রাহুল গান্ধীর বিরুদ্ধে ভোট চুরি করার কথা বলছেন কংগ্রেস সভাপতি মাল্লিকার্জুন খাড়গে? জানুন ভিডিও সত্যতা 

Altered Political

৭ আগস্ট, এক প্রেস বিবৃতির মাধ্যমে দেশের বিরোধী নেতা রাহুল গান্ধী ভারতীয় নির্বাচন কমিশন এবং শাসক দল বিজেপির বিরুদ্ধে ভোট চুরির অভিযোগ আনেন। এই অভিযোগ সম্প্রতি দেশের অন্যতম আলোচিত বিষয় হয়ে দাঁড়িয়েছে। এই অভিযোগের প্রেক্ষিতে রাহুল গান্ধী ও তেজস্বী যাদবের নেতৃত্বে বিহারে ‘বিহার ভোটার অধিকার যাত্রা’  অনুষ্ঠিত হয়েছে। এই সার্বিক প্রেক্ষাপটে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে শেয়ার করা হচ্ছে, যেখানে তাকে রাহুল গান্ধী সম্পর্কে বলতে শোনা যাচ্ছে, তিনি নাকি বিহারে ভোট চুরি করে জেতার চেষ্টা করছেন।

সত্যিই কি কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বিরোধী নেতা ও কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর সম্পর্কে এমন মন্তব্য করেছেন? আজকের প্রতিবেদন সেই প্রশ্নের উত্তর খুঁজে বের করার চেষ্টা করবে। আসুন বিস্তারিত জেনে নিই। 

ফেসবুক পোস্ট 

তথ্য যাচাইঃ 

ভিডিওর সত্যতা যাচাইয়ের পূর্বে পোস্টের ভিডিওটিকে ভালো করে দেখলে স্পষ্ট লক্ষ্যনিয় শুরুর ১ সেকেন্ডের পরেই একটি কাট পরেছে এবং অসামঞ্জস্য ভাবে ভিডিওর শুরু হচ্ছে। যা থেকে ভিডিওর সত্যতা নিয়ে মনে প্রশ্ন জাগে। 

কংগ্রেস সভাপতির এই ভাষণের দীর্ঘ সংস্করণটি খুঁজতে ভিডিওর স্ক্রিনশটগুলোকে গুগলে রিভার্স ইমেজ সার্চ করি। ফলস্বরুপ, ‘NPT NEWS INDIA Nation Prime Time news’ নামক ইউটিউব চ্যানেলে পেয়েও যায়। জানানো হয় এটি পাটনার এক সমাবেশের ভাষণ। তার ভাষণে মোদী সরকারকে ভোট চুরির বিষয়ে আরোপ লাগিয়ে সেই কথা বলতে দেখা ও শোনা যায়।   

নিউজ২৪-এর চ্যানেলেও মাল্লিকার্জুন খাড়গের ভাষণের পুরো ভিডিওটি পাওয়া যায়। ২ সেপ্টেম্বরে আপলোড করা এই ভিডিওর ১ মিনিট ৫ সেকেন্ডের পরের ৯ সেকেন্ড ভিডিওর অংশ। তার ভাষণে তিনি বলছেন,”… এই যে ভোট চুরির বিষয়, মোদী সবসময় চুরির অভ্যাস রেখছে। তিনি ভোট চুরি করেন, পয়সা চুরি করেন। আর ব্যাঙ্ক থেকে লুট করে যারা বিদেশে যান তাদের সুরক্ষা দেয়। মোদীজি ভোট চুরি করিয়ে বিহারে জেতার চেষ্টা করছে। আপনাকে সতর্ক থাকতে হবে। যদি আপনি সতর্ক না থাকেন মোদজি এবং শাহ আপনাকে ডুবিয়ে দিবে।…।“ 

১ সেপ্টেম্বর, ২০২৫, তারিখে বিহারের পাটনাতে অনুষ্ঠিত এই সভার পুরো লাইভ সম্প্রচার কংগ্রেসের ইউটিউব চ্যানেল থেকে করা হয়েছিল। ১৪৮৫০ মিনিটের পরের থেকে অংশটুকু ফেসবুক পোস্টের অংশ। তার ভাষণের অংশটুকু শুনলে স্পষ্ট হয় যে , কংগ্রেস সভাপতি মাল্লিকার্জুন খাড়গে মোদী সরকারকে ভোট চুরির বিষয়ে আরোপ লাগাচ্ছেন এবং জনগণকে জাগরূক থাকার কথা বলছেন। 

নিষ্কর্ষঃ তথ্য যাচাইয়ের মাধ্যমে ফ্যাক্ট ক্রিসেন্ডো এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে ভাইরাল ভিডিওটি সম্পাদিত। আসল ভিডিওতে কংগ্রেস সভাপতি মোদীর বিরুদ্ধে ভোট চুরির অভিযোগ আনছেন এবং জনগণকে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছেন।

Avatar

Title:রাহুল গান্ধীর বিরুদ্ধে ভোট চুরি করার কথা বলছেন কংগ্রেস সভাপতি মাল্লিকার্জুন খাড়গে? জানুন ভিডিও সত্যতা

Fact Check By: Nasim Akhtar 

Result: Altered

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *