চিনুক হেলিকপ্টারে করে জেসিবি নিয়ে যাওয়ার ভাইরাল ছবিটি সম্পাদিত 

Altered Social

উত্তরকাশীতে মেঘভাঙা বৃষ্টির পরে বিপর্যয় ঘটেছে। এখনও উদ্ধার কাজ চলছে। এই প্রেক্ষিতে সোশ্যাল মিডিয়ায় একটি ছবি বেশ ঘুরপাক খাচ্ছে যেখানে দেখা যাচ্ছে ভারতীয় বায়ুসেনার চিনুক হেলিকপ্টার একটি জেসিবি মেশিন বহন করছে। ছবিটি শেয়ার করে দাবি করা হচ্ছে, উত্তরকাশীর ধ্বংসের কারণে রাস্তা বন্ধ থাকায় ধারালিতে এইভাবে হেলিকপ্টারে করে জেসিবি পৌঁছানো হয়েছে। 

পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে,”আপনারা প্রত্যেকেই দেখেছেন সেই ভয়াবহ ঘটনা উত্তরাখণ্ডের ধারালিতে। যেখানে মেঘ ফেটে হড়পা বানে পাহাড়ের উপর থেকে জল এবং পাহাড়ের ধ্বংসাবশেষ নিচের দিকে তীব্র গতিতে নেমে বাড়ী, দোকান, গাড়ি কোন কিছুকেই ছাড় দেয়নি। এবং যার ফলে কয়েকশো বাড়ী, গাড়ি সব ধ্বংস হয়েছে। আর সেই ধ্বংসাবশেষ সরানোর জন্য ওখানে যাওয়ার সব রাস্তা বন্ধ। তাই ভারতীয় বায়ুসেনার চিনুক হেলিকপ্টারের মাধ্যমে আকাশ সীমা দিয়ে জেসিবি পৌঁছে দেওয়া হলো ধ্বংসাবশেষ সরানোর কাজ করার জন্য 👍 #indianairforce #uttarakhand #rainydays #accident #cloudblast #Dharali #everyonehighlightsfollowers।“ 

তথ্য যাচাই করে আমরা পেয়েছি ভাইরাল ছবিটি সম্পাদিত। 

scrnli_G5XkPzTNvx6mZ0.png

ফেসবুক পোস্ট আর্কাইভ 

তথ্য যাচাইঃ 

ছবিটিকে গুগলে রিভার্স ইমেজ সার্চ করি। স্টক ইমেজ সংস্থা গেট্টি ইমেজ এর অ্যালবামে এই ছবির সঙ্গে দেওয়া বিবরণ অনুযায়ী, এটি ৮ অক্টোবর ২০২০-এ গাজিয়াবাদের হিন্ডন এয়ারবেসে অনুষ্ঠিত ৮৮তম ভারতীয় বায়ুসেনা দিবস উদযাপনের সময়ের। ছবিটির ক্যাপশনে লেখা হয়েছে,”ভারতীয় বায়ুসেনার CH-47 চিনুক হেলিকপ্টার তার ভার বহনের ক্ষমতা প্রদর্শন করছে।“ এখানে দেখা যায়, ছবিতে কোনও JCB মেশিন ছিল না। 

xh 47.png

রেডিফ সহ অন্যান্য প্রতিবেদনে একই তথ্য সহ ছবিটি প্রকাশিত হয়েছে এবং ছবিতে কোনও JCB মেশিন ছিল না। 

scrnli_9PlFf7qBUw5xBn.png

উপরোক্ত তথের ভিত্তিতে এতটুকু পরিষ্কার যে ভাইরাল ছবিতে হেলিকপ্টারের উপরের অংশটি এবং নিচের দুর্যোগের ছবি আলাদা ছিল আলাদা। তাই আমরা ভাইরাল ছবির নিচের অংশের সত্যতা যাচাই করতে খোঁজ শুরু করি। 

হিন্দুস্তান টাইমস-এর ৬ আগস্ট ২০২৫-এ প্রকাশিত একটি প্রতিবেদনে এই ছবি পাওয়া যায়। ছবির ক্যাপশনে লেখা ছিল,”উত্তরাখণ্ডের উঁচু এলাকার একটি জনপ্রিয় পর্যটন গ্রাম ধারালিতে হঠাৎ বন্যার কারণে পাথর, ধ্বংসস্তূপ এবং কাদার স্রোত নেমে আসে, যার ফলে সেখানকার ঘরবাড়ি, দোকান ও হোটেল গুঁড়িয়ে যায়।” 

HT.png

আমরা ভাইরাল ছবির সঙ্গে আসল ছবির তুলনা করি যা থেকে স্পষ্ট যে ছবিটি সম্পাদিত। 

comparison.png

উত্তরাখণ্ড পুলিশের অফিশিয়াল ফেসবুক পেজ থেকে এই ছবিকে ভুয়ো বলে চিহ্নিত করে ক্যাপশনে লেখা হয়েছে,”কিছু মানুষ চিনুক হেলিকপ্টারে তুলে নেওয়া JCB-র ওই ছবিকে উত্তরকাশীর হর্ষিল ও ধারালির দুর্যোগ উদ্ধার অভিযানের সঙ্গে যুক্ত করছে, যা সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর। এই ছবি ধারালির দুর্যোগ উদ্ধার কাজের সঙ্গে সম্পর্কিত নয়। অনুগ্রহ করে গুজবে কান দেবেন না। সোশ্যাল মিডিয়ায় কোনও তথ্য যাচাই ছাড়া শেয়ার বা ছড়াবেন না।“ 

নিষ্কর্ষঃ তথ্য যাচাইয়ের মাধ্যমে ফ্যাক্ট ক্রিসেণ্ডো এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে, ধারালিতে চিনুক হেলিকপ্টার দিয়ে JCB পৌঁছে দেওয়ার ভাইরাল ছবিটি সম্পাদিত এবং মিথ্যা দাবিরতে ভাইরাল শেয়ার করা হচ্ছে।  

Avatar

Title:চিনুক হেলিকপ্টারে করে জেসিবি নিয়ে যাওয়ার ভাইরাল ছবিটি সম্পাদিত

Fact Check By: Nasim Akhtar 

Result: Altered

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *