
২০২২ সালে ভারত জড়ো যাত্রার সময় সেনাবাহিনী সম্পর্কে করা এক অশালীন মন্তব্যের মামলায় শুনানির জন্য সাম্প্রতিক ১৫ জুলাইয়ে লখনউ আদালত গিয়েছিলেন এবং সেই মামলায় তাকে জামিন দেওয়া হয়েছে। এই প্রেক্ষিতে রাহুল গান্ধীর আদালতে উপস্থিত থাকার একটি ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হচ্ছে যা শেয়ার করে দাবি করা হয়েছে,”মানহানির মামলায় জামিন প্রদানকারী বিচারকের সঙ্গে সেলফি তুলছেন রাহুল গান্ধী।“
তথ্য যাচাইয়ের মাধ্যমে আমরা পেয়েছি ভাইরাল ছবিতে যিনি সেলফি তুলছেন তিনি আসলে লখনউ আদালতের একজন আইনজীবী সৈয়দ মাহমুদ হাসান, বিচারক নন।
তথ্য যাচাইঃ
এই দাবির সত্যতা যাচাই করতে আমরা ছবিটিকে গুগলে রিভার্স ইমেজ সার্চ করি। ফলস্বরুপ, এই ছবি কেন্দ্রিক অনেক সংবাদ প্রতিবেদন পেয়ে যায়। নিউজ২৪-এর প্রতিবেদন অনুযায়ী, সেলফিতে দেখা কালো কোট পরিহিত ব্যক্তির নাম সৈয়দ মাহমুদ হাসান যিনি ২০০৬ সাল থেকে লখনউ জেলা আদালতে একজন আইনজীবী হিসেবে কাজ করছেন।
সৈয়দ মাহমুদ হাসান, নিউজ২৪-এর সাথে কথা বলার সময় জানান, “আমি আমার নিজের মামলার জন্য আদালতে গিয়েছিলাম। সেই সময়েই রাহুল গান্ধীও সেখানে আসেন। অনেকেই তাঁর সঙ্গে সেলফি তুলছিলেন। তখন আমার এক বন্ধু আমার একটি ছবি তোলে। পরে সে ছবিটি আমাকে পাঠায় আর আমি সেটা ফেসবুকে পোস্ট করি। আমি রাহুল গান্ধীর আইনজীবী নই, বিচারকও নই। হ্যাঁ, আমি আইন পেশায় যুক্ত, সেই কারণেই আমি আদালতে উপস্থিত ছিলাম।“
সংবাদ প্রতিবেদন অনুযায়ী, লখনউ আদালতে রাহুল গান্ধীর মামলার শুনানি বিচারক আলোক বর্মার অধীনে হয়েছিল।
আমরা এলাহাবাদ হাইকোর্টের ওয়েবসাইটে বিচারক আলোক বর্মার আসল ছবি পায় যা নিশ্চিত করে যে ভাইরাল ছবিতে যিনি আছেন, তিনি আলোক বর্মা নন।
নিষ্কর্ষঃ তথ্য যাচাইয়ের মাধ্যমে ফ্যাক্ট ক্রিসেণ্ডো এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে, ভাইরাল ছবিতে যিনি রাহুল গান্ধীর সাথে সেলফি তুলছেন তিনি লখনউ আদালতের বিচারক নন। তিনি আসলে লখনউ আদালতের একজন আইনজীবী, সৈয়দ মাহমুদ হাসান।

Title:রাহুল গান্ধীর সাথে সেলফি নেওয়া এই ব্যক্তি লখনউ আদালতের বিচারক নন
Fact Check By: Nasim AkhtarResult: False