
ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় বারের মত এবং আমেরিকার ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছে। তার এই ঐতিহাসিক জয়ের পর মোদী, বেঞ্জামিন নেতান্যাহু সহ বিশ্ব নেতারা অভিনন্দন বার্তা সোশ্যাল মিডিয়াই পোস্ট করেছেন। ভোটের ফলাফলে ট্রাম্পের জয় নিশ্চিত হওয়ার পর তিনি বিজয় ভাষণ দিয়েছেন এবং সেই ভাষণের একটি ক্লিপ সামাজিক মাধ্যম প্লাটফর্মগুলোতে শেয়ার করে দাবি করা হচ্ছে, ডোনাল্ড ট্রাম্পের বিজয়ী ভাষণে মোদী-মোদি স্লোগান উঠেছে। ভিডিওর ক্লিপে ট্রাম্প বলছেন,’মেক আমেরিকা হেলদি অ্যাগেইন” অর্থাৎ ‘আমেরিকাকে আবার সুস্থ করে তুলুন’ এবং তারপরেই স্লোগান ওঠে যা অনেকটা শূনতে মোদী-মোদী লাগছে।
এই ভিডিও ক্লিপ শেয়ার এক ফেসবুক ব্যবহারকারী লিখেছেন,”আজ জেতার পর ডোনাল্ড ট্রাম্পের সভায় উঠল মোদি মোদি স্লোগান। জয় শ্রী রাম ।“
তথ্য যাচাই করে আমরা পেয়েছি ডোনাল্ড ট্রাম্পের বিজয়ী সভায় মোদী-মোদী স্লোগান ওঠার দাবিটি মিথ্যা। ট্রাম্প তার বিজয়ী ভাষণে মোদীর নাম একবারের জন্যও উচ্চারন করেনি। জনতা মোদী-মোদি’ নয় বরং ট্রাম্পের মিত্র রবার্ট এফ কেনেডি জুনিয়রকে নিয়ে ‘ববি-ববি’ স্লোগান দিচ্ছিল।
তথ্য যাচাইঃ
এই দাবির সত্যতা যাচাই করতে আমরা ট্রাম্পের বিজয় ভাষণের সম্পূর্ণ ভিডিওটি খুঁজে যেখানে তিনি ‘মেক আমেরিকা হেলদি অ্যাগেইন’ বলছেন, সেই জায়গাটি নির্দিষ্ট করি। ঠিক ১৯:৩৭ মিনিটে তিনি এই বাক্যটি উচ্চারণ করেন, এবং এর পরপরই স্লোগান শুরু হয়। এই স্লোগানের প্রসঙ্গ বুঝতে ভিডিওটি কয়েক মিনিট আগে থেকেই দেখা শুরু করি। ১৯;২০ মিনিট থেকে তিনি বলছেন,”So I just want to say that on behalf of this great group of people, these are hard-working people, these are fantastic people, and we can add a few names, like Robert F. Kennedy Jr., and he’s going to help make America healthy again…
(SLOGAN)
And he’s a great guy, and he really means it. He wants to do some things, and we’re going to let him go to it. I just said, ‘But Bobby, leave the oil to me. We have more liquid gold, oil and gas. We have more liquid gold than any country in the world, more than Saudi Arabia. We have more than Russia. Bobby, stay away from the liquid gold. Other than that, go have a good time, Bobby.”
অর্থাৎ, এই মহান মানুষের দলটির পক্ষ থেকে বলতে চাই যে এরা কঠোর পরিশ্রমী মানুষ, অসাধারণ মানুষ, এবং আমরা কয়েকটি নাম যোগ করতে পারি, যেমন রবার্ট এফ. কেনেডি জুনিয়র। তিনি আমেরিকাকে আবার সুস্থ করে তুলতে সাহায্য করতে চান।
(স্লোগান)
তিনি একজন দারুণ মানুষ, এবং তিনি সত্যিই মন থেকে এই কাজটি করতে চান। আমি তাকে বলেছি, ‘কিন্তু ববি, তেলটা আমার জন্য রেখে দাও। আমাদের কাছে বিশ্বের যেকোনো দেশের চেয়ে বেশি তরল সোনা, তেল ও গ্যাস রয়েছে। সৌদি আরব থেকেও বেশি। রাশিয়ার থেকেও বেশি। ববি, তরল সোনার থেকে দূরে থাকো। এর বাইরে, যা খুশি করো। মজা করো, ববি।’
জনতা আসলে রবার্ট এফ. কেনেডি জুনিয়র-এর ডাকনাম ‘ববি’ উচ্চারণ করছিল, যা “মোদী”র মতো শোনা যাচ্ছে।
এমনকি, ট্রাম্প তার পুরো ভাষণে একবারের জন্য মোদী নাম উচ্চারণ করেননি।
ট্রাম্পের বিজয়ী ভাষণে তার মুখে ‘রবার্ট এফ. কেনেডি জুনিয়র’ এবং তার ডাকনাম ‘ববি’ কে নিয়ে কথা বলা নিয়ে বেশকিছু সংবাদ প্রতিবেদনও পাওয়া যায়।
ট্রাম্পের বিজয়ী ভাষণের দি নাইটলি’ সহ অন্যান্য সংবাদ মাধ্যমের ট্রান্সক্রিপ্টেও জানানো হয়েছে যে, ববি-ববি স্লোগান উঠেছিল।
নিষ্কর্ষঃ তথ্য যাচাইয়ের মাধ্যমে ফ্যাক্ট ক্রিসেণ্ডো এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে, ট্রাম্পের বিজয়ী সভায় মোদী-মোদী স্লোগান ওঠার দাবিটি মিথ্যা। জনতা মোদী-মোদি’ নয় বরং ট্রাম্পের মিত্র রবার্ট এফ কেনেডি জুনিয়রকে নিয়ে ‘ববি-ববি’ স্লোগান দিচ্ছিল।