
ক্ষেপণাস্ত্র হামলার ভিডিও শেয়ার করে সেটিকে পাকিস্তানের আক্রমনের পাল্টা জবাবে ভারতের হামলার ভিডিও বলে দাবি করা হচ্ছে। ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে,” 12.45.আজকেও পাকিস্তান ডোন্ট অ্যাটাক করছে, তার জবাবে ইন্ডিয়া পাল্টা জবাব। জয়হীন ভারত মাতা কি জয় পাকিস্তান আমাদের কাছে বাচ্চা।“
তথ্য যাচাইয়ের মাধ্যমে আমরা পেয়েছি আরমা ৩ ভিডিও গেমের সিমুলেশন ফুটেজকে ভুয়ো দাবির সাথে শেয়ার করা হচ্ছে।
তথ্য যাচাইঃ
ভিডিওর সত্যতা যাচাই প্রক্রিয়া শুরু করি ভাইরাল ভিডিওটির কয়েকটি স্ক্রিনশট নিয়ে রিভার্স ইমেজ সার্চ করে। ফলে, ভাইরাল ভিডিওটির মতো একটি ভিডিও ‘Compared Comparison’ নামক একটি ইউটিউব চ্যানেলে পাওয়া যায়। যেখানে ২০২২ সালের ১৯ ফেব্রুয়ারি তারিখে ভিডিওটি আপলোড করা হয়েছিল যার শিরোনামে লেখা হয়েছে,” “রাতে ব্যাপক কামান গোলাবর্ষণ – এমএলআরএস – নিরবিচারে হামলা – সামরিক সিমুলেশন – আরমা ৩।”
প্রসঙ্গত, Arma 3 একটি যুদ্ধভিত্তিক ভিডিও গেম, যা বাস্তবধর্মী যুদ্ধ পরিস্থিতির অনুকরণে ডিজাইন করা হয়েছে। এতে ব্যবহৃত গ্রাফিক্স এতটাই বাস্তবসম্মত যে অনেক সময় তা সত্যিকারের ভিডিও বলে বিভ্রান্তি তৈরি করে।
ভারত সরকারের তথ্য প্রচার এজেন্সি প্রেস ইনফরমেশন ব্যুরো (PIB) এর একটি এক্স পোস্টও পাওয়া যায় যেখানে জানানো হয়েছে, ভিডিওটি একটি ভিডিও গেম থেকে নেওয়া এবং এটি ইন্টারনেটে রয়েছে তিন বছরেরও বেশি সময় ধরে। এর বর্তমান ভারত–পাকিস্তান পরিস্থিতির সঙ্গে কোনো সম্পর্ক নেই।
নিষ্কর্ষঃ তথ্য যাচাইয়ের মাধ্যমে ফ্যাক্ট ক্রিসেণ্ডো এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে, দাবিটি মিথ্যা। ভিডিওটি একটি ভিডিও গেম থেকে নেওয়া এবং এর বর্তমান ভারত–পাকিস্তান পরিস্থিতির সঙ্গে কোনো সম্পর্ক নেই।

Title:ভারত-পাকিস্তান সংঘাতের প্রেক্ষাপটে আরমা ৩ গেমের ভিডিও বলে শেয়ার
Written By: Nasim AkhtarResult: False