
আরাবল্লি পর্বত সংরক্ষণ সংক্রান্ত সুপ্রিম কোর্টের সাম্প্রতিক নির্দেশকে ঘিরে দেশজুড়ে বিতর্ক শুরু হয়েছে। আদালতের নতুন ব্যাখ্যা ও সংজ্ঞায় কোন এলাকাকে ‘পর্বত’ হিসেবে ধরা হবে, তা নিয়ে পরিবেশবিদদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। আশঙ্কা করা হচ্ছে যে এই সংজ্ঞার ফলে আরাবল্লির অনেক অংশ আইনি সুরক্ষার বাইরে চলে যেতে পারে। এই নিয়ে দেশের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ প্রদর্শন চলছে। আর এই সার্বিক প্রেক্ষিতে একটি ভিডিও শেয়ার করা হচ্ছে যে, ভিডিওটিতে দেখা যাচ্ছে রাজস্থানের কৃষকরা আরাবলি পাহাড় রক্ষার দাবিতে একটি বিশাল বিক্ষোভ সমাবেশ করছে।
ভিডিও পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে,”কৃষক আন্দোলন গর্জে উঠেছে রাজস্থানে🔥🔥 এসবই কেন্দ্র সরকারের ব্যর্থতা 😵💫 #ShameOnBJPGOVT #FarmersProtest #viral #followerseveryone।“
তথ্য যাচাইয়ের মাধ্যমে আমরা পেয়েছি ভাইরাল ভিডিওর ক্লিপগুলি পুরানো এবং আরাবলি পাহাড়ের সুরক্ষার দাবিতে চলমান বিক্ষোভের সাথে সম্পর্কিত নয়।
তথ্য যাচাইঃ
ভিডিওটি পর্যবেক্ষণের মাধ্যমে আমরা বুঝেছি ভিডিওটি দুটি ভিন্ন ভিন্ন ভিডিওর কোলাজ। এক এক করে দুটো ভিডিওর কি ফ্রেমগুলোকে গুগলে রিভার্স ইমেজ সার্চ করি। ফলস্বরুপ, ভিডিওর আসল উৎস পেয়ে যায়।
প্রথম ভিডিওঃ
ভিডিওটি “Divyavarhadmarathi’ নামক ইউটিউব চ্যানেলে ১ আগস্ট,২০২৫, তারিখে আপলোড করা হয়েছে এবং জানানো হয়েছে- ভিডিওটিতে খামগাঁও থেকে শেগাঁও পর্যন্ত গজানন মহারাজকে ঘিরে বিপুল সংখ্যক ভক্তের সমাগম দেখা যাচ্ছে।
আমরা ভিডিওটির একটি দীর্ঘতর সংস্করণ পেয়েছি, যা ৩১ জুলাই ২০২৫ তারিখে “Divya Varhad Marathi” ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়েছে এবং শিরোনামে লেখা হয়েছে,”পালখির সঙ্গে বহু ভক্তের পদযাত্রা। খামগাঁও–শেগাঁও পথে ড্রোনে তোলা ভিডিও।“
ভাইরাল ক্লিপ ও ইউটিউব ভিডিও থেকে নেওয়া স্ক্রিনশটগুলোর মধ্যে একটি তুলনামুলক ফ্রেম নিচে দেওয়া হল যা থেকে স্পষ্ট হয় যে ভাইরাল ভিডিওটি পুরোনো এবং আরাবল্লি পর্বত প্রতিবাদের সঙ্গে সম্পর্কিত নয়।

দ্বিতীয় ভিডিওঃ
“all_about_phaltan’ নামক ইন্সতা পেজ থেকে ২২ জুন,২০২৫, তারিখে পোস্ট করে জানানো হয়েছে,”ভিডিওটি ভারতের মহারাষ্ট্রের হিন্দকেশ্বরী পেডগাঁও ময়দানের।“
অন্য এক ইন্সতা প্রোফাইল maharashtra_king_mathur___1001- থেকেও এই ভিডিওটি ২৮ জুন ২০২৫ তারিখে পোস্ট করে ক্যাপশনে এটি মহারাষ্ট্রের ‘পেডগাঁও হিন্দকেশরী ময়দান’-এ ধারণ করা হয়েছে বলে জানানো হয়েছে।
আরও স্পষ্টতা আনতে, আমরা ভাইরাল ভিডিওটির সঠিক অবস্থান নির্ধারণের জন্য Google Maps-এর সাহায্যে জিও-লোকেশন বিশ্লেষণ করেছি। ভিডিওতে একটি বিশেষ ধরনের পাহাড় বা উঁচু টিলা স্পষ্টভাবে দৃশ্যমান ছিল। আমরা সেটি গুগল ম্যাপসে ২০২৫ সালের জুন মাসে ‘হিন্দকেশরী পেডগাঁও ময়দান’, মহারাষ্ট্র থেকে আপলোড হওয়া একটি ছবির সঙ্গে মিলিয়ে দেখি। উভয় ছবিতে একই ধরনের প্রাকৃতিক দৃশ্যপট ও পাহাড়ের অবস্থান মিলে যাওয়ায় নিশ্চিত হওয়া যায় যে ভিডিওটি বিহারের নয়, বরং মহারাষ্ট্রের সাতারা জেলার পেডগাঁও-এ ধারণ করা হয়েছে।

এই ভিডিওটি আগেও ভুয়ো দাবির সঙ্গে ভাইরাল হয়েছিল, যার সত্যতা আমরা আগেই যাচাই করেছিলাম। সেই প্রতিবেদনটি পড়তে এখানে ক্লিক করুন।
নিষ্কর্ষঃ তথ্য যাচাইয়ের মাধ্যমে ফ্যাক্ট ক্রিসেণ্ডো এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে, ভাইরাল ভিডিও রাজস্থানের কৃষকদের আরাবল্লি পর্বত রক্ষার দাবিতে বড় কোনো মিছিলের দৃশ্য নয়। ভিডিওর ক্লিপগুলো পুরোনো এবং চলমান প্রতিবাদের সঙ্গে সম্পর্কিত নয়।
Title:অপ্রাসঙ্গিক এবং পুরোন দুটি ভিন্ন ভিডিওর কোলাজকে আরাবল্লি পর্বত সংরক্ষণ বিক্ষোভ প্রদর্শন দাবি করে শেয়ার
Fact Check By: Nasim AkhtarResult: False

