পহেলগাম হামলার প্রসঙ্গে ভারতীয় সেনার জঙ্গির মৃতদেহ টেনে নেওয়ার পুরনো ভিডিও শেয়ার 

False Social

পহেলগামে নৃশংস সন্ত্রাসী হামলার পর প্রধানমন্ত্রী মোদীর সভাপতিত্বে কেন্দ্রীয় নিরাপত্তা কমিটির (CCS) বৈঠকে বেশ কিছু কূটনৈতিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তারপরেও, পাল্টা আক্রমনের দাবি নিয়ে সামাজিক মাধ্যমগুলোতে মতামতের বন্যা নেমেছে। জম্মু কাশ্মীরে সেনাবাহিনীর সংখ্যা আরও বাড়িয়ে করা নজর ও হামলার সাথে যুক্ত আতঙ্কবাদীদের তল্লাশি চলমান। এই সার্বিক প্রেক্ষিতে দুটি ভিডিওর একটি কোলাজ যেখানে সেনাবাহিনীদের দ্বারা একটি মৃত দেহকে মাটিতে টেনে হিঁচড়ে নিয়ে দেখা যাচ্ছে, তা শেয়ার করে দাবি করা হচ্ছে যে, ভিডিওটি সাম্প্রতির। সাম্প্রতিক পহেলগাম হামলার পর পাল্টা আক্রমনে নিহত সন্ত্রাসীর মৃত দেহ এরকম ভাবে টেনে নিয়ে যাচ্ছে ভারতীয় সৈন্য।  

ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে,”ট্রিটমেন্ট শুরু হয়েগেছে 🔥 ভারতীয় সেনাদের স্যালুট জানাই এত সুন্দর দৃশ্য দেখানোর জন্য।“  

তথ্য যাচাইয়ের মাধ্যমে আমরা পেয়েছি ভাইরাল এই কোলাজ ভিডিওটি সাম্প্রতিক পহেলগাম সন্ত্রাসী হামলার সাথে সম্পর্কিত নয়। 

ফেসবুক পোস্ট 

তথ্য যাচাইঃ 

এই দাবির সত্যতা যাচাই করতে আমরা ভিডিওর স্ক্রিনশটকে গুগলে রিভার্স ইমেজ সার্চ করি। ফলে, হুবহু দৃশ্য সম্বলিত একটি সংবাদ উপস্থাপন ABP News’-এর ইউটিউব চ্যানেলে পেয়ে যায়। ১৩ সেপ্টেম্বর,২০১৮, তারিখে আপলোড করা এই উপস্থাপনের শিরোনামে লেখা হয়েছে,”বিশেষ প্রতিবেদন: ঝাজ্জর কোটলিতে ৩০ ঘণ্টায় তিন জঙ্গি গুলিতে নিহত।“ 

এই উপস্থাপন অনুযায়ী, জম্মুর কাকরিয়াল এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে জইশ-ই-মোহাম্মদের ৩ জঙ্গি নিহত হয়েছিল। সংঘর্ষে ১২ জন নিরাপত্তা কর্মী আহত হয়েছিলেন। ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় লোকজন ও সাংবাদিকদেরও গুলির মধ্যে পড়ে আশ্রয় নিতে হয়েছিল। 

সংশ্লিষ্ট কোলাজ ভিডিওর দ্বিতীয় অংশের ভিডিওর কি ফ্রেমটিকেও একই রকম ভাবে গুগলে রিভার্স ইমেজ সার্চ করি। ফলস্বরুপ, একই দৃশ্য সম্বলিত একটি সংবাদ উপস্থাপন ‘Zee 24 Taas’-এর ইউটিউব চ্যানেলে পেয়ে যায়। ভিডিওটি ১৫ সেপ্তেম্বর,২০১৮, তারিখে আপলোড করা হয়েছে। 

উপরোক্ত, তথ্যের ভিত্তিতে প্রমানিত হয় যে, ভিডিওটি সাম্প্রতিক পহেলগাম সন্ত্রাসী হামলার সাথে সম্পর্কিত নয়। ভিডিওটি ২০১৮ সালের। 

নিষ্কর্ষঃ  তথ্য যাচাইয়ের মাধ্যমে ফ্যাক্ট ক্রিসেণ্ডো এই সিদ্ধান্ত উপনীত হয়েছে যে, ভিডিওটি সাম্প্রতিক পহেলগাম সন্ত্রাসী হামলার সাথে সম্পর্কিত নয়। ভিডিওটি ২০১৮ সালের। 

Avatar

Title:পহেলগাম হামলার প্রসঙ্গে ভারতীয় সেনার জঙ্গির মৃতদেহ টেনে নেওয়ার পুরনো ভিডিও শেয়ার

Fact Check By: Nasim Akhtar 

Result: False


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *