
ট্রেন দুর্ঘটনার একটি ছবি সম্প্রতি সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম ফেসবুকে শেয়ার করে সেটিকে মহারাষ্ট্রের জলগাও-এর ট্রেন দুর্ঘটনার দৃশ্য বলে দাবি করা হচ্ছে। ছবিতে তিনটি ট্রেন দেখা যাচ্ছে যার মধ্যে দুটি ট্রেন একে ওপরের উঠে আছে আবার কিছুটা অংশ রেল লাইনের উপরেই মুচড়ে আছে।
মর্মান্তিক এই ছবি শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে,”মহারাষ্ট্রের জল গাওতে ভয়া বহু ট্রেন দুর্ঘটনা।“
তথ্য যাচাইয়ের মাধ্যমে আমরা পেয়েছি, ট্রেন দুর্ঘটনার এই ছবিটি মহারাষ্ট্রের জলগাওতে ট্রেন দুর্ঘটনার নয়। ছবিটি ২০২৩ সালের জুন মাসের প্রথম দিকে উড়িষ্যার বালেশ্বরে করমণ্ডল এক্সপ্রেসের ট্রেন দুর্ঘটনার।
তথ্য যাচাইঃ
এই দাবির সত্যতা যাচাই করতে ছবিটিকে গুগলে রিভার্স ইমেজ সার্চ করি। ফলে, এই ছবিকে ঘিরে অনেক সংবাদ প্রতিবেদন পেয়ে যায়। প্রতিবেদন গুলো অনুযায়ী, ২০২৩ সালের ২ জুনে উড়িষ্যার বালেশ্বরে করমণ্ডল এক্সপ্রেসের ট্রেন দুর্ঘটনার। চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেস ট্রেনটি লাইনচ্যুত হয়েছিলো এবং একই সময় উল্টো দিক থেকে আসা বেঙ্গালুরু-হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনায় পড়েছিল। এছাড়া একটি মালগাড়িও দুর্ঘটনার শিকার হয়। এই ঘটনায় মোট ২৯৭ জনের মৃত্যু হয়েছিল।
জলগাও ট্রেন দুর্ঘটনাঃ
মুম্বইগামী পুশপাক এক্সপ্রেসের ১৩ জন যাত্রী যারা ট্রেন থামানোর জন্য চেন পুলিং করেছিলেন এবং নিরাপত্তার কারণে ট্রেন থেকে নেমে গিয়েছিলেন। সেই সময় তাদের ওপর বিপরীত দিক থেকে আসা আরেকটি ট্রেন সেই যাত্রীদের পিষে চলে যায়। এই হৃদয়বিদারক দুর্ঘটনাটি মহারাষ্ট্রের জলগাঁও জেলায় ২২ জানুয়ারির সন্ধ্যায় ঘটেছে। দুর্ঘটনায় ১৩ জন যাত্রী নিহত হন। এছাড়া আরও ১০ জন যাত্রী আহত হন তাদের মধ্যে ৪ জনের অবস্থা গুরুতর। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং পুলিশ প্রশাসন ঘটনার তদন্ত শুরু করেছে।
নিষ্কর্ষঃ তথ্য যাচাইয়ের মাধ্যমে ফ্যাক্ট ক্রিসেন্ডো এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে মহারাষ্ট্রের জলগাওতে ট্রেন দুর্ঘটনার নামে শেয়ার করা ছবিটি আসলে উড়িষ্যার বালেশ্বরে করমণ্ডল এক্সপ্রেসের ট্রেন দুর্ঘটনার।

Title:উড়িষ্যার বালেশ্বরে করমণ্ডল এক্সপ্রেসের ট্রেন দুর্ঘটনার পুরনো ছবিকে সম্প্রতির জলগাও ট্রেন দুর্ঘটনার দাবিতে শেয়ার
Fact Check By: Nasim AkhtarResult: Misleading