
দুই দিনের ভারত সফরে থাকা রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভগবদ গীতার রুশ অনুবাদের একটি কপি উপহার দেন। এই প্রসঙ্গে সামাজিক মাধ্যম ফেসবুকে একটি ছবি বিশাল ভাইরাল হচ্ছে যেখানে রুশ রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনকে বিমানে বসে ভগবদ গীতা হাতে দেখা যাচ্ছে। যা শেয়ার করে দাবি করা হচ্ছে যে, রাষ্ট্রপতি পুতিন শ্রীমদ্ভগবত গীতা পাঠ করছেন।
পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে,”পুতিনের গীতাপাঠ রাষ্ট্রপতি পুতিন শ্রীমদ্ভগবত গীতা পাঠ করছেন। এমনই এক ছবি পোস্ট করেছে রুশ আর্মি। সেই ছবি পোস্ট করে লেখা হয়েছে, ‘ভারতের দেওয়া এক অপূর্ব উপহার শ্রীমদ্ভগবত গীতা।“
তথ্য যাচাইয়ের মাধ্যমে আমরা জানতে পেরেছি, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিমানে বসে ভগবদ গীতা পাঠের যে ছবিটি ভাইরাল হয়েছে, সেটি এআই দ্বারা নির্মিত।

তথ্য যাচাইঃ
এই দাবির সত্যতা যাচাই করতে আমরা প্রথমে গুগলে প্রাসঙ্গিক কি ওয়ার্ড সার্চের করি। ফলস্বরুপ, প্রধানমন্ত্রীর একটি এক্স পোস্ট পাওয়া যায় যেখানে রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনকে ভগবদ গীতার একটি কপি উপহার দিতে দেখা যাচ্ছে। পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে,”আমি রাশিয়ার রাষ্ট্রপতি পুতিনকে ভগবদ গীতার রুশ ভাষার একটি কপি উপহার দিয়েছি। গীতার শিক্ষাগুলি সারা বিশ্বের লক্ষ লক্ষ মানুষকে অনুপ্রাণিত করে।“
ভাইরাল ছবিটি ভালো করে পর্যবেক্ষণ করলে দেখা যায়, এতে এআই নির্মিত ছবির কিছু স্পষ্ট লক্ষণ রয়েছে। যেমন, অস্বাভাবিক আলো, অস্বচ্ছ ছায়া এবং পুতিনের আঙুলের অস্বাভাবিক গঠন। এ ধরনের অসঙ্গতি সাধারণত এআই দিয়ে তৈরি ছবিতে দেখা যায়।

আমরা এআই সনাক্তকরণ ওয়েবসাইট Hive Moderation-এ ছবিটি যাচাই করে দেখি যে এটি এআই দ্বারা তৈরি হওয়ার সম্ভাবনা ৯৯.৯ শতাংশ।

নিষ্কর্ষঃ তথ্য যাচাইয়ের মাধ্যমে ফ্যাক্ট ক্রিসেণ্ডো এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিমানে বসে শ্রীমদ্ভগবত পাঠের ভাইরাল ছবিটি এআই নির্মিত।
Title:রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের গীতা পাঠের ছবিটি এআই নির্মিত
Fact Check By: Nasim AkhtarResult: Altered

