
ওয়াকফ সংশোধন ২০২৪ দেশে ওয়াকফ বোর্ড নিয়ে বিতর্কের জন্ম দিয়েছে। যা নিয়ে সামাজিক মাধ্যমগুলোতে চলছে আন্ধাধুন পোস্টও। ওয়াকফ বোর্ডের জমির পরিমান নিয়ে একটি পোস্ট শেয়ার করে দাবি করা হচ্ছে, ওয়াকফ বোর্ড পাকিস্তানের ক্ষেত্রফলের চেয়ে বেশি জমির মালিক। ভাইরাল এই ফেসবুক পোস্টে লেখা হয়েছে,”পাকিস্তানের আয়তন ৮.৮১ লাখ বর্গকিলোমিটার। আর “ওয়াকফ বোর্ড” এর আয়তন ৯ লাখ ৪০ হাজার বর্গকিলোমিটার। এক পাকিস্তান আছে বাহিরে, আরেকটা ভেতরে তৈরি হলো! হিন্দুরা ঘুমাতে থাকো… আর সহ্য করতে থাকো । গত ৭০ বছরে কংগ্রেসের অবদান।“
তথ্য যাচাইয়ের আমরা পেয়েছি দাবিটি ঠিক নয়। ওয়াকফ বোর্ডের জমির পরিমান ৯.৪০ লক্ষ বর্গকিলোমিটার নয় বরং ৯.৪০ একর অর্থাৎ ৩৮০৪ বর্গ কিলোমিটার যা পাকিস্তানের ক্ষেত্রফলের তুলনায় ২৩১ গুনে কম।
তথ্য যাচাইঃ
আমরা প্রথমে পাকিস্তানের মোট ক্ষেত্রফল খুঁজতে গুগলে প্রাসঙ্গিক কি ওয়ার্ড সার্চ করি। ‘pakconsulatela’-এর ওয়েবসাইট অনুযায়ী, পাকিস্তানের ভূমি এলাকা ৮৮১,৯১৩ বর্গ কিলোমিটার, ভারতের মোট ভূমির প্রায় ২৭%।
অপরপক্ষে, ওয়াকফের জমি সংক্রান্ত তথ্য জানতে প্রাসঙ্গিক কি ওয়ার্ডের মাধ্যমে ‘প্রেস ইনফরমেশন ব্যুরো’র (PIB) একটি প্রেস বিজ্ঞপ্তি পাওয়া যায় যার শিরোনাম রয়েছে,”ওয়াকফ সংশোধনী বিল ২০২৪ এর ব্যাখ্যাকারী”। এই বিজ্ঞপ্তি অনুযায়ী, ভারতে ওয়াকফ বোর্ডের নিয়ন্ত্রণাধীন মোট এলাকা ৯.৪ লাখ একর। বর্গ কিলোমিটারে রূপান্তরিত করলে এর পরিমাণ হয় ৩,৮০৪ বর্গ কিলোমিটার যা ভাইরাল পোস্টে দাবি করা থেকে উল্লেখযোগ্যভাবে কম।
ওয়াকফ সম্পত্তির বিশদ বিবরণ ভারতের ওয়াকফ অ্যাসেট ম্যানেজমেন্ট সিস্টেমের ওয়েবসাইটে পাওয়া যায়। WAMSI- ওয়েবসাইট।
‘দি হিন্দু’, ‘দি ইকোনমিক টাইমস’-এর প্রতিবেদন অনুযায়ী, ভারতের ওয়াকফ বোর্ড ৯.৪ লাখ একর জমি নিয়ন্ত্রণ করে যা ৩,৮০৪ বর্গ কিলোমিটারের সমান।
উপরোক্ত তথ্যের ভিত্তিতে স্পষ্ট হয় যে, ভারতে ওয়াকফ বোর্ডের অধীনে ৯.৪ লক্ষ বর্গ কিলোমিটার নয় বরং ৩,৮০৪ বরগ কিলোমিটার জমি রয়েছে যা পাকিস্তানের ক্ষেত্রফলের তুলনায় ২৩১ গুনে কম।
নিষ্কর্ষঃ তথ্য যাচাইয়ের মাধ্যমে ফ্যাক্ট ক্রিসেন্ডো এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে, “পাকিস্তানের ক্ষেত্রফলের তুলনায় ওয়াকফ বোর্ডের জমির পরিমাণ বেশি”- এই দাবিটি মিথ্যা। ওয়াকফ বোর্ডের মোট জমির পরিমাণ ৩,৮০৪ বর্গ কিলোমিটার, যা পাকিস্তানের মোট ক্ষেত্রফলের তুলনায় ২৩১ গুণ কম।

Title:না, ওয়াকফ বোর্ডের জমির পরিমান পাকিস্তানের আয়তনের চেয়ে বেশি নয়
Fact Check By: Nasim AkhtarResult: False