
পহেলগামে সন্ত্রাসী হামলার জবাবে পাকিস্তান ও পাক-অধিকৃত জম্মু-কাশ্মীরে ৯টি স্থানে জঙ্গি পরিকাঠামো লক্ষ্য করে ‘প্রিসিশন স্ট্রাইক’ চালিয়েছে ভারতীয় সেনা। প্রতিরক্ষা মন্ত্রকের বিবৃতি অনুযায়ী, যে সমস্ত স্থানে বসে ভারতে সন্ত্রাসবাদী হামলার পরিকল্পনা এবং নির্দেশ দেওয়া হয়েছিল, সেগুলিকেই লক্ষ্য করে আঘাত হানা হয়েছে। এই অভিযানের নাম দেওয়া হয়েছে ‘অপারেশন সিঁদুর’। পাকিস্তানের ইন্টার-সার্ভিস পাবলিক রিলেশন্সের মহাপরিচালক (ডিরেক্টর জেনারেল) এক সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন, এই হামলায় আট জন নিহত হয়েছে। এই সার্বিক পরিস্থিতির মধ্যে একটি ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে যে, সেটি পাকিস্তানে ভারতীয় বাহিনীর মিসাইল হামলার দৃশ্য।
ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে,”অপারেশন” সিন্দুর” ইন্ডিয়ান আর্মি জিন্দাবাদ। পাকিস্তানের ১০০ কিলোমিটার ভেতরে ঢুকে গুড়িয়ে দিল বাঙ্কার ভারতীয় সেনাবাহিনী।“
তথ্য যাচাইয়ের মাধ্যমে আমরা পেয়েছি দাবিটি ভুয়ো। ইজরায়েলের গাজার ইন্দোনেশিয়ান হাসপাতালে হামলার ভিডিওকে বিভ্রান্তিকর দাবির সাথে শেয়ার করা হচ্ছে।
তথ্য যাচাইঃ
এই দাবির সত্যতা যাচাই করতে ভিডিওটিকে ভালো করে পর্যবেক্ষণ করি। ভিডিওর নীচে রয়েছে একটি লোগো এবং ডান দিকের উপরে আরবিতে কিছু লেখা রয়েছে। গুগল রিভার্স ইমেজ নিশ্চিত করে লোগোটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ‘আল জাজিরা’র এবং আরবিতে লেখা বাক্যটির মানে হল- ইন্দোনেশিয়ার হাসপাতাল, একটু আগে।
উপরোক্ত তথ্য মাথায় রেখে গুগলে প্রাসঙ্গিক কী-ওয়ার্ড সার্চ করে আল জাজিরার ইউটিউব চ্যানেলে একটি অনুরূপ ভিডিও পাওয়া যায়, যা ২০২৩ সালের ৯ নভেম্বর আপলোড করা হয়েছিল। ভিডিওটিতে উল্লেখ করা হয়েছে যে এটি ইসরায়েলের গাজার ইন্দোনেশিয়া হাসপাতালে হামলার দৃশ্য।
সংশ্লিষ্ট ভিডিওকে কেন্দ্র করে আল জাজিরার সংবাদ উপস্থাপনেও একই তথ্য জানানো হয়েছে যে, এটি গাজার ইন্দোনেশিয়া হাসপাতালে হামলার দৃশ্য। এই হামলা ইসরায়েল চালিয়েছিল।
আরব নিউজ প্রতিবেদন | আর্কাইভ |
নিষ্কর্ষঃ তথ্য যাচাইয়ের মাধ্যমে ফ্যাক্ট ক্রিসেন্ডো এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে, বোমা হামলার ভিডিওটি ভারতের পাকিস্তানের উপর হামলার সঙ্গে সম্পর্কিত নয়। এটি ২০২৩ সালের ৯ নভেম্বর ইসরায়েলের গাজার ইন্দোনেশিয়া হাসপাতালে হামলার দৃশ্য।

Title:গাজার ইন্দোনেশিয়ান হাসপাতালে হামলার পুরনো ভিডিওকে ‘অপারেশন সিন্দুর’ অভিযানের দাবিতে শেয়ার
Written By: Nasim AkhtarResult: False