না, ভিডিওটি ইরান কর্তৃক ইজরায়েলের ওপর ক্ষেপণাস্ত্র হামলার ভিডিও নয় 

False International

চলমান ইজরায়েল- প্যালেস্টাইন সংঘাতের মাঝে চলতি মাসের ১ তারিখে ইরান ২০০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে হামলা করেছে ইজরায়েলকে। এই আবহে ২২ সেকেন্ডের একটি ভিডিও শেয়ার করে সেটিকে ইরানের হামলার ভিডিও দাবি করে ক্যাপশনে লেখা হয়েছে,”ইজরায়েল ইরান যুদ্ধ ইজরায়েলের কিছু ভূখণ্ডে হামলা।“ পোস্টের এই ভিডিওতে হিন্দি ভাষায় এক সংবাদ উপস্থাপনের মত করে একজনকে ইজরায়েল-লেবানন- ইরান হামলার খবর উপস্থাপন করতে শোনা যাচ্ছে।  

তথ্য যাচাই করে আমরা পেয়েছি দাবিটি মিথ্যা। ভিডিওটি সাম্প্রতিক ইরান-ইজরায়েল হামলার সাথে সম্পর্কিত নয়।

ফেসবুক পোস্ট 

তথ্য যাচাইঃ  

ভিডিওতে দেখতে পাওয়া ‘@imrank6987’ ইন্সতা আইডিকে সূত্র ধরে সেই ইন্সতা প্রোফাইলটি খুঁজে বের করি এবং এই প্রোফাইলে ভাইরাল এই ফেসবুক পোস্টের ভিডিওটিকে খুঁজে দেখার চেষ্টা করি।  ফলে, ভিডিওটি পেয়েও যায়। দেখতে পাই, ভিডিওটি ২ আগস্ট তারিখে পোস্ট করা হয়েছে এবং ক্যাপশনে প্যালেস্তাইনের সমর্থনে কয়েকটি হ্যাসট্যাগ ব্যবহার করা হয়েছে। লক্ষ্যনিয় যে, এই ইন্সতা প্রোফাইলে ইজ্রাএল-লেবানন-ইরান হামলা সম্পর্কে কোন কমেন্ট্রি শোনা যাচ্ছে না। 

যা থেকে স্পষ্ট হয় যে, ভিডিওটি দুই মাস আগে থেকেই ইন্টারনেটে উপলব্ধ রয়েছে। অর্থাৎ, সাম্প্রতিক ইরান- ইজরায়েল সংঘাতের সাথে সম্পর্কিত নয়। 

https://www.instagram.com/p/C-K5WxDNteg

তারপর, ভিডিওটির আসল উৎস খুঁজতে ২২ সেকেন্ডের এই ভিডিওটি আবার ভালোভাবে পর্যবেক্ষণ করি। ভিডিওটি দুটি ভিন্ন ভিন্ন ভিডিওর কোলাজ তা স্পষ্ট হয়। প্রথম ৯ সেকেন্ড হল একটি অংশ এবং বাকি অংশটুকু অন্য একটি ভিডিও। 

ভিডিও দুটোর আসল খুঁজতে তার কি ফ্রেমগুলো গুগল রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে আমাদের অনুসন্ধান প্রক্রিয়া শুরু করি। 

প্রথম ৯ সেকেন্ডের ভিডিও ক্লিপঃ 

হুবহু এই ভিডিওটি খুঁজে না পাওয়া গেলেও একই রকমের দৃশ্য সম্বলিত একটি ভিডিও পাওয়া যায়। যেখানে, ভিডিওর ন্যায় আকাশে লাল শিখা এবং আতশবাজির দৃশ্য দেখতে পাওয়া যায়। ২০২০ সালে পোস্ট করা এই ভিডিওর সাথে দেওয়া তথ্য অনুযায়ী ভিডিওটি আলজেরিয়ান ফুটবল ক্লাবের শিরোপা জয় উদযাপন করা সমর্থকদের সম্পর্কিত ভিডিও। 

১০-২২ সেকেন্ডের ভিডিও ক্লিপঃ  

এই অংশে একটি বহুতল বিল্ডিং-এ আগুন দাউদাউ করে জ্বলতে দেখা যাচ্ছে। ‘বিবিসি’র ২৩ ফেব্রুয়ারি,২০২৪, তারিখের প্রতিবেদন অনুযায়ী, স্পেনের ভ্যালেন্সিয়া শহরের ১৪তলা অ্যাপার্টমেন্টে ভয়াবহ অগ্নিকান্ড ঘটেছিলো। এই ঘটনায় অন্তত ৫ জন মারা গেছিল। 

প্রতিবেদন আর্কাইভ 

আরও দেখুনঃ 

নিষ্কর্ষঃ

তথ্য যাচাইয়ের মাধ্যমে ফ্যাক্ট ক্রিসেন্ডো এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে, ইরান কর্তৃক ইজরায়েলের উপর হামলার নামে ভাইরাল এই ভিডিওটি আসলে ভিন্ন ভিন্ন দুটি পুরনো ঘটনার কোলাজ। ভিডিওটি সাম্প্রতিক ইরান-ইজরায়েল হামলার সাথে সম্পর্কিত নয়।

Avatar

Title:না, ভিডিওটি ইরান কর্তৃক ইজরায়েলের ওপর ক্ষেপণাস্ত্র হামলার ভিডিও নয়

Written By: Nasim A  

Result: False


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *