারকা কংগ্রেসে যোগ দিলে তা নিঃসন্দেহে মুখ্যধারার আলোচনার বিষয় হতো এবং সংবাদমাধ্যমে প্রকাশ পেত। সংবাদ প্রতিবেদনে এই বিষয়ে তথ্যের অনুপস্থিতি থেকে ধারণা করা যায় যে, তার কংগ্রেসে যোগদানের দাবিটি মিথ্যা।
তারপর, আমরা ছবিগুলোকে গুগলে রিভার্স ইমেজ সার্চ করি। ফলস্বরুপ, এই ছবিকে ঘিরে অনেক সংবাদ প্রতিবেদন পেয়ে যায়। দৈনিক ভাস্কর-এর ৮ জুলাইয়ের প্রতিবেদন অনুযায়ী, ৭ জুলাই, সোমবার অজয় দেবগানতেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেভন্ত রেড্ডির সঙ্গে সাক্ষাৎ নয়াদিল্লিস্থ মুখ্যমন্ত্রী আবাসে গিয়েছিলেন। সেখানে তাঁকে ফুলের তোড়া ও বিশেষ চুনরি দিয়ে স্বাগত জানানো হয়। এই সাক্ষাতে দুজনে তেলেঙ্গানায় চলচ্চিত্র নির্মাণের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করেন। এই বৈঠকে অজয় দেবগন তেলেঙ্গানায় একটি বিশ্বমানের ফিল্ম স্টুডিও তৈরির প্রস্তাব দেন। এই স্টুডিওতে উন্নত অ্যানিমেশন, VFX এবং AI-চালিত স্মার্ট স্টুডিও পরিকাঠামো থাকবে। পাশাপাশি, অজয় তেলেঙ্গানায় একটি স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট শুরু করার কথাও বলেন।
প্রতিবেদন | আর্কাইভ |
তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীর দফতরের অফিসিয়াল ওয়েবসাইটেও এই সাক্ষাৎ সম্পর্কে একই তথ্য দেওয়া হয়েছে।
রেভান্ত রেড্ডির এক্স প্রোফাইল থেকেও এই ছবি শেয়ার করে জানিয়েছিলেন-অজয় দেবগনের সঙ্গে সাক্ষাতে হায়দরাবাদে এনিমেশন, VFX ও AI-চালিত ফিল্ম সিটি নিয়ে আলোচনা হয়েছে। তিনি নিজে বিনিয়োগে আগ্রহী ও ‘তেলেঙ্গানা রাইজিং’-এর ব্র্যান্ড দূত হতে চান। শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা আসবে।
নিষ্কর্ষঃ তথ্য যাচাইয়ের মাধ্যমে ফ্যাক্ট ক্রিসেণ্ডো এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে, তেলাঙ্গানার মুখ্যমন্ত্রী রেভন্ত রেড্ডির হাত ধরে অজয় দেবগনের কংগ্রেসে যোগদানের দাবিটি মিথ্যা।